|
|
|
|
রোনাল্ডোর বিতর্কিত গোলে তিন পয়েন্ট রিয়ালের পকেটে
নিজস্ব প্রতিবেদন |
মাঠের বাইরে হোক বা ভিতর, বিতর্ক কোনও ভাবেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের।
বুধবার লা লিগায় এলচে-কে ২-১ হারাল রিয়াল মাদ্রিদ। তবুও দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের থেকেও ম্যাচের ‘ইউএসপি’ হয়ে থাকল রেফারির দেওয়া বিতর্কিত পেনাল্টি।
ঘটনাটা কী? দ্বিতীয়ার্ধের শুরুতে রোনাল্ডোর গোলের জবাবে অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরান রিচমন্ড বোয়াকে। ঠিক তার পরেই রিয়াল ডিফেন্ডার পেপের উপর ফাউল করার জন্য রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে তিন পয়েন্ট পেতে সাহায্য করেন রোনাল্ডো। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্ষোভে ফেটে পড়েন এলচে-র ফুটবলাররা। এমনকী রেফারিকে ধাওয়া করে প্রায় মারতেও যান কয়েক জন ফুটবলার। |
|
হলুদ কার্ড, পেনাল্টি ও বিতর্ক। লা লিগায় রোনাল্ডোর দিনে। |
কয়েক জন আবার চিৎকার করে প্রশ্ন করতে থাকেন যে, “ফাউলটা তো পেপে করেছে তবে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেল কেন?” পরিস্থিতি সামলাতে কোচকে মধ্যস্থতা করতে হয়। রিয়ালের কাছে বিতর্কিত হার কোনও মতেই মেনে নিতে পারছেন না, সেই কথাই জানালেন এলচের কোচ ফ্র্যান এস্ক্রিবা। বলেন, “আমরা অনেক ভাল খেলেছি। এ রকম ভাবে শেষ হবে ম্যাচ আশা করিনি। খুব হতাশ লাগছে।” কিন্তু ‘পেনাল্টি বিতর্ক’ উড়িয়ে রিয়াল কোচ আন্সেলোত্তি বলেন, “ম্যাচের পর পেপে নিজে এসে আমায় বলেছে যে ওটা পেনাল্টি ছিল। আর আমি বিশ্বাস করি আমার ফুটবলারদের।” সঙ্গে শেষ মুহূর্তে জয় পেয়ে তিনি যোগ করেন, “ন্যায় হয়েছে না অন্যায় জানি না। তিন পয়েন্ট পেয়েই আমি খুশি।”
কিন্তু বিতর্কের রেশ শুধুমাত্র ম্যাচেই সীমাবদ্ধ ছিল না। বরং এল ক্লাসিকোর মহড়ার আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের উষ্কে দিয়ে কটাক্ষ করলেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। রিয়াল ম্যাচ শেষ হওয়ার পরেই পিকে টুইট করেন, “একটা হাসির সিনেমা দেখছি লা লিগায়।” যার উত্তরে রিয়াল ডিফেন্ডার আর্বেলোয়া বলেন, “দারুণ লাগছে দেখতে যে কয়েক জন থিয়েটার ছেড়ে সিনেমা দেখছে আজকাল।” রিয়ালের প্রাক্তন কোচ মোরিনহো একবার মাঠে মেসির ‘প্লে অ্যাক্টিং’ দেখে মন্তব্য করেছিলেন, “কাতালুনিয়ায় যে অনেক থিয়েটার আছে সেটা বার্সেলোনার খেলা দেখেই বোঝা যায়।” পিকে-আর্বেলোয়ার টুইট যে বার্সেলোনাকে কটাক্ষ করেই, সে বিষয়ে নিশ্চিত ফুটবল মহল।
|
ছবি: গেটি ইমেজেস, এএফপি।
|
পুরনো খবর: যুগলবন্দির তাল কাটল কোচের সিদ্ধান্তে |
|
|
|
|
|