একসঙ্গে দুটো ভাল খবর। যুবরাজ একটা পেয়েই গেলেন রবিবার, যখন তাঁর দল ইন্ডিয়া ব্লু রঞ্জি চ্যাম্পিয়ন দিল্লিকে ৫০ রানে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে নিল। অন্য খবরটি পেতে পারেন আজ, সোমবার, যখন জাতীয় নির্বাচকরা আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল বাছতে বসবেন। আপাতত যা খবর, তাতে ভারতের টি-টোয়েন্টি এবং একদিনের দলে সম্ভবত ফিরতে চলেছেন যুবরাজ। একটি টি-টোয়েন্টি এবং প্রথম তিনটি এক দিনের ম্যাচের দল সম্ভবত বেছে নেবেন নির্বাচকেরা।
ওয়ান ডে দলে ফেরার সুযোগ বলতে যুবরাজের সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচ এবং চ্যালেঞ্জার্স ট্রফি। একটি সেঞ্চুরি-সহ বেশ কয়েকটি ভাল ইনিংস যুবরাজের ফেরার রাস্তাটা অনেক মসৃণ করে দিয়েছে। তিনটি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ১২৩, ৪০ ও ৬১ করেন যুবরাজ। টি-টোয়েন্টি ম্যাচে ঝোড়ো ৫২ রানের ইনিংসও খেলেন। রবিবার শেষ হওয়া চ্যালেঞ্জার সিরিজেও ইন্ডিয়া রেড-এর বিরুদ্ধে ৮৪ ও রবিবার ফাইনালে ২৯ করেন তিনি।
২৭ জানুয়ারি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে শেষ মাঠে নামার প্রায় সাড়ে সাত মাস পর নির্বাচকদের প্রত্যাশা পূরণ করায় ভারতীয় দলে ফিরবেন যুবি, এমন সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে। এমনিতে ধোনি ছাড়া শিখর, রোহিত, কোহলি, রায়নাদের নিয়ে ভারতের ব্যাটিং লাইন-আপে কোনও সমস্যা নেই। রবীন্দ্র জাডেজাও আছেন। আর একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান দরকার দলে।
চ্যালেঞ্জারে গত ম্যাচে ৬৩ রান পাওয়ার পর রবিবার ফাইনালে ২৩ রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি। প্রথম ম্যাচে ৫৯-এর পর আর এক ‘কামব্যাক স্টার’ বীরেন্দ্র সহবাগের ব্যাটেও রান নেই। মিডল অর্ডারে নেমেও একটি ম্যাচ বাদে সফল নন তিনি। রবিবারও পাঁচের বেশি পেলেন না। এঁরা যখন ধারাবাহিকতার অভাবে ভুগছেন, তখন যুবি কিন্তু ধারাবাহিক সফল। রবিবার ইন্দৌরে যুবরাজের দল প্রথমে ব্যাট করে ২৭৪-৯ তোলার পর দিল্লি ২২৪-এ অল আউট হয়ে যায়। গৌতম গম্ভীরও ফ্লপ। মাত্র চার রানে আউট। ভূবনেশ্বর কুমার (৪-৩৯) ও বিনয় কুমারের (৩-৬৪) দাপটেই দিল্লির এই হাল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র বিরুদ্ধে সিরিজ ও চ্যালেঞ্জারের পারফরম্যান্স দেখার পর নির্বাচকরা যে দল বাছতে বসছেন, তাতে পাঁচ ব্যাটসম্যান, দুই স্পিনার-অলরাউন্ডার জাডেজা, অশ্বিন এবং তিন পেসার ভুবনেশ্বর, ইশান্ত ও উমেশদের জায়গা প্রায় পাকা। যুবরাজও হয়তো ছ’নম্বর ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নেবেন। ১৪ জনের দল হলে বাকি তিনটি জায়গায় বিনয় কুমার, অমিত মিশ্র ও অভিষেক নায়ারকে রাখা হতে পারে বলে খবর। আর ১৫ জনের দল হলে হয়তো দীনেশ কার্তিক বা মোহিত শর্মার মধ্যে একজনকে রাখা হতে পারে।
|