হাসপাতাল চত্বরে বেসরকারি গাড়ির দাপট
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রাজনীতির দাদাদের প্রশ্রয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর পরিণত হয়েছে পার্কিং জোনে। বেসরকারি গাড়ির দাপটে হাসপাতালে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছে না। গাড়ির মালিকরা রোগীদের অ্যাম্বুল্যান্সের পরিবর্তে চড়া ভাড়ায় নিজেদের গাড়ি ভাড়া নিতে জোরাজুরি করছে বলে অভিযোগ। এমনকী ব্যক্তি বেসরকারি গাড়ির দাপটে প্রসূতিরা তাঁদের জন্য বরাদ্দ বিনা পয়সার ‘নিশ্চিত যান’ ব্যবহার করতে পারছেন না অভিযোগ। |
অ্যাম্বুল্যান্সের জায়গা দখল করেছে বেসরকারি গাড়ি।—নিজস্ব চিত্র। |
সমস্যার কথা মেনেছেন হাসপাতাল সুপার শাশ্বত মণ্ডল। তিনি বলেন, “দিন রাত হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা শ’খানেক গাড়ির দাপটে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারছে না। এই গাড়ির দাপট দূর করতে বহুবার পুলিশ-প্রশাসনের শরনাপন্ন হয়েও কোনও লাভ হয়নি।” জঙ্গিপুরের মহকুমা শাসক অরবিন্দকুমার মিনা পদাধিকারবলে রোগী কল্যাণ সমিতির সভাপতি। তিনি বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। এক সপ্তাহের মধ্যে পুলিশ দিয়ে ওই প্রাইভেট গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হবে। অ্যাম্বুল্যান্স ছাড়া হাসপাতাল চত্বরে অন্য কোনও গাড়ি থাকবে না।”
|
চিকিৎসকের স্মরণে অনুষ্ঠান উত্তরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক জিতেন্দ্রনাথ কাঞ্জিলালের ১০৫ তম জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হল। ঐতিহাসিক উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘দি হ্যোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র (হোমাই) হুগলি জেলা সমন্বয় সমিতি। এই পদ্ধতিতে চিকিৎসায় হোমাইয়ের প্রতিষ্ঠাতা কাঞ্জিলালের ভূমিকা, অবদান নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসকেরা। জিতেন্দ্রনাথবাবুর কন্যা, চিকিৎসক জ্যোৎস্না চট্টোপাধ্যায় বক্তৃতা করেন। হোমিও বিজ্ঞান নিয়ে আলোচনা হয়। আয়োজকদের তরফে চিকিৎসক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং দেবোপম বন্দ্যোপাধ্যায় জানান, ওই অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়। ইসিজি, ব্লাড সুগার গ্রুপ-সহ নানা পরীক্ষা করা হয়।
|
কুষ্ঠ নির্মূল করার উদ্যোগ অনেক দিনের, তা সত্ত্বেও রাজ্যে প্রতি বছরই কুষ্ঠরোগীর সংখ্যা বাড়ছে। কী ভাবে ওই ব্যাধির মূলোচ্ছেদ করা যায়, তা নিয়ে ফের আলোচনা শুরু হল। শুধু পশ্চিমবঙ্গে নয়, ফি-বছর কুষ্ঠরোগীর সংখ্যা বাড়ছে সারা দেশেই। ভারতে গত এক বছরে নতুন করে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন অন্তত এক লক্ষ ২৭ হাজার জন। ওই সময়ে বাংলায় নতুন করে প্রায় ১১ হাজার জন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। কুষ্ঠ নিয়ন্ত্রণে দেশের ৫২ জন সাংসদকে নিয়ে একটি বিশেষ ফোরাম গড়া হয়েছে। রাজ্যের কুষ্ঠ-পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মঙ্গলবার সাংসদ দীনেশ ত্রিবেদীর সঙ্গে কলকাতায় এসেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র শুভেচ্ছাদূত (কুষ্ঠ দূরীকরণ) ইয়োহি সাসাকাওয়া এবং সাসাকাওয়া ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশনের অন্য কয়েক জন সদস্য। তাঁদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী এবং অন্যান্য পদস্থ স্বাস্থ্যকর্তা। রাজ্য থেকে কুষ্ঠ নির্মূল করার দিশা ঠিক করার ব্যাপারেই আলোচনা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।
|
ভর্তি এ বার হলদিয়া ডেন্টালেও |
হলদিয়া মেডিক্যাল কলেজের মতো এ বার হলদিয়া ডেন্টাল কলেজেও ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। ডেন্টাল কাউন্সিল অনুমোদন না-দেওয়ায় চলতি মরসুমে ডেন্টাল কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা যায়নি। মঙ্গলবার ওই কাউন্সিলের প্রতিনিধি কলকাতা হাইকোর্টে জানান, ছাত্র ভর্তির অনুমতি দিতে তাঁদের কোনও আপত্তি নেই। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই ডেন্টাল কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু। হলদিয়া মেডিক্যাল কলেজের মতো ওই ডেন্টাল কলেজও আইকেয়ার সংস্থার পরিচালনাধীন। সম্প্রতি ওই মেডিক্যাল কলেজকে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেখানে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। |