|
|
|
|
টুকরো খবর |
পুকুর ভরাটের নালিশ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
শুক্রবার বোলপুরে তোলা নিজস্ব চিত্র। |
‘জলাভূমি’ ভরাটের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বোলপুর ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কাউন্সিলর তথা বোলপুরের উপপুরপ্রধান নরেশচন্দ্র বাউরি বলেন, “জলাভূমি ভরাট করা হচ্ছে বলে বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে, তদন্ত করে ব্যবস্থা নিতে শুক্রবার মহকুমাশাসককে বলেছি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ওয়ার্ডের বাঁধগোড়া মৌজায় প্রায় ৭০ শতক এলাকা জুড়ে রয়েছে সুরুল সরকার পরিবারের ‘পুকুর’। ভূমি দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাঁধগোড়া মৌজার (দাগ ননম্বর ১১৩০, জে এল নম্বর ১০০) ওই জায়গা পুকুর বলে উল্লেখ রয়েছে। এই পুকুর নয়, লাগোয়া ‘ভোলা পুকুর’ ভরাটও করা হচ্ছে বলে অভিযোগ। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌরভ দেবরায় অবশ্য বলেন, “পুকুর ভরাট নিয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিকে, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “দলের ও মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, পুকুর ভরাট করা যাবে না। আইনি ব্যবস্থা নিতে মহকুমাশাসকে জানিয়েছে।” বোলপুরের মহকুমাশাসক মলয় হালদার বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি।”
|
হস্তিশাবক উদ্ধার বেতগুড়ি বাগানে
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
সপ্তাহ খানেক বয়সী হাতির শাবককে উদ্ধার করল বন দফতর। শুক্রবার ভোরে মালবাজারের বেতগুড়ি চা বাগানের নামজি লাইনের ধান খেত থেকে বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করেন। গত বৃহস্পতিবার রাতে তারঘেরার জঙ্গল থেকে চেল নদী পার হয়ে বেতগুড়ি চা বাগান লাগোয়া ধান খেতে ঢুকে পড়েছিল হাতির দল। সেই দলে ছিল শাবকটি। ধান খেতের কাদায় পড়ে আটকে যায় শাবকটি। মা হাতি অনেক চেষ্টা করে শাবকটিকে তুলতে না পেরে জঙ্গলে ফিরে যায়। বন্যপ্রাণী স্কোয়াড কর্মীরা শাবকটিকে উদ্ধার করেন। সে ডায়েরিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকেরা জানান। স্যালাইন, ওষুধ ছাড়াও এই দিন ফানেল দিয়ে শাবকটিকে দুধ খাওয়ানো হয়েছে। |
|
|
|
|
|