|
|
|
|
হাঁটুতে চোট, আই লিগের প্রথম পর্বে নেই সুয়োকা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এএফসি কাপে ইতিহাস গড়ার পরে লাল-হলুদ জনতা যে মহা-উৎসবে মাতবেন, তার উপায় নেই। উলটে পাদাং-বধের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বড় ধাক্কা মার্কোস ফালোপার সংসারে। হাঁটুর লিগামেন্টে গুরুতর চোটের জেরে আই লিগের প্রথম পর্বেই মাঠে নামতে পারবেন না রিউজি সুয়োকা।
বুধবার দমদম বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বেরিয়ে আসার সময়ই জাপানি মিডিও-র চোট নিয়ে আশঙ্কা তৈরি হয় ক্লাব মহলে। চোট কতটা গুরুতর, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় লাল-হলুদ কর্তাদেরও। বৃহস্পতিবার অবশ্য এএমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরে ইস্টবেঙ্গলের ডাক্তার সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, “ওর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে লেগেছে। অন্তত ৭-৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।”
তবে দু’মাস বিশ্রামের পরেই যে সুয়োকা মাঠে নামতে পারবেন, সেটা কিন্তু নয়। শোনা যাচ্ছে, তাঁর হাঁটুতে জলও জমেছে। তাই চোট সারলেও অন্তত আরও দু’তিন সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে তাঁকে। যা পরিস্থিতি, আই লিগের প্রথম পর্বে সুয়োকাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। লাল-হলুদ অধিনায়ক মেহতাব হোসেন বলছিলেন, “সুয়োকার না থাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেল। যতই হোক বিদেশি ফুটবলারের বিকল্প তো আর স্বদেশি ফুটবলার হতে পারে না। এএফসি কাপ হোক কিংবা আই লিগ। সুয়োকার অনুপস্থিতি কিন্তু ভোগাতে পারে ইস্টবেঙ্গলকে। আমাদের ওপরও চাপ বেড়ে গেল।” |
|
আহত সুয়োকা। |
সুয়োকার চোটের জন্য আরও একটা বড় সমস্যার সামনে ইস্টবেঙ্গল। আই লিগের প্রথম লেগে এ বার তিন বিদেশি নিয়েই খেলতে হবে ফালোপাকে। কারণ বিদেশিদের সেকেন্ড উইন্ডো খোলার আগে নতুন বিদেশি নেওয়া সম্ভব নয়।
|
সুয়োকার
বদলি খাবরা। |
ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “সুয়োকার বিকল্প নিয়ে এই মুহূর্তে আমরা কিছু ভাবছি না। ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে, সে দিকেই বেশি নজর আমাদের।” প্রসঙ্গত, যুবভারতীতে এএফসি কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পরিবর্ত হিসেবে নেমেই জ্বলে ওঠেন সুয়োকা। জাপানি মিডিও-র গোলেই এএফসি কাপ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইস্টবেঙ্গল।
সুয়োকার চোটে অবশ্য কপাল খুলতে পারে হরমনজিৎ সিংহ খাবড়ার। চোটের জন্য বহু দিন দলের বাইরে থাকলেও, এএফসি কাপ সেমিফাইনালে জাপানি মিডিও-র পরিবর্তে খেলতে দেখা যেতে পারে খাবড়াকে। কারণ শনিবার সকালে কুয়েতে অ্যাওয়ে ম্যাচ খেলতে যে ইস্টবেঙ্গল দল যাচ্ছে, তাতে খাবড়াকেও রাখা হয়েছে। ইস্টবেঙ্গলের সহ-অধিনায়ক বলছিলেন, “আমি এখন সম্পূর্ণ সুস্থ। এএফসি কাপ সেমিফাইনালে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা উজার করে দেব।” কিন্তু খাবরা কি প্রথম একাদশে থাকবেন? ফালোপা হয়তো আজ শুক্রবারের অনুশীলনে তার আঁচ দিতে পারেন।
|
পুরনো খবর: ‘ফাইনালে যেতে পারলে সেই সাফল্য সুয়োকাকে উৎসর্গ করব’ |
|
|
|
|
|