|
|
|
|
জানুয়ারিতে ব্রিগেডে মোদীর সভা করার ভাবনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লোকসভা ভোটের প্রচারে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তাঁকে দিয়ে ব্রিগেডে জনসভা করানোর পরিকল্পনা করা হচ্ছে বলে বিজেপি-র সংসদীয় বোর্ডের সদস্য তথা সাংসদ বেঙ্কাইয়া নায়ডু বৃহস্পতিবার কলকাতায় জানিয়েছেন।
লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক বরুণ গাঁধী, দলের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহের পরে এ দিন রাজ্য বিজেপি নেতাদের বৈঠক ছিল নায়ডুর সঙ্গে। যার শেষে জানুয়ারিতে মোদীর ব্রিগেড কর্মসূচির কথা জানিয়েছেন নায়ডু। তিনি আরও বলেন, “লোকসভার প্রচারে সারা দেশে ১০০টা সমাবেশ হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে হবে তিনটি।” বিজেপি সূত্রের খবর, রাজ্যের ওই তিন সমাবেশের মধ্যে দু’টিতে মোদীর যোগ দেওয়ার কথা। তার একটা হবে ব্রিগেডে এবং অন্যটা উত্তরবঙ্গে।
কেন্দ্রের প্রধান শাসক দল হওয়ার সুবাদে কংগ্রেস সিবিআই-কে প্রভাবিত করছে, অনেকগুলি দৃষ্টান্ত সহযোগে অভিযোগ করেছেন নায়ডু। সেই সূত্রেই তাঁর হুঁশিয়ারি, “এখন কংগ্রেস সিবিআই-কে দিয়ে মোদীকেও অভিযোগে জড়ানোর চেষ্টা করছে। এটা করলে দেশে আগুন জ্বলবে। কংগ্রেসকে সাবধান করছি, তারা যেন আগুন নিয়ে না খেলে!” নায়ডুর ব্যাখ্যা, “মোদীর মতো নেতা কংগ্রেসের নেই। ওরা কোনও বিষয়ে মোদীর বক্তব্যের জবাবও দিতে পারছে না! তাই সিবিআই-কে দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।”
বিজেপি-র ওই দক্ষিণী নেতা আরও জানান, ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে দলীয় সম্মেলন হবে। পাশাপাশি, যাঁরা বিজেপি-র সদস্য নন কিন্তু ‘বন্ধু’, তাঁদের একজোট করে লোকসভা ভোটের প্রচারে নামানো হবে। বিজেপি মনোভাবাপন্ন বিশিষ্ট এবং অনাবাসী ভারতীয়দেরও ব্যবহার করা হবে লোকসভার প্রচারে। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া, ই-মেল এবং এসএমএসেও প্রচার চলবে। |
|
|
|
|
|