টুকরো খবর |
গুলিবিদ্ধ যুবক, কারণ নিয়ে ধন্দ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বন্ধুর দোকানে শুতে যাওয়ার সময়ে রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সুরজিৎ বসু (২১) নামে এক যুবকের। বাড়ি ইন্দার বামুনপাড়ায়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ খড়্গপুর শহরের ইন্দার ওড়িশা ট্রাঙ্ক রোডের আনন্দনগরে ঘটনাটি ঘটে। এ দিন বাড়ি থেকে বন্ধুর দোকানে শুতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। রাতে তাঁর দেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে ময়না-তদন্ত না হওয়ায় শুক্রবার দুপুরে দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে খড়্গপুর টাউন থানার পুলিশ সুরজিতের বন্ধু প্রিয়জিৎ ও ঘটনার এক প্রত্যক্ষদর্শী রতন সিভলকরকে আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, মামার বাড়িতে বড় হওয়া সুরজিৎ দিন কুড়ি আগে প্রিয়জিতের মোবাইল দোকানে কর্মী হিসেবে কাজ শুরু করেন সুরজিৎ। কাজের কারণেই প্রতি রাতে ওড়িশা ট্রাঙ্ক রোডের ধারে প্রিয়জিতের দোকানে তাঁরা দু’জনে শুতে যেতেন। বৃহস্পতিবার রাতে প্রিয়জিৎ সুরজিতের মামা’র বাড়িতে এসে সুরজিতের গুলিবিদ্ধ হওয়ার খবর দেয়। এর পর বাড়ি থেকে সুরজিতের ভাই শুভ্রজিতকে নিয়ে গিয়ে তাঁরা দেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
সরকারি কর্মীদের বিক্ষোভ-স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুরে যুক্ত কমিটির বিক্ষোভ। |
বকেয়া ৩৮ শতাংশ মহার্ঘ্য ভাতা দ্রুত মিটিয়ে দেওয়া, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ-সহ বেশ কয়েক দফা দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন যুক্ত কমিটি। জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। কমিটির জেলা সম্পাদক বাবলু বিশ্বাস বলেন, “আশা করি, সরকার দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে। না- হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।” সংগঠন সূত্রে খবর, রাজ্য কমিটির ডাকে ২৩ সেপ্টেম্বর থেকে ‘দাবিপক্ষ’ পালন কর্মসূচি শুরু হয়েছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সবমিলিয়ে ১৬ দফা দাবির প্রেক্ষিতে এই কর্মসূচি। তারমধ্যেই শুক্রবারের এই আন্দোলন। এদিন সকালে সংগঠনের জেলা দফতর থেকে মিছিল করে সদস্যরা জেলাশাসকের দফতরের সামনে আসেন। শহরের কালেক্টরেট মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পথসভা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে চুক্তিপ্রথা বাতিল করে পিএসসি’র মাধ্যমে কর্মী নিয়োগের দাবি জানান নেতৃত্ব।
|
পুজো-বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুজো এবং ঈদ নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার বৈঠক করল মহকুমা প্রশাসন। দুপুরে কালেক্টরেটের সভাঘরে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। সুষ্ঠু ভাবে পুজো করতে উদ্যোক্তাদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। ১১ জনের এই কমিটির চেয়ারম্যান হয়েছেন পুরসভার বিদায়ী পুরপ্রধান প্রণব বসু। কনভেনর হয়েছেন বিদায়ী কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়।
|
ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সিপিএমের সারা ভারত কৃষক সভার ডেপুটেশন কর্মসূচি পালিত হল শুক্রবার। মূলত একশো দিনের প্রকল্পে কাজ সুনিশ্চিত করা, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদ, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ মোট ১৩ দফা ছিল ওই কর্মসূচির। এ দিন নারায়ণগড়ের বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি জমা দেন কৃষক সভার সদস্যরা। খড়্গপুর ২ ব্লকে কৃষ্ণনগর থেকে লছমাপুর পর্যন্ত পদযাত্রা হয়। সবং বাজারেও সভা হয়।
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিষক্রিয়ায় মৃত্যু হল এক প্রৌঢ়র। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বেলদার বইরানপুর গ্রামে। মৃত বাচ্চু দিঝির (৪৫) বাড়ি ওই এলাকাতেই। দীর্ঘদিন ধরেই সাংসারিক অশান্তি চলছিল। পারিবারিক অশান্তিতে অবসাদে ভুগতে থাকা ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশের।
|
তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সবং ব্লকের প্রাক্তন জেলা পরিষদ সদস্য-সহ প্রায় ১৫০ জন সিপিএম কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার বিকেলে দন্ডরা গ্রাম পঞ্চায়েতের মাসন্তপুকুর বাসস্টপে আনুষ্ঠানিক ভাবে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
|
কমিটির দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ক্যাম্পাসে এক বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সিপিএম প্রভাবিত পঞ্চায়েত কর্মচারী সংগঠনের সদস্যরা এতে যোগ দেন। বিভিন্ন সরকারি দফতরের সামনে বিক্ষোভ হয়। বকেয়া ৩৮ শতাংশ মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার দাবি ওঠে।
|
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের মেদিনীপুর সদর পূর্ব চক্রের প্রথম সম্মেলন হল বৃহস্পতিবার। সম্মেলন হয় জামকুণ্ডা প্রাথমিক স্কুলে। চক্রের সভাপতি নির্বাচিত হয়েছেন দীপক দাস। |
|