ফেসবুকে সিইএসসি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিইএসসি এ বার ফেসবুকেও। সংস্থার বিদ্যুৎ পরিষেবা নিয়ে মতামত, অভিযোগ, প্রশংসা কিংবা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে কোনও ছবি এখন থেকে সিইএসসি-র পেজে পোস্ট করতে পারবেন গ্রাহকরা। সেই মতামত বা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে সংস্থা। বৃহস্পতিবার সিইএসসি-র চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা এই খবর জানিয়ে বলেন, “গ্রাহকদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতেই আমরা এখন ফেসবুকেও। কারণ তরুণ প্রজন্মের পাশাপাশি প্রবীণদের মধ্যেও বহু মানুষ ফেসবুকের সদস্য। ফলে সরাসরি বহু তথ্য ফেসবুকের মাধ্যমে পাব।” এ দিন থেকে চালু হয়ে গেল সিইএসসি-র ই-পরিষেবাও। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন। ই-পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে বিদ্যুতের বিল দেওয়ার পাশাপাশি নতুন এসি-র জন্য আবেদন, মিটারের নাম পরিবর্তন-সহ একাধিক কাজ ঘরে বসেই কম্পিউটারে সেরে ফেলতে পারবেন। এর জন্য সংস্থার অফিসে যেতে হবে না। সঞ্জীবের দাবি, অনেকেই এখন ইন্টারনেট ব্যবহার করেন। বিশেষত তরুণ গ্রাহকদের অধিকাংশই ই-পরিষেবা পছন্দ করেন। নতুন এই ব্যবস্থায় তাঁরা অনলাইনেই সিইএসসি-র যাবতীয় পরিষেবা পেতে পারবেন।
|
জেট-এতিহাদ জোটে অনুমোদন মন্ত্রিসভার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
অবশেষে জেট-এতিহাদ চুক্তিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এ কথা জানান বিমানমন্ত্রী অজিত সিংহ। জেট এয়ারের রাশ আবু ধাবির সংস্থাটির হাতে যাবে না, তা নিশ্চিত করার পর গত জুলাইয়েই শর্তসাপেক্ষে চুক্তিতে সায় দিয়েছিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। তার পর চলতি সপ্তাহেই চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করে সেবি জানায়, জেট এয়ারের ২৪% শেয়ার হাতে নিতে বাজারে খোলা প্রস্তাব দিতে হবে না এতিহাদকে।
|
মগরার দু’টি বেআইনি বেকারি বন্ধের নির্দেশ |
রাজ্য জুড়ে বেআইনি বেকারির রমরমা চলছে বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। হুগলির মগরা স্টেশনের কাছে মায়া ও রিনা নামে এই ধরনের দু’টি বেকারি বন্ধ করে দেওয়ার জন্য বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ৭ অক্টোবর ওই দু’টি বেকারির বিদ্যুৎ-সংযোগ ছিন্ন করে দিতে হবে জেলার পুলিশ সুপারকে। ওই দু’টি বেকারির বিরুদ্ধে মামলাটি করেছেন কুণাল হালদার নামে মগরা এলাকার এক বাসিন্দা। তাঁর অভিযোগ, অবৈধ বেকারিগুলির না আছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র, না আছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অনুমতি। পাউরুটি তৈরির ন্যূনতম নিয়মবিধিও মানা হয় না সেখানে। আধুনিক ব্যবস্থা ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পদ্ধতিতে পাউরুটি তৈরি করা হয়। সেই পাউরুটি খেয়ে জেলায় জেলায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আবেদনকারীর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য বলেন, বছরের পর বছর পুলিশের নাকের ডগায় অবৈধ ভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে বেকারি চালানো হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও ব্যবস্থা নিচ্ছে না। মগরা ছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় এই ধরনের প্রচুর বেআইনি বেকারি চলছে। সব শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। আপাতত মগরার ওই দু’টি বেকারির বিদ্যুৎ-সংযোগ ছিন্ন করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পর্ষদকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের কথা ভেবে বিচারপতি জানান, মালিকেরা যদি নিয়মবিধি মেনে উৎপাদন চালাতে চান, তা হলে সংশ্লিষ্ট সব বিভাগের অনুমতি ও ছাড়পত্র নিয়ে ফের বেকারি চালু করতে পারবেন।
|
উৎসবের মরসুমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দ্বিচক্রযান ও ভোগ্যপণ্য ঋণ দেওয়ায় উৎসাহী করতে বাজেট বরাদ্দের অতিরিক্ত টাকা ঢালবে রিজার্ভ ব্যাঙ্ক। কম সুদে ঋণ দেওয়ার পথ প্রশস্ত করতেই এই উদ্যোগ। এর মাধ্যমে বাজারে চাহিদা বাড়াতে চায় তারা। |