টুকরো খবর
নজরদারি নিয়ে প্রচার হয়েছে ভুল তথ্য: কেরি
ফোন ও ইন্টারনেটে মার্কিন গোয়েন্দাদের আড়িপাতা নিয়ে ভুল তথ্য প্রচারিত হয়েছে। সোমবার এ কথা বলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। সম্প্রতি মার্কিন গুপ্তচর সংস্থা এনএসএ-র আড়িপাতার প্রোগ্রাম ‘প্রিজম’ নিয়ে তথ্য ফাঁস হয়ে যায়। ফলে, শুরু হয় বিতর্ক। কেরি জানান, ‘প্রিজম’-এর মাধ্যমে কারও ফোনে কোন কোন নম্বর থেকে ফোন এসেছে বা কোন কোন নম্বরে গিয়েছে তা জানা যায় শুধু। এতে অনেক জঙ্গি হানা এড়ানো গিয়েছে। তিনি জানান, কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ে তাঁর সঙ্গে ভারতীয় নেতৃত্বের কথা হয়েছে। সাংবাদিক বৈঠকে কেরির সঙ্গে হাজির ছিলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদও। কেরির আশ্বাস, নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত-মার্কিন পরমাণু চুক্তি কার্যকর করা হবে। আফগানিস্তানে তালিবানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ভারতের মতকেও গুরুত্ব দেওয়া হবে আশ্বাস দিয়েছে আমেরিকা।

বার্লুস্কোনির জেল
নাবালিকা যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের দায়ে সাত বছর কারাদণ্ড হল ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির। তাঁর কৌঁসুলির দাবি, সরকারি আইনজীবীরা যা চেয়েছিলেন তার চেয়েও বেশি শাস্তি দিয়েছেন বিচারকরা। এই সিদ্ধান্তের যুক্তি নেই। তবে ৭০-এর বেশি বয়সীদের কারাদণ্ড নিয়ে ছাড় আছে ইতালিতে। তাই বার্লুস্কোনি জেলে যেতে নাও পারেন।

সঙ্কটজনক ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার প্রশাসন সূত্রের খবর। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় দু’সপ্তাহ হাসপাতালে তিনি। তবে গত ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার হঠাৎ অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সোমবার ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং আফ্রিকার জাতীয় কংগ্রেসের ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ম্যান্ডেলার স্ত্রীর সঙ্গেও দেখা করেন তাঁরা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.