জেলা পরিষদ
কাজে গতি আনার নির্দেশ কর্মাধ্যক্ষদের সঙ্গে আলোচনায়
ফতরগুলোর মধ্যে সমন্বয় রেখে উন্নয়নের কাজে গতি আনার নির্দেশ দিলেন জেলা পরিষদের দলনেতা তৃণমূলের অজিত মাইতি।
বৃহস্পতিবার নবনির্বাচিত কর্মাধ্যক্ষদের নিয়ে এক বৈঠক করেন তিনি। ছিলেন কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়েছেন অমূল্য মাইতি, মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ সূর্য অট্ট, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ জারিনা ইয়াসমিন প্রমুখ। মঙ্গলবারই জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলোর কর্মাধ্যক্ষ নির্বাচন হয়। তারপরই এই বৈঠক। বৈঠক শেষে অজিতবাবু বলেন, “কোনও কাজ ফেলে রাখা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।” নির্দিষ্ট সময় অন্তর দফতরগুলোর কাজের পর্যালোচনা করা হবে বলেও জানান দলনেতা।
কর্মাধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে জেলা পরিষদের সচিব বিপুল বিশ্বাসের সঙ্গে দেখা করেন অজিতবাবু। মঙ্গলবার কর্মাধ্যক্ষ নির্বাচন হয়ে যাওয়ায় জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়েছে। এ বার গ্রামোন্নয়নের কাজে গতি আনতেই তৎপর হচ্ছেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। অজিতবাবু বলেন, “কর্মাধ্যক্ষরা দ্রুত তাঁদের দফতরের কাজ বুঝে নেবেন। এদিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বার থেকে জেলা পরিষদের সভাগুলোয় আগের সভার সিদ্ধান্ত কার্যকর হয়েছে কি না, তা দেখা হবে। কোথাও সমস্যা হলে আধিকারিকেরা তা জানাবেন। অন্য দিকে, সভায় যে সব সিদ্ধান্ত হবে, তা রেজলিউশন আকারে পরের সভায় নয়, ওই সভাতেই সদস্যদের হাতে দিয়ে দেওয়া হবে। উন্নয়নের কাজে কোনও গড়িমসি চলবে না।”
দলনেতা জানান, ইন্দিরা আবাস যোজনায় প্রায় ১২ কোটি টাকা পড়ে রয়েছে। এ ক্ষেত্রে দ্রুত কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। ব্লক থেকে ত্রাণ পাঠানোর আবেদন আসছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হচ্ছে। বৃষ্টিতে চাষে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেব চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। রাস্তা সংস্কারের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অজিতবাবু। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি ১২টি রাস্তা সংস্কারের পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে। রাস্তা সংস্কারে প্রায় ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর আগে যতটা সম্ভব সংস্কার করার চেষ্টা চলছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.