বছরভরের হাজারো চিন্তা? এই চারটে দিন কোন জাদুতে যেন সব ধুয়েমুছে সাফ! হবে না-ই বা কেন? ভোজবাজির মতো বদলে যায় তো গোটা শহরটাই। রং মাখে চেনা অলিগলি। পাড়ার মাঠটাই হঠাৎ অচিনপুর। থিম-পার্বণে আপনি স্বাগত।
উত্তরের আহিরীটোলা সর্বজনীনের এ বার ৭৪ বছর। ৭৫-এর দোরগোড়ায় দাঁড়িয়ে তারা ফিরে দেখছে সে কালের কলকাতার আনাচ-কানাচ। সুতানুটির রাজসিক বাড়িগুলোর আজ ভগ্নদশা। শোভাবাজার রাজবাড়ি ও কাশিমবাজার রাজবাড়ি ঘুরেছেন উদ্যোক্তারা। মণ্ডপ তারই আদলে। থাকছে কারুকাজ করা থাম, ঘোরানো সিঁড়ি, সিংহদরজা, সিলিং। বনেদি বাড়ির ঠাকুরদালানের আদলে মঞ্চে আটচালা প্রতিমা। সঙ্গে পুরনো বাড়ির আলো-আঁধারি পরিবেশ উত্তরেরই আর এক পুজো হালসীবাগান সর্বজনীনে মা দুর্গা থাকবেন স্বয়ংসিদ্ধা রূপে। পৃথিবীজুড়ে অশুভ শক্তির বিকাশ রুখতে মহিষাসুরমর্দিনী দেবীর আবির্ভাবকেই তুলে ধরেছেন উদ্যোক্তারা। ভূগর্ভের আদলে মণ্ডপে আলো-আঁধারির খেলায় দেখানো হবে দুর্গার সৃষ্টির মূহূর্ত। শক্তিলাভের দীপ্তিতে আলোকিত হয়ে থাকবে দেবীর দশ হাত।
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো সাজছে ওড়িশার পিপলি গ্রামের রং-বেরঙের অ্যাপ্লিকে। ওড়িশার মন্দিরের ধাঁচে তৈরি মণ্ডপে অ্যাপ্লিকের কাজ। সিলিং জুড়ে থাকবে বিশাল ঝাড়বাতি। সঙ্গে সাবেক প্রতিমা।
বাগুইআটির উদয়ন সঙ্ঘের ভাবনায় রয়েছে ‘অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী’র গল্প। দেবী অন্নপূর্ণাকে বাড়িতে নিয়ে গিয়েছে ঈশ্বরী পাটনী। মেতেছে তাঁর পুজোর আয়োজনে। মণ্ডপে মূর্তি, পেন্টিং-এ তাই কিছুটা বাস্তবের রূপ, কিছুটা স্বপ্নের। স্প্রে পেন্টিং-এ ছবিতে কবিতার নানা মুহূর্ত। দেবীকে পাওয়া গিয়েছে জলে। প্রতিমা তাই কষ্টিপাথরের, পদ্ম, মাছের অলঙ্কার।
রবীন্দ্রনাথের নোবেল জয়ের একশো বছর পূর্তি উপলক্ষে গার্ডেনরিচের সাউথ ইস্টার্ন রেলওয়ে সর্বজনীনের মণ্ডপ এ বার অসলো-র নোবেল পিস সেন্টারের আদলে। লাগোয়া প্যাভিলিয়নে থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু দুষ্প্রাপ্য ছবি। দেখানো হবে একটি তথ্যচিত্রও।
মহিলাদের উপর নির্যাতনের লাগাতার অভিযোগের প্রতিবাদ এবং দ্রুত বিচার চেয়ে বেহালা এয়ারপোর্ট মোড়ে স্থানীয় অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপ হচ্ছে সুপ্রিম কোর্টের আদলে। সাবেক প্রতিমা সাজবে ময়ূরের পালকে।
আনন্দের মাঝেই উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয় ও ক্ষয়ক্ষতির কথা মনে করাতে চায় কেষ্টপুরের মধ্য কৃষ্ণপুর সর্বজনীন। ধসে বেসামাল পরিস্থিতি, কেদারনাথের মন্দির, পাহাড়ি এলাকা, ঝর্না সবই থাকছে মণ্ডপসজ্জায়। প্রতিমাও পাহাড়ি দেবীর আদলে।
চেতলার পিয়ারী মোহন রোডে ২৪ পল্লি সর্বজনীনে সপরিবার মা দুর্গার পাশেই থাকছে নবদুর্গার মূর্তি। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কুমারী পুজো।
থিমপুজোর শহরেই একটু অন্য পথে হেঁটেছে কেষ্টপুরের মধ্য চণ্ডীবেড়িয়া দুর্গাপুজা কমিটি। আর্থিক মন্দার কথা মাথায় রেখে কারও কাছে চাঁদা চাননি তাঁরা। শুধু কমিটির সদস্যদেরই উদ্যোগে ঘরোয়া পরিবেশে তাঁদের সাবেক পুজো। |