নাবালিকা যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের দায়ে সাত বছর কারাদণ্ড হল ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির। তাঁর কৌঁসুলির দাবি, সরকারি আইনজীবীরা যা চেয়েছিলেন তার চেয়েও বেশি শাস্তি দিয়েছেন বিচারকরা। এই সিদ্ধান্তের যুক্তি নেই। তবে ৭০-এর বেশি বয়সীদের কারাদণ্ড নিয়ে ছাড় আছে ইতালিতে। তাই বার্লুস্কোনি জেলে যেতে নাও পারেন।
|
নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার প্রশাসন সূত্রের খবর। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় দু’সপ্তাহ হাসপাতালে তিনি। তবে গত ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার হঠাৎ অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সোমবার ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং আফ্রিকার জাতীয় কংগ্রেসের ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ম্যান্ডেলার স্ত্রীর সঙ্গেও দেখা করেন তাঁরা।
পুরনো খবর: ভাল নেই ম্যান্ডেলা
|