|
|
|
|
পরচুলা বোঝাই লরি ছিনতাইয়ে ধৃত ছয়
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পরচুলার কাঁচামাল বোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার জেলা পুলিশ ও নন্দকুমার থানার যৌথ পুলিশ বাহিনী তল্লাশি চালিয়ে ওই ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে অমিত সিংহ ওরফে আশরাফের বাড়ি হলদিয়ায়। মানিক সামন্ত, নারায়ণ বেরার বাড়ি চণ্ডীপুরে, পীযূষ পাণ্ডে, পূর্ণেন্দু দিণ্ডার বাড়ি ভুপতিনগরে, শেখ নাজিরের বাড়ি ভগবানপুরে। লরিটিও উদ্ধার হয়েছে। ছিনতাই হওয়া পরচুলার কাঁচামাল কেনার অভিযোগে চণ্ডীপুরের এক পরচুলা ব্যবসায়ী শেখ সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীদের মূল পাণ্ডা অমিত সিংহ ওরফে আসরাফ ও তাঁর সঙ্গে থাকা মানিক সামন্তকে বুধবার গ্রেফতারের সময় ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার তমলুক আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও চণ্ডীপুর এলাকার বেশ কিছু পরচুলা ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে কাঁচামাল এনে প্রক্রিয়াকরণ করে রফতানি করে। চণ্ডীপুর এলাকার চার জন ব্যবসায়ী প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের পরচুলা তৈরির কাঁচামাল কিনে প্রক্রিয়াকরণের জন্য গত ১৫ সেপ্টেম্বর চণ্ডীপুরে আনাচ্ছিলেন। রাত ৯টা নাগাদ দিঘা-মেচেদা সড়কে নন্দকুমার থানার বনভেড়ার কাছে ফাঁকা এলাকায় দুষ্কৃতীরা পরচুলা বোঝাই লরিটি আটকে চালককে বেঁধে একটি ট্যাক্সিতে তুলে নেয়। এরপর দুষ্কৃতীরাই লরি চালিয়ে নরঘাটের কাছে হলদি নদীর ধার ঘেঁষে হলদিয়ার দিকে যাওয়া পাকা রাস্তা ধরে। পথে এক জায়গায় লরিচালককে ফেলে ভবানীপুরে যায় তারা। একটি বাড়িতে চোরাই পরচুলা নামানোর পর মহিষাদলের দাঙ্গামোড়ের কাছে রাস্তায় লরি ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ পেয়ে নন্দকুমার থানার পুলিশ ও জেলা পুলিশের একটি যৌথ দল তদন্তে নামে। লরিচালককে জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন দুস্কৃতীদের চিহ্নিত করা হয়। নন্দকুমারের সার্কেল ইন্সপেক্টর পার্থ সান্যাল বলেন, “পরচুলা বোঝাই লরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছ’জনকে বুধবার গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত দুটি ট্যাক্সি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও ৫-৬ জন জড়িত। তাদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।” উল্লেখ্য, কয়েকমাস আগে পরচুলা বোঝাই আরও একটা লরি ছিনতাই করেছিল দুষ্কৃতীরা। ঘটনায় জড়িতদের ধরতে আন্দোলনে নেমেছিলেন ব্যবসায়ীরা। পুলিশ তল্লাশি চালিয়ে ওই পরচুলা উদ্ধার করে ও ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করে। |
|
|
|
|
|