নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আন্ত্রিকে মৃত্যু হল রাজারহাটের পাঁচ বছরের এক শিশুর। স্বাস্থ্য দফতরের মুখপাত্র সুমন বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার পবন শর্মা নামে ওই শিশুকে বেলেঘাটা আই ডি হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
রাজারহাটের অর্জুনপুরের বাসিন্দা পবনের বাবা দীপক শর্মা জানান, মঙ্গলবার ভোরে ছেলের শরীর বেশি খারাপ হয়। বারবার বমি-পায়খানা হয়। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ দিন অর্জুনপুর থেকে আসা আরও ২০ জনকে আই ডি হাসপাতালে ভর্তি করা হয়। সুমনবাবু বলেন, “নতুন ভর্তি হওয়া রোগীদের অবস্থা স্থিতিশীল। সোমবার ভর্তি হওয়া বেশ কিছু রোগীকে এ দিন ছেড়েও দেওয়া হয়।”
রবিবার রাত থেকে আন্ত্রিকের আতঙ্ক ছড়ায় রাজারহাট-গোপালপুর পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে। প্রায় ৪০ জন বাসিন্দা আন্ত্রিকের শিকার হন। পুরসভার জলের পাইপ ফেটে পানীয় জলে সংক্রমণের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। পুরসভা সূত্রের খবর, রাজারহাটের ওই দু’টি ওয়ার্ডের জল সরবরাহকারী পাইপে ফাটল ধরায় দূষিত জল মিশে যায় পানীয় জলে। পুর-চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় বলেন, “ওই জল সরবরাহকারী পাইপ লাইনের মেরামতি শেষ হয়েছে। পাইপটির জল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তার পরেই ওই জল পানের অনুমতি দেওয়া হবে।” পুরসভা জানিয়েছে, ওই দু’টি ওয়ার্ড ও তার আশপাশে মঙ্গলবারও ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। আগেই কয়েকটি মেডিক্যাল ক্যাম্প বসেছিল। এ দিন একটি মোবাইল মেডিক্যাল ক্যাম্পও করা হয়। দক্ষিণ দমদম পুরসভা থেকেও পানীয় জল সরবরাহ করা হয়। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “এলাকায় সচেতনতা বাড়াতে প্রতি ঘরে মানুষকে সতর্ক করার কাজও শুরু হয়েছে।”
পূর্ণেন্দুবাবুর অভিযোগ, দীর্ঘ দিন এলাকায় জলের পাইপ লাইনে সমস্যা রয়েছে, পুরসভা সারানোর ব্যবস্থা নেয় না। তাপসবাবু অবশ্য পাল্টা বলেন, “অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। রক্ষণাবেক্ষণের কোনও সমস্যাই নেই। এমন ঘটনা এই এলাকায় প্রথম। এক দিনের মধ্যেই পাইপ লাইন সারানোর কাজ করা হয়েছে।” |