টুকরো খবর
র‌্যাগিং রুখতে শপথ
কলেজে র্যাগিং রুখতে শপথ নিলেন মালদহ মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার মালদহ মেডিক্যাল কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা নবাগতদের সঙ্গে নিয়েই ওই শপথ নিয়েছে। তাঁরা শপথ নেন, ‘মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে র‌্যাগিং করব না, কাউকে র্যাগিং করতে দেব না। র‌্যাগিং বিরোধী আন্দোলন সামিল হবেন ছাত্রছাত্রীরা’। প্রথমবর্ষের ছাত্রী ময়ূরী বন্দোপাধ্যায়, সোহিনী মিত্ররা বলেন, “গত ২৪ সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। যাদবপুরের ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু এ দিন যে ভাবে দাদাদিদিরা আমাদের সঙ্গে নিয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে শপথ নিয়েছে তাতে আমরা খুশি। সিনিয়র দাদাদিদিদের আশ্বাসে ভয় কেটে গিয়েছে।” এ দিন মালদহ মেডিক্যাল কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে টাউন হলে র‌্যাগিং বিষয়ক একটি সেমিনার হয়। কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র বলেন, “মালদহ মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত র‌্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি। র‌্যাগিং-এর ঘটনা যাতে আমাদের কলেজে যাতে ঢুকতে না পারে সেইজন্য সেমিনারের আয়োজন করা হয়। কলেজের সিনিয়র, জুনিয়র ছাত্রছাত্রীরা র‌্যাগিং রুখতে যে শপথ নিয়েছেন তাতে আমি অভিভূত।”

কোচবিহারের কলেজে তাণ্ডব
কলেজের প্রথম বর্ষে ভর্তিতে কারচুপি ও লেনদেনের অভিযোগে স্মারকলিপি দেওয়া নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের বিটি অ্যান্ড ইভনিং কলেজ। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। শেষ পর্যন্ত কোচবিহারের (সদর) মহকুমাশাসক বিকাশ সাহা গিয়ে পুলিশকে লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন। গত ২৪ সেপ্টেম্বর ওই কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে পুলিশকে তা লিখিত জানানো হয়। তাও সেখানে পর্যাপ্ত পুলিশ বাহিনী কেন মোতায়েন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন ছাত্র পরিষদ। টিএমসিপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে, তাঁরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে কলেজে পৌঁছতেই ভেতরে থেকে হুমকি দিয়ে ঢিল ছোঁড়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

ছাত্র-ক্ষোভ
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে। তাঁর দায়িত্বে ক’দিনের জন্য পালন করছেন কলেজের এক শিক্ষক। কলেজের ছাদে সংগঠনের ব্যানার টাঙাতে না দেওয়ায় তাঁকে এক ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। চাঁচল কলেজে বৃহস্পতি বার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কলেজে আটকে থাকেন শিক্ষাকর্মীরাও। অধ্যক্ষের ফোনে পুলিশ কলেজে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় ঘেরাওমুক্ত হন অধ্যক্ষ। ঘেরাও মুক্তির পর শিক্ষক যোগেশ বর্মন বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষই যা করার করবেন। এক দিনের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

বাবাকে খুন, ধৃত ২
সম্পত্তির লোভে বাবাকে খুনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে সীতাহারের ঘটনা। নিহত তসলিমুদ্দিন মিঁয়া (৬৩) চার দিন নিখোঁজ ছিলেন। এ দিন বাড়ি থেকে ৩ কিমি দূরে ডোবা থেকে বৃদ্ধের বস্তাবন্দি দেহ পুলিশ উদ্ধার করে। নিহতের ভাই মহম্মদ মতিউর রহমানের অভিযোগ পেয়ে এ দিন পুলিশ অভিযুক্ত বড় ছেলে আবদুল মোনাথ এবং ছোট ছেলে এমরুল কায়েসকে ধরে।

স্বাভাবিক হল ফোন পরিষেবা
বিএসএনএলের মোবাইল ফোন, ইন্টারনেট ও ল্যান্ডলাইন টেলিফোন পরিষেবা স্বাভাবিক হল মালদহের চাঁচলে। তিন দিন বাদে বৃহস্পতিবার দুপুর থেকে বিএসএনএলের পরিষেবা এলাকায় স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে গ্রাহকদের। গত মঙ্গলবার বিকাল থেকে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে মহকুমা জুড়েই বিএসএনএলের মোবাইল, ইন্টারনেট ও ল্যান্ডলাইন টেলিফোন পরিষেবা বিপর্য়স্ত হয়ে পড়েছিল বলে তাঁরা জানিয়েছিলেন।

পুরনো খবর:

শ্বশুরকে খুনের অভিযোগে ধৃত
শ্বশুরকে গুলি করে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ইসলামপুর থানার ধনতলা এলাকা থেকে পুলিশ তাকে ধরে। পুলিশ জানায়, ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ বাবলু। ৬ মাস আগে ইসলামপুর থানার ধনতলা এলাকাতে রেল লাইনের ধারে খুন হয় মহম্মদ সুলেমান (৫০) নামে এক ব্যক্তি।

স্থায়ী সমিতি গঠন
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ৯টি স্থায়ী সমিতি বৃহস্পতিবার গঠন করা হল। এ দিন অতিরিক্ত জেলাশাসক সুবল রায় জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর ওই সমিতিগুলি কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হবে।

নয়া শাখা উদ্বোধন
হলদিবাড়িতে ভারতীয় জীবন বিমা নিগমের শাখা অফিস উদ্বোধন হল বৃহস্পতিবার। হলদিবাড়ি শহরের স্টেশন রোডে পুরসভার অতিথি নিবাস প্রান্তিকের এক অংশে শাখা অফিস করা হয়েছে। উদ্বোধন করে জোনাল ম্যানেজার হেমন্ত ভার্গব জানান, হলদিবাড়ি এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের জীবন বিমার জন্য জলপাইগুড়ি যেতে হবে না।

দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে গোয়ালপোখর নন্দঝাড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.