|
|
|
|
রজনীর সঙ্গে পোস্টার, বক্তৃতাও তামিলে |
সংবাদ সংস্থা • তিরুচিরাপল্লি |
এ যেন নরেন্দ্র মোদীর চেন্নাই এক্সপ্রেস।
জনপ্রিয়তার নিরিখে বলিউডের যাবতীয় রেকর্ড ভেঙে দেওয়া শাহরুখ খানের সাম্প্রতিক এই সিনেমার সঙ্গে বিজেপির প্রধানমন্ত্রীর পদ প্রার্থীর জনসভার হরেক মিল। সভায় যতই লালকেল্লার প্রতিকৃতি থাক, আসল চমকটা মোদী দিলেন তামিলে অনেকটা বক্তৃতা দিয়ে। ঠিক যেমন চেন্নাই এক্সপ্রেসের বেশ কিছু সংলাপ ছিল তামিলে।
সিনেমার শেষে রজনীকান্তকে শ্রদ্ধা জানাতে ‘লুঙ্গি ড্যান্স’ গানটিতে দর্শকদের মাতিয়ে দিয়েছেন শাহরুখ। মোদীও একই পথের যাত্রী। তাঁর এ দিনের জনসভাতেও সশরীরে ছিলেন না তামিল সুপারস্টার। কিন্তু মোদীর সঙ্গে পোস্টার দেখা গিয়েছে রজনীকান্তের মুখ।
প্রশ্ন উঠেছে, রজনীকান্ত কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? রাজ্য বিজেপির দাবি, তারা রজনীকান্তের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। রজনীকান্তও মোদীর দিকে ঝুঁকে পড়ার লক্ষণ দেখাননি। |
|
হুঙ্কার। তিরুচিরাপল্লির জনসভায় নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার। ছবি: পিটিআই। |
অনেকের মতে, ওই পোস্টার কিছু অতি উৎসাহী মোদী-ভক্তের কাজ। কিন্তু, রজনীকান্ত তামিলনাড়ুর অনেক সমীকরণই বদলে দিতে পারেন। দক্ষিণী তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া বা প্রচার করাও নতুন কিছু নয়। তাঁকে পাশে পেলে বিজেপি যে খুশি হবে তাতে কোনও সন্দেহ নেই। অনেকে এমনও বলছেন, এ দিন যে সভায় ভিড় হয়েছিল, তার পিছনে ওই পোস্টারের বড় ভূমিকা আছে।
দক্ষিণের রাজ্য বলতে একমাত্র কর্নাটকে একক প্রচেষ্টায় ক্ষমতায় এসেছিল বিজেপি। তা-ও সেই জয়ের মধ্যমণি ছিলেন বি এস ইয়েদুরাপ্পা। তিনি বিদ্রোহ করতেই সবেধন নীলমণি রাজ্যটি হারাল বিজেপি। এ বার তাই দাক্ষিণাত্যে জয়ের খোঁজে মোদী কী কৌশল নিচ্ছেন, সে দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। মোদী যে জয়ললিতাকে সঙ্গী করতে চাইবেন, তা এর মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। তাই এ রাজ্যের রাজনৈতিক সমীকরণেও কিছু ‘পরিবর্তন’ আনতে চায় বিজেপি।
মোদী-ভক্তদের আশা, জনসভার ভিড় দেখে হয়তো বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা ভাববেন এক সময়ের রাজনৈতিক মিত্র জয়ললিতাও।
|
পুরনো খবর: আসছেন মোদী, জয়াকে পেতে দৌড়ে সকলেই |
|
|
|
|
|