র্যাগিংয়ের অভিযোগ জানিয়ে সাসপেন্ড ছাত্র সংবাদ সংস্থা • বেঙ্গালুরু
র্যাগিংয়ের অভিযোগ জানানোর ‘অপরাধে’ সাসপেন্ড হল অভিযোগকারী ছাত্রই। পুলিশ জানিয়েছে, দক্ষিণ বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্র সিদ্ধার্থকুমার সিংহ দিন কয়েক আগে অভিযোগ জানান ইউজিসি-র অ্যান্টি-র্যাগিং হেল্পলাইনে। তাদের পরামর্শেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন সিদ্ধার্থ। তার পরেই কলেজ কর্তৃপক্ষ সাসপেন্ড করে সিদ্ধার্থকে। সঙ্গে অবশ্য অভিযুক্তদেরও সাসপেন্ড করা হয়েছে। কলেজের অস্থায়ী ভাইস প্রেসিডেন্ট আর জনার্দন বলেছেন, “আমরা আগে তদন্ত করে দেখব। দু’পক্ষের কথা শুনব। তার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”
জেলে নেই আসামি, আদালতে চাঞ্চল্য সংবাদ সংস্থা • মুম্বই
মুম্বই গণধর্ষণ মামলার আসামি ‘উধাও’ হওয়া নিয়ে বিড়ম্বনায় পড়ল মুম্বই পুলিশ ও ঠানে জেল। পরে অবশ্য সেই আসামিকে ঠানে জেলেই পাওয়া গিয়েছে। আজ কোর্টে শুনানির সময়ে বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম জানান, সিরাজ রহমান খানকে হাজির করা যায়নি। কারণ, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিচারক শুনানি স্থগিত রেখে ঠানে জেলের সুপার ইউ টি পওয়ারকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। সিরাজ পালিয়ে গিয়েছে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। পরে অবশ্য ইউ টি পওয়ার বলেন, “সিরাজ ঠানে জেলেই আছে। প্রক্রিয়াগত কোনও কারণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে কি না তা খতিয়ে দেখছি।”
নিহত দুই পুলিশকর্মী নিজস্ব সংবাদদাতা • ধুবুরি
এনডিএফবি গোষ্ঠীর জঙ্গিদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল অসম পুলিশের এক সাব ইন্সপেক্টর এবং পুলিশের এক গাড়ি চালকের। বৃহস্পতিবার দুপুরে কোকরাঝারের পর্বতঝরার রুপসির মালতিঝরা জঙ্গল সংলগ্ন গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম নারায়ণ বর্মন (৪৫)। তাঁর বাড়ি ধুবুরির গৌরীপুরের আশারিকান্দি গ্রামে। তিনি রূপসি পুলিশ ফাঁড়ির ওসি ছিলেন। নিহত চালকের নাম মদন রায় (৩৫)। তাঁর বাড়ি কোকরাঝার জেলায়। এ দিন সকালে রূপসি পুলিশ ফাঁড়ির ওসি নারায়ণবাবু ৫ জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে একটি ছোট গাড়ি করে মহামায়া জঙ্গল লাগোয়া বন্নাগুরি গ্রামে একটি মামলার তদন্তে যান। ফেরার পথে মালতিঝরা জঙ্গল লাগোয়া গ্রামের কাছে ওৎ পেতে থাকা সন্দেহভাজনরা পুলিশের গাড়িটিকে লক্ষ করে একে-৪৭ দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.