মঁ ব্লাঁ-র পথে মিলল তিন লাখের ধনরত্ন |
যত দূর চোখ যায় শুধুই বরফ। মঁ ব্লাঁ অভিযানে চলেছেন তরুণ। হঠাৎই হোঁচট খেলেন। পায়ের তলায় পাথর তো নেই! সন্দেহ হতেই বরফ সরিয়ে দেখেন চুনি-পান্না-নীলা, ধনরত্নে ঠাসা একটা লোহার সিন্দুক।
মঁ ব্লাঁ অভিযানে যাওয়ার পথে অভিযাত্রীরা মাঝেমধ্যেই জামা-কাপড়, এটা ওটা খুঁজে পান। ১৯৫০ ও ১৯৬০ সালে এয়ার ইন্ডিয়ার দু’-দু’টো বিমান ভেঙে পড়েছিল সেখানে। কিন্তু এ বার যা মিলেছে, তাতে চক্ষু ছানাবড়া তরুণের। দেরি করেননি তিনি। যোগাযোগ করেন স্থানীয় পুলিশের সঙ্গে। ধনরত্ন তুলে দিয়েছেন পুলিশের হাতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, “ছেলেটি খুবই সৎ। উনি চাইলে সব রেখে দিতে পারতেন। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যদি ওই ধনসম্পত্তির মালিকের সন্ধান মেলে, তা হলে তাঁর হাতে তুলে দেওয়া হবে।” মালিকের খোঁজ না মিললে, ফ্রান্সের নিয়ম অনুযায়ী ছেলেটিই সব ধনরত্ন পাবে। যার মূল্য ৩ লক্ষ ৩২ হাজার ডলার।
|
আড়িপাতা হত মার্টিন লুথারের ফোনে |
বিশ্ব জুড়ে ফোন ও ইন্টারনেটে আড়িপাতা নিয়ে বিতর্কের মুখে পড়েছে মার্কিন গুপ্তচর সংস্থা এনএসএ। কিন্তু, ভিয়েতনাম যুদ্ধ-বিরোধী বিক্ষোভের সময়ে নাগরিক অধিকার আন্দোলনের কর্মী মার্টিন লুথার কিং ও বক্সার মহম্মদ আলির উপরেও নজরদারি চালিয়েছিল এনএসএ। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারি নথি থেকে এ কথা জানা গিয়েছে। এনএসএ-রই কিছু প্রাক্তন অফিসারের মতে, মার্টিন লুথার ও মহম্মদ আলির মতো ব্যক্তিত্বের ফোনে আড়িপাতা বেআইনি না হলেও অসম্মানজনক। সরকারি নথিতে প্রকাশ, ভিয়েতনাম-বিরোধী আন্দোলনের রূপ দেখে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সন্দেহ হয় বিদেশি কোনও শক্তি আন্দোলনে মদত দিচ্ছে। ফলে, লুথার-সহ ওই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফোনে নজরদারি শুরু হয়। ভিয়েতনাম যুদ্ধে লড়তে অস্বীকার করেন মহম্মদ আলি। তাই সন্দেহভাজনদের তালিকায় ছিলেন তিনিও। এই নজরদারির সাংকেতিক নাম ছিল, “অপারেশন মিনারেট”।
|
দুর্ঘটনার ২০ মাস পরে ডুবে যাওয়া প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়ায় ধ্বংসস্তূপ থেকে দু’জনের দেহাবশেষ মিলল। এর মধ্যে এক জন প্রমোদতরীর নিখোঁজ ওয়েটার রাসেল রেবেল্লো বলে মনে করা হচ্ছে। ৩৩ বছরের রেবেল্লো ভারতীয় ছিলেন। ২০১২ সালের ১৩ জানুয়ারি ইতালীয় প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া ৪২০০ জন যাত্রী নিয়ে উল্টে যায়। বেশির ভাগ যাত্রী বেঁচে গেলেও ৩২ জন মারা যান। ২ জন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। এঁদের মধ্যে এক জন রেবেল্লা। গত মাসেই প্রমোদতরীটির ধ্বংসাবশেষ তোলা হয়। সেটি পরীক্ষার সময়ে বৃহস্পতিবার ওই দু’টি দেহাবশেষ মেলে।
পুরনো খবর: ক্যাপ্টেন ধৃত, প্রমোদতরীর ৪০ যাত্রীর খোঁজে তল্লাশি
|
সেনা নয়, চাই শিক্ষক: মালালা |
বন্দুক নয়, বই। রাষ্ট্রপুঞ্জের শিক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে বুধবার সেই বার্তাই দিয়েছে পাকিস্তানের সাহসিনী কিশোরী মালালা ইউসুফজাই। মালালা বলেছে, “আফগানিস্তান বা অন্য সন্ত্রাসদীর্ণ দেশগুলোয় অস্ত্রের বদলে, ট্যাঙ্কের বদলে বই পাঠানো হোক।” নোবেল শান্তি পুরস্কার বিজেতা ডেসমন্ড টুটু, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আইভো জোসিপোভিকের সামনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নির্ভীক মালালা বলে, “সেনার পরিবর্তে শিক্ষক-শিক্ষিকা আসুন এই সব দেশে।” অক্টোবরেই প্রকাশিত হচ্ছে, সাহসিনীর লেখা বই: ‘আই অ্যাম মালালা।’
পুরনো খবর: স্মৃতিকথা লিখে সংগ্রাম -কাহিনি জানাবে মালালা
|
এ দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকা যাচ্ছেন তাঁর ছোট মেয়ে, জামাই আর নাতি। বড় মেয়ে আমেরিকাতেই থাকেন। ফলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকের ফাঁকে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো হয়ে যাবে। বৃহস্পতিবার আবার মনমোহন সিংহের জন্মদিন। এ দিনই ফ্রাঙ্কফুর্ট থেকে ওয়াশিংটন পাড়ি দিলেন তিনি। ঠিক ছিল প্রধানমন্ত্রীর বিশেষ বিমানেই কেক কাটা হবে। কিন্তু বাদ সাধল কাশ্মীর। বাতিল জন্মদিনের অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক কর্তার মন্তব্য, “জঙ্গি হানার খবর শোনার পর থেকেই মন খারাপ প্রধানমন্ত্রীর। কেক মুখে রুচতো না।”
|
তিন মাস হাসপাতালে কাটিয়ে নেলসন ম্যান্ডেলা বাড়ি ফিরেছেন সম্প্রতি। তাঁর নাতি জানিয়েছেন, ৯৫ বছর বয়সী রাজনীতিক এখন অনেকটাই ভাল। বিছানায় উঠে বসতে পারছেন।
পুরনো খবর: সঙ্কটজনক ম্যান্ডেলা |