সাত হাজার টাকা আগাম টাকা নেওয়ার পরে কাজে না যাওয়ায় আদিবাসীকে তুলে এনে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক দিনমজুর সরবরাহকারীর বিরুদ্ধে। বুধবার সকাল ৯টা নাগাদ ইংরেজবাজারের ছোট সাগরদিঘির রায়পাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ দিনমজুর সরবরাহকারী রঞ্জন রায়ের বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে পুলিশ আসার আগেই অভিযুক্ত রঞ্জন রায় সপরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় যায়নি। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “খুনের পর অভিযুক্ত সপরিবার পালিয়েছে। মৃত যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টা হচ্ছে। বিভিন্ন থানায় নিহতের ছবি পাঠানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট সাগরদিঘির রঞ্জন রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দিন মজুরদের আগাম টাকা দিয়ে রাজ্যের নানা জায়গায় কাজে পাঠান। মহদিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সুশান্ত মণ্ডল বলেন, “গত মঙ্গলবার রঞ্জন রায় ২৭-২৮ বছর বয়সী এক আযুবককে নারায়ণপুর থেকে তুলে এনে বাড়িতে দড়ি বেঁধে মারধোর করছিল। যুবকের চিত্কার শুনে গ্রামের কয়েকজন বাসিন্দা ছুটে গিয়েছিল। তাঁদের তাড়িয়ে দেওয়া হয়। লাঠিপেটা করে ওই যুবককে মারা হয়েছে।” ওই গ্রামের চপলা রায়, অশিন রায় জানান, লাঠি দিয়ে রঞ্জন রায় ও তাঁর বাবা ওই যুবককে মারধর করেছে। সেই সময় ওই যুবক আগাম টাকা ফেরত দিয়ে দেব বলে চিত্কার করছিল। কিন্তু অভিযুক্ত রঞ্জনবাবু বারবার তাঁর কাছে জানতে চাইছিল, ৭ হাজার টাকা নিয়ে সে কেন কাজে আসেনি। রাত থেকে ওই ছেলেটিকে বেঁধে মারধর করা হয়েছে। পুলিশের অনুমান, অত্যধিক মারধরের ফলেই ওই যুবক মারা গিয়েছেন। ওই বাড়ির উঠোনেই দেহটি পড়েছিল। বাসিন্দারা পুলিশে খবর দিতেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালায় বলে অভিযোগ।
|
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম ববিতা মণ্ডল (১৪)। ওই এলাকায় তার বাড়ি। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। এদিন দেহ দেখে বাড়ির লোকজনই পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই কিশোরী মানসিক সমস্যায় ভুগছিল। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
বিএসএনএলের মোবাইল, ল্যান্ডলাইন ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে পডেছে মালদহের চাঁচলে। চাঁচল মহকুমা জুড়ে বিএসএনএলের পরিষেবা ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। গত মঙ্গলবার থেকে সমস্যা হলেও গত দুই দিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
|
বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে ভর্তির ফি কমানোর দাবিতে অধ্যক্ষকে তিন ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। ফি বাবদ ৯০০ টাকা ছাড় দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তৃণমুল ছাত্র পরিষদ নেতা মলয় দত্ত ও সিদ্ধার্থ দাসরা জানান, এলাকার অধিকাংশ ছাত্রছাত্রী দুঃস্থ। ৩১০০ টাকা ফি নেওয়া হচ্ছিল। আলোচনা করে ৯০০ টাকা কমানো হয়েছে। |