দুর্বার-মামলা
যৌনকর্মীদের পুজো করতে দেওয়া উচিত, বলল হাইকোর্ট
সামনে আর কোনও বাধা দেখছেন না যৌনকর্মীরা। অবশেষে তাঁদের দুর্গাপুজোর ইচ্ছাপুরণ হতে চলেছে। কারণ, সোনাগাছি এলাকায় যৌনকর্মীদের দুর্গাপুজো সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ব্যতিক্রম হিসেবে এই পুজো করতে দেওয়া উচিত।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম বন্দ্যোপাধায় এ দিন জানান, কলকাতায় নতুন কোনও পুজো করা যাবে না বলে পুলিশি নির্দেশিকা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, যৌনকর্মীদের দুর্গাপুজোর জন্য একটা ব্যবস্থা নেওয়া যায় কি না তা দেখা উচিত। গিরিশ পার্ক থানার তদন্তকারী অফিসারকে ওই এলাকা ঘুরে দেখে আজ বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করতে বলেছেন বিচারপতি।
আবেদনকারীদের আইনজীবী অরুণাভ ঘোষ এ দিন বলেন, “যাঁদের বাড়ির দরজার মাটি ছাড়া দুর্গাপুজো হয় না সেই যৌনকর্মীদের পুজোর পথ আটাকানোর কথা উঠছে। দিন বদলালেও এই মানুষগুলিকে আমরা মানুষ হিসেবে মূল্য দিতে রাজি নই।” জবাবে রাজ্যের জিপি অশোক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর বাড়িতে ৪০ বছর দুর্গাপুজো হয়। তিনি কখনও বেশ্যাদ্বার-মৃত্তিকার কথা শোনেননি। উত্তরে অরুণাভবাবু বলেন, “একটু শরৎচন্দ্র পড়ুন।”
বাদানুবাদ শোনার পর বিচারপতি এ দিন জানান, তিনি ছোটবেলা থেকে বাগবাজার অঞ্চলে বড় হয়েছেন। ওই এলাকার মানচিত্র তাঁর জানা। তিনি চান, একটা পথ খুঁজে বার করতে যাতে এই মানুষেরা পুজো করার সুযোগ পান, তার পর আজ, বৃহস্পতিবার আবার শুনানি হবে।
বিচারপতির এই বক্তব্যের পরেই সোনাগাছিতে পুরোদস্তুর পুজোর হাওয়া। কুমোরটুলির শিল্পী অমর পালের কাছে দুর্গাপ্রতিমার বায়না দিয়ে ফেলেছেন যৌনকর্মীরা। চাঁদার ব্যাপারও ঠিক হয়ে গিয়েছে। তাঁদের সংগঠন দুর্বারের সদস্যসংখ্যা ৬৫ হাজারের মতো। ঠিক হয়েছে, সবাই ২০ টাকা করে চাঁদা দেবেন। তাতেই উঠে যাবে পুজোর খরচ। নীলমণি মিত্র স্ট্রিটে দুর্বার মহিলা সমন্বয় সমিতির অফিসের এক তলার দালানে জোরকদমে চলছে পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। হইহই করে নাচ হচ্ছে“নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল....।”
এতদিন যৌনকর্মীদের দাবির কেন্দ্রবিন্দুতে ছিল ‘শ্রমিকের অধিকার আদায়।’ এই মুহূর্তে তা বদলে ‘দুর্গাপুজোর অধিকার আদায়’-এর কথা যৌনপল্লির বাতাসে। কী এমন হল যাতে দুর্গাপুজোর আয়োজন করতে চেয়ে একজোট হয়ে আওয়াজ তুললেন সোনাগাছির প্রান্তিক মহিলারা?
উত্তর এল “এটা আমাদের সামাজিক অস্তিত্বের লড়াই।” নিজেদের মতো করে তাঁরা জানালেন, এটা আসলে মানুষ হিসেবে সম্মানিত হতে চাওয়ার আর্জি।
দুর্বারের প্রধান স্মরজিৎ জানা বলেছেন, “যৌনকর্মীরা স্কুলে শিশুদের ভর্তি করতে গিয়ে বাধা পেয়েছেন। তাঁদের সন্তানদের জন্য হস্টেল খুলতে দিয়েও লড়াই করতে হয়েছে। প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল ‘উষা কোঅপারেটিভ’ শুরুর সময়। দুর্গাপুজো করতে চাওয়াটাও যৌনকর্মী মহিলাদের সমাজের মূলস্রোতে থাকতে চাওয়ার একটা চেষ্টা।” এলাকার বাসিন্দা যৌনকর্মীর সন্তান বছর পনেরোর লোকনাথ বলেন,“আমাদের পাড়ার পিছন দিকে একটাই দুর্গাপুজো হয়। ছেলেমেয়েরা হয়তো প্যান্ডেলে বসে গল্প করছে, আমরা সেখানে গেলেই ওদের মা-বাবারা ইশারায় ওদের উঠে পড়তে বলেন। কতবার অপমানে বাড়ি চলে এসেছি।” পুজা-সঙ্গীতা-ত্রিধার মতো যৌনকর্মীর সন্তানেরা জানান, তাঁরা সেজেগুজে মণ্ডপে গেলে অনেকে শ্লীলতাহানির চেষ্টা করে। টিটিকিরি দেয়। এই অপমানের কথা বলেছেন শেফালি রায়, কল্পনা দাস, চম্পা সর্দার, পূর্ণিমা চট্টোপাধ্যায়, সীমা ঘোষেরাও। পূর্ণিমা বলেন, “আমরা চাই, এমন একটা পুজো যেখানে আমাদের দেখে কেউ প্রসাদের থালাটা আলাদা করে রাখবে না, অঞ্জলির সময় আলাদা লাইনে দাঁড় করাবে না। আমাদের বাচ্চাদেরও কেউ বলবে না-- তোরা কেন এই প্যান্ডেলে এসেছিস?” কল্পনা বলেন, “সিঁদুর খেলতে গেলে আমাদের দেখে বাড়ির মেয়ে-বৌ-রা সরে যান। আমাদেরও পুজোর ফল কাটতে, সন্ধিপুজোর প্রদীপ জ্বালাতে, রাতভর মণ্ডপে বসে আড্ডা দিতে ইচ্ছা করে। তাই আদালতের কাছে আমরা আমাদের একটা দুর্গাপুজো চেয়েছি।”

পুরনো খবর:
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.