দুই কর্মচারী গোষ্ঠীর বিবাদ রাজবাটীতে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অবৈধ নিয়োগের অভিযোগে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল সমর্থিত দুই কর্মচারী গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধল রাজবাটীতে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করার জেরে অবশ্য বড় ধরনের গোলমাল বাধেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার দুই গোষ্ঠীর নেতাদের কাছে আবেদন জানান, এমন কিছু তাঁরা যেন না করেন, যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ‘বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতি’র নেতা শৈল ঘোষ সকালে রেজিস্ট্রার শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগের অভিযোগে স্মারকলিপি দিতে যান। সেখানে তৃণমূলের অপর একটি কর্মচারী গোষ্ঠী ‘বর্ধমান বিশ্ববিদ্যালয় শিক্ষাবন্ধু সমিতি’র এক নেতা হাজির হন। তাঁকে বের করে দেওয়াকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি শুরু হয়। দু’পক্ষই বলতে শুরু করে, অপর পক্ষের বিরুদ্ধে উপাচার্য, রেজিস্ট্রারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। গোলমালের জেরে বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে আধিকারিকেরা আটকে পড়েন। রাতে তাঁরা অফিস ছেড়ে বাড়ি যান। দু’পক্ষই দাবি করেছে, অপর পক্ষের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে শুক্রবার থেকে তারা আন্দোলনে নামতে চলেছে।
|
নতুন ভবন নিয়ে চুক্তি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে অবস্থিত মহতাব মঞ্জিলকে কেন্দ্রীয় হেরিটেজ কমিটি হেরিটেজ ভবন বলে ঘোষণা করেছে। ফলে, এই মঞ্জিলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত দফতরকে অন্যত্র সরাতে হবে। তাই দু’দফায় একটি ১১ তলা ভবন তৈরি করবে বিশ্ববিদ্যালয়। সেই উপলক্ষে বৃহস্পতিবার ম্যাকিনটোস-বার্ন সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করলেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। তিনি জানান, ২৩ কোটি টাকায় ওই ভবনটি তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের জায়গায়। প্রথমে ১৩ মাসের মধ্যে তৈরি হবে পাঁচতলা। বাকি ছ’তলা পরে নির্মিত হবে।
|
জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জিতলেন কংগ্রেস মনোনীত প্রার্থীরা। বুধবার কাটোয়া শহরের আদর্শপল্লি হাইস্কুলের এই নির্বাচনে কংগ্রেস ছাড়াও সিপিএম ও তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করে। গত বারই সিপিএমের হাত থেকে ওই স্কুল পরিচালন সমিতি ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। শহরের আরেকটি স্কুল, জানকীনাথ শিক্ষা সদনের অভিভাবক প্রতিনিধি নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কংগ্রেস।
|
বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে অবস্থিত মহতাব মঞ্জিলকে কেন্দ্রীয় হেরিটেজ কমিটি হেরিটেজ ভবন বলে ঘোষণা করেছে। ফলে, এই মঞ্জিলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত দফতরকে অন্যত্র সরাতে হবে। তাই দু’দফায় একটি ১১ তলা ভবন তৈরি করবে বিশ্ববিদ্যালয়। সেই উপলক্ষে বৃহস্পতিবার ম্যাকিনটোস-বার্ন সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করলেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। তিনি জানিয়েছেন, মোট ২৩ কোটি টাকায় ওই ভবনটি তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের জায়গায়। প্রথমে ১৩ মাসের মধ্যে তৈরি হবে পাঁচতলা। বাকি ছ’তলা পরে নির্মিত হবে।
|
জয়ী রঙপাড়া
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল লিগে বুধবারের খেলায় জয়ী হল রঙপাড়া স্পোর্টিং ক্লাব। এ দিনের খেলায় তারা ২-০ গোলে রেয়ার ঝর্না ক্লাবকে পরাজিত করে। |