টুকরো খবর
বন্দরে বিক্ষোভ
চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় সরকার ও বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে নতুন বেতন চুক্তি নিয়ে টালবাহানার অভিযোগ তুলে বৃহস্পতিবার বন্দরের কার্যালয় জওহর টাওয়ারের সামনে অবস্থান বিক্ষোভ করলেন হলদিয়া বন্দর কর্মী ও অবসরপ্রাপ্তদের পাঁচটি সংগঠনের একাংশ সদস্য। এ দিন আন্দোলনে সামিল হয়েছিলেন মূলত বামপন্থী সংগঠনগুলি। দেশের অন্য বন্দরেও এই আন্দোল হয়। প্রসঙ্গত, একই দাবিতে আগামী ৭ অক্টোবর কলকাতা বন্দরের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল প্রভাবিত বন্দর শ্রমিক ও কর্মচারী সংগঠন। কলকাতা বন্দর শ্রমিক ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক ফণীভূষণ চক্রবর্তীর দাবি, প্রতি পাঁচ বছর অন্তর নতুন করে বেতন চুক্তি সম্পাদিত হয়। পুরানো চুক্তির মেয়াদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেলেও আজ পর্যন্ত কোনও নতুন চুক্তিপত্র হয়নি। নতুন স্থায়ী কর্মী নিয়োগ না করায় অস্থায়ী কর্মীর সংখ্যা বেড়েছে। চাপ বাড়ছে স্থায়ী শ্রমিকদের উপর।” হলদিয়া বন্দরের ম্যানেজার (প্রশাসন) অমল দত্তকে বারবার ফোন করা হলেও তিনি মন্তব্য করতে চাননি।

গুদামে ডাকাতি, মহিষাদলে ধৃত ৬
রেলের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার গোডাউন থেকে ডাকাতির অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। বুধবার গাজীপুর এলাকা থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। তারপর ওই গ্রামেরই একটি জঙ্গল থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষাধিক টাকারলুঠ বয়ে যাওয়া যন্ত্রাংশের প্রায় সবটাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রঙ্গিবসান গ্রামে ওই গোডাউনের নিরাপত্তারক্ষীকে বেঁধে মারধর করে লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। বুধবার থানায় অভিযোগ দায়ের হয়। তারপর তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। তারপরই খোঁজ মেলে তাঁদের। জেরায় ধৃতরা অপরাধের কথা কবুল করে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের হলদিয়া আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শিক্ষামূলক ভ্রমণে দুর্ঘটনা, মৃত তিন
শিক্ষামূলক ভ্রমণে বুদ্ধগয়া যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষাকর্মী ও দুই বাসকর্মীর। আহত হয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দেশদত্তবাড় ইউনাইটেড হাইস্কুলের ৩৫ জন শিক্ষক-পড়ুয়া। বৃহস্পতিবার ধানবাদের তোপচাঁচিতে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। আহত ৬ জনের আঘাত গুরুতর। তাঁদের ধানবাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শিক্ষাকর্মীর নাম অনিলকুমার দে (৫৪)।

বিজ্ঞানমনস্ক করে তুলতে উদ্যোগী
ছবি: দেবরাজ ঘোষ।
জঙ্গলমহলের সরকারি স্কুলের আদিবাসী পড়ুয়াদের বিজ্ঞানমনস্ক করে তুলতে উদ্যোগী হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞান বোঝান ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজ়িক্স টিচার্স’ সংগঠনের শিক্ষকেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.