|
|
|
|
|
মার্কিন সঙ্কট সত্ত্বেও চাঙ্গা
ভারতের শেয়ার বাজার
সংবাদ সংস্থা • মুম্বই ও ওয়াশিংটন |
|
মার্কিন প্রশাসন ও সেইসঙ্গে অর্থনীতির অচলাবস্থা কাটার লক্ষণ এখনও দেখা না-গেলেও বৃহস্পতিবার কার্যত সেটাই প্রাণ ফেরাল ভারতীয় শেয়ার বাজারে। পাশাপাশি, এই সঙ্কটের জেরেই বিশ্ব জুড়ে ডলারের পতন টাকার দাম বাড়ায় ইন্ধন জোগাল।
আমেরিকার বাজেট পাশ না-হওয়া ও অর্থ সঙ্কটে প্রশাসনে তালা পড়ে যাওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবারই (ভারতীয় সময় গভীর রাতে) প্রথম মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। কিন্তু এক ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে কোনও ফল মেলেনি। কম খরচে দরিদ্রদের জন্য চিকিৎসা বিমা, যা সাধারণ ভাবে ‘ওবামা- কেয়ার’ বলে পরিচিত, তা নিয়ে সন্ধি হয়নি বিবদমান দু’পক্ষের। এ ক্ষেত্রে রাজকোষের উপর বাড়তি চাপ পড়বে বলে রিপাবলিকানরা কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধিসভায় যে-আপত্তি তুলেছে, তা থেকে তারা সরে না-আসায় ওবামাও সাফ জানিয়ে দিয়েছেন, “আমি মানসিক ভাবে অত্যন্ত অস্থিরতার মধ্যে রয়েছি। যদিও শান্ত প্রকৃতির বলেই আমি পরিচিত। এমনকী অনেকে বলেন আমি একটু বেশিই ঠান্ডা স্বভাবের।” মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উচ্চ কক্ষ বা সেনেটে (যেখানে ওবামার দল ডেমোক্র্যাটদেরই প্রাধান্য) পাশ হওয়া বাজেট প্রতিনিধিসভায় পুরোপুরি পাশ হওয়া চাই। এ ব্যাপারে তিনি কোনও রফায় রাজি নন।
বিশেষজ্ঞরা মনে করছেন, স্বল্প মেয়াদে ভারতের অর্থনীতি বা শেয়ার বাজারের উপর এর তেমন কোনও বিরূপ প্রভাব পড়বে না। বাস্তবেও সে রকমই ঘটেছে। মঙ্গলবার (যে দিন মার্কিন প্রশাসনে অচলাবস্থার কথা ঘোষণা করা হয়) সেনসেক্স ১৩৭ পয়েন্ট বাড়ার পর বৃহস্পতিবারও তা উঠেছে ৩৮৫ পয়েন্ট (বুধবার গাঁধী জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ ছিল)। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ১৯,৯০২ পয়েন্টে, যা গত এক সপ্তাহে সর্বোচ্চ।
প্রকৃতপক্ষে, বাজারের ধারণা, মার্কিন অর্থনীতি নতুন করে সঙ্কটে পড়ায় সে দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ তড়িঘড়ি আর্থিক ত্রাণ প্রকল্প গুটিয়ে নেবে না, সুদের হারও বাড়বে না। যার জেরে বিদেশি লগ্নিকারীরা ভারতের শেয়ার বাজার থেকে এখনই মুখ ফিরিয়ে নেবেন, এমন আশঙ্কাও অনেকটাই কেটে গিয়েছে। অন্য দিকে, বাজেট পাশ হওয়া নিয়ে অচলাবস্থায় বিশ্ব জুড়ে ডলারের দাম পড়তির দিকে। বাজার সূত্রের খবর, ত্রাণ প্রকল্প গুটিয়ে নিতে দেরি হওয়ার সম্ভাবনাও ডলারের পতনের জন্য দায়ী। এর জেরেই এ দিন টাকা বেড়েছে ৭৩ পয়সা। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬১.৭৩ টাকা। গত১৬ অগস্টের পর এটাই টাকার সর্বোচ্চ দর। |
|
|
|
|
|