টুকরো খবর
লন্ডনে গদর পার্টির শতবর্ষে ইয়েচুরি
শ্রেণি, বর্ণ বা জাতি ব্যতিরেকে ভারতের প্রতি নাগরিকের একটি করে ভোট দেওয়ার অধিকার আছে। প্রতিটি ভোটের মূল্যও সমান। কিন্তু ভোটের মূল্য সমান হলেও প্রতি নাগরিকের সমমর্যাদার তত্ত্ব এখনও ভারতে প্রতিষ্ঠিত হয়নি। এই লক্ষ্যে পৌঁছতে লড়াই চালিয়ে গেলেই দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। ‘গদর পার্টি’র শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে লন্ডনের সাউথলে গিয়ে এই বার্তাই দিয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। ভগৎ সিংহ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ডের উপরে গদর পার্টির প্রভাব কী ভাবে পড়েছিল, তার উল্লেখ করেন তিনি।

ঘুমের জেরে মস্ত বিভ্রাট
কাজের মধ্যেই হঠাৎ করে চোখটা লেগে এসেছিল। আর তার জেরে ঘটে গেল দুর্ঘটনা। যেখানে এক গ্রাহকের অ্যাকাউন্টে মাত্র ৬২ ইউরো পাঠানোর কথা ছিল, সেখানে চলে গেল প্রায় ২২ কোটি ২০ লক্ষ ইউরো। এ হেন খলনায়ক ঘুমের সৌজন্যে আপাতত আইনি ঝামেলা পোহাতে হচ্ছে এক জার্মান ব্যাঙ্কের কর্মীকে। ব্যাঙ্কটি জানিয়েছে, কম্পিউটারের কি বোর্ডের উপর ঘুমিয়ে পড়ায় একাধিক বার ২ লেখা বোতামটি টিপে ফেলেন ওই কর্মী। কিন্তু এই ভুলের জেরে চাকরি খোয়াতে হয় আর এক কর্মীকে। তিনিই মামলাটি রুজু করেন। আদালত রায় দেয়, আবেদনকারীকে চাকরিতে ফের বহাল করতে হবে।

বর্ণবিদ্বেষের শিকার
অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় হোটেল মালিক। তাঁর নাম হিমাংশু গয়াল। আট তরুণ-তরুণী তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করার পাশাপাশি এক জন মুখে ঘুষি মারে বলেও অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে মেলবোর্নের কাছে। হিমাংশু তখন হোটেল বন্ধ করছিলেন। ঘটনার তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে তারা। হিমাংশু হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন স্থানীয় মেয়র। অভিযুক্তদের দ্রুত ধরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দীর্ঘ মহাকাশযাত্রা
আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র গঠনের লক্ষে দেশের পঞ্চম এবং দীর্ঘতম মানব পরিচালিত মহাকাশ অভিযানের সূচনা করল চিন। এক মহিলা-সহ তিন মহাকাশ বিজ্ঞানীকে এই অভিযানে পাঠানো হয়েছে চিন সরকারের তরফে। মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিক ভাবে এই অভিযানের সূচনা করেন। মঙ্গলবারই মহাকাশের উদ্দেশে রওনা হয় মহাকাশ যান ‘শেনঝাউ টেন।’

তথ্য ফাঁসের হোতা উধাও
হংকংয়ের হোটেল থেকে উধাও হয়ে গিয়েছেন এডওয়ার্ড জে স্নোডেন। মার্কিন গুপ্তচর সংস্থা এনএসএ-র ইন্টারনেটে নজরদারি চালানো নিয়ে গোপন তথ্য ফাঁস করায় এই প্রাক্তন গোয়েন্দাকে কর্মীকে এখন খুঁজে বেড়াচ্ছে মার্কিন গোয়েন্দা বাহিনী। গত কাল বিশ্বের সংবাদমাধ্যমে প্রকাশিত হয় স্নোডেনের পরিচয়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জ তৈরির প্রক্রিয়া শুরু করেছে মার্কিন বিচার দফতর।

ভাল নেই ম্যান্ডেলা
চার দিন কেটে গেল, তবু এখনও আইসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন নেলসন ম্যান্ডেলা। মঙ্গলবার সকালে প্রিটোরিয়া হাসপাতালের চিকিৎসকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ম্যান্ডেলার অবস্থা আশঙ্কাজনক। তবে স্থিতিশীল। গত সপ্তাহে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

চিনা দাবি
মারা গেলেন চিনের ১২৭ বছরের মহিলা লুও মেইঝেন। অনেক দিন ধরেই চিন দাবি করে আসছে তিনিই বিশ্বের সব চেয়ে বয়স্ক মহিলা। যদিও আন্তর্জাতিক ভাবে কোনও স্বীকৃতি মেলেনি। সরকারি কাগজপত্র অনুযায়ী মেইঝেনের জন্ম ১৮৮৫ সালে। তাঁর ছেলে জানিয়েছেন, এক মাস অসুস্থ থাকার পরে মারা গিয়েছেন তিনি।

বিস্ফোরণে হত ১৪
গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হলেন কাবুলের ১৪ জন বাসিন্দা। আহত ৩৮। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ কাবুলের সুপ্রিম কোর্টের সামনে একটি বাসে এসে ধাক্কা মারে বিস্ফোরক জমাট গাড়ি। গাড়িটি চালাচ্ছিল এক তালিবান জঙ্গি। বাসে ছিলেন সুপ্রিম কোর্টের কর্মচারীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.