|
|
|
|
ছোট শিল্পোদ্যোগী গড়তে রাজ্য-আইআইএম জোট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কর্মসংস্থান বেশি হয় বলে ছোট-মাঝারি শিল্পকে বরাবরই বেশি গুরুত্ব দিয়ে আসছে রাজ্য সরকার। এ বার আরও এক ধাপ এগিয়ে তারা নেমেছে ছোট ও মাঝারি শিল্পোদ্যোগী তৈরির কাজে। হাত মিলিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-কলকাতার (আইআইএমসি) সঙ্গে।
জেলায় জেলায় যোগ্য শিল্পোদ্যোগী গড়তে ব্যবসায়িক কৌশলের পাঠ দেবে আইআইএমসি। রাজ্যের দাবি, এতে এ ধরনের শিল্পের সংখ্যাও বাড়বে। আবার শিল্প বাড়লে চাঙ্গা হবে চাকরির বাজার।
সম্প্রতি এই শিল্পের এক সম্মেলনে শিল্পোদ্যোগী গড়ার পেশাদারি প্রশিক্ষণের জন্য আইআইএমসি-র সঙ্গে জোট বাঁধে তারা। এই উদ্যোগে সামিল হবে দ্য ইন্ডাস আন্ত্রেপ্রেনর্সও (টাই)। বিশ্ব জুড়ে নতুন শিল্পোদ্যোগী তৈরির ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেয় টাই।
রাজ্যে ছোট-মাঝারি শিল্প দফতরের সচিব রাজীব সিংহ জানিয়েছেন, পাঠ্যসূচি তৈরি করবে আইআইএমসি। হাতে-কলমে প্রশিক্ষণে যুক্ত থাকবে টাই। তাঁর দাবি, “এ রাজ্যে এখন বছরে গড়ে আট-দশ হাজার এই ধরনের শিল্প গড়ে ওঠে। সংখ্যাটা বাড়াতে চাই।”
আইআইএমসি-র অধ্যাপক অশোক বন্দ্যোপাধ্যায় জানান, চুক্তি অনুযায়ী প্রতি জেলায় ছোট-মাঝারি শিল্প দফতরের কেন্দ্রেই (ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার) প্রশিক্ষণ চলবে। প্রাথমিক ভাবে বেছে নেওয়া হবে কয়েকশো জনকে। তাঁরা ধাপে ধাপে প্রশিক্ষণ পাবেন। প্রতিটি ধাপের যোগ্যতামান পেরিয়ে পরের ধাপে পৌঁছতে হবে। এ ভাবে শেষ ধাপে পৌঁছবেন সেরা কয়েক জন। এঁরাই আইআইএমসি-তে প্রশিক্ষণের সুযোগ পাবেন। সেখানে ব্যবসায়িক কৌশলের পাঠ ছাড়াও পুঁজি সংগ্রহের জন্য ভেঞ্চার ক্যাপিটাল সংস্থার সঙ্গে আলোচনার সুযোগ থাকবে। প্রতিটি ধাপে আগ্রহীদের বাছাই করা ও প্রশিক্ষণ দেওয়ার জন্য আগে ওই কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেবে আইআইএমসি এবং টাই।
রাজ্যের এই উদ্যোগকে শিল্পমহল স্বাগত জানিয়েছে। ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, “খুব সংগঠিত প্রয়াস। প্রশিক্ষণ না-থাকায় ব্যবসা করতে গিয়ে সমস্যা হয়। এই প্রকল্প রূপায়িত হলে সেই দক্ষতার অভাব মিটবে।” |
|
|
|
|
|