টুকরো খবর |
শুক্রবার হলদিয়ায় পুরপ্রধান নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অনাস্থা ভোটে হারের পর পুরপ্রধান নির্বাচনের জন্য সভা ডাকার ক্ষেত্রে আর জটিলতায় গেল না বামেরা। মঙ্গলবার হলদিয়া পুরসভার কাউন্সিলরদের এ ব্যাপারে চিঠি পাঠান উপ-পুরপ্রধান সিপিআইয়ের নারায়ণচন্দ্র প্রামাণিক। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় পুরপ্রধান নির্বাচনের জন্য সভা ডাকা হয়েছে। বামেদের যে তিন কাউন্সিলর তৃণমূলকে সমর্থক করেছিলেন ও অন্য যে একজন ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন তাঁদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক জগৎবন্ধু দাস বলেন, “পুর আইন অনুযায়ী পুরপ্রধান নির্বাচনের জন্য চিঠি পাঠিয়েছেন উপ-পুরপ্রধান। ২৭ সেপ্টেম্বর সকাল এগারোটায় পুরসভার নির্দিষ্ট কাক্ষে ওই সভা ডাকা হবে।” প্রসঙ্গত, ২৬ আসন বিশিষ্ট হলদিয়া পুরসভায় ২০১২ সালের নির্বাচনে ১৫-১১ ফলাফলে জিতে বামেরা বোর্ড গঠন করেছিল। কিন্তু, পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে ২০ সেপ্টেম্বর ১১-১৪ ব্যবধানে হারে বামেরা। পুরবাসী-সহ রাজনৈতিক মহলের আশঙ্কা ছিল অনাস্থা ভোটের তলবি সভা ডাকার ক্ষেত্রে বামেরা যেমন জটিলতা তৈরি করেছিল এ ক্ষেত্রেও হয়ত তাই হবে। কিন্তু সে আশঙ্কা দূর হল। সিপিএমের হলদিয়া জোনাল কমিটির সম্পাদক সুদর্শন মান্না বলেন, “পুরসভা নির্বাচনে বামেদের কোনও প্রার্থী থাকবে কি না সে বিষয়ে ২৭ সেপ্টেম্বর সকালে সিদ্ধান্ত নেবে দল।” লক্ষ্যপূরণের সামনে দাঁড়িয়ে পুরসভার বিরোধী দলনেতা তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল বলেন, “আমরাই বোর্ড গঠল করব মাঝে শুধু দু’দিনের অপেক্ষা।”
|
গণেশ-হত্যার তদন্তে সিবিআই এখনই নয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য পুলিশ ঠিকঠাক এগোচ্ছে কি না, আরও সময় দিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট। সেই জন্যই গড়বেতার একটি পঞ্চায়েতের নির্দল সদস্য নিমাই দুলের ভাই গণেশ দুলের হত্যাকাণ্ডের তদন্তভার এখনই সিবিআই-কে দিতে চাইছে না তারা। রাজ্যের পাবলিক প্রসিকিউটর মনজিৎ সিংহ মঙ্গলবার ওই হত্যাকাণ্ডের ব্যাপারে একটি তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, তদন্তে কতটা কী অগ্রগতি হল, পুজোর ছুটির পরে আরও একটি রিপোর্ট দিয়ে আদালতকে তা জানাতে হবে। পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনের দু’দিন পরে, ১৩ জুলাই গণেশবাবু নিখোঁজ হন। ১৭ জুলাই কংসাবতী খালে একটি পাইপের ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গণেশবাবুর পরিবার ১৩ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে এফআইআর দায়ের করে। কিন্তু পুলিশ এ-পর্যন্ত মাত্র পাঁচ জনকে গ্রেফতার করতে পেরেছে।
|
পুরনো খবর: ‘বিক্ষুব্ধ’ তৃণমূলকর্মী খুনে ধৃতের পুলিশ হেফাজত
|
জাল নোট কারবার, জেল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জাল নোটের কারবারে যুক্ত থাকায় এক ব্যক্তিকে মঙ্গলবার পাঁচ বছরের জেল ও দু’হাজার টাকার জরিমানার সাজা দিলেন হলদিয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমনাথ চক্রবর্তী। জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের জেলের নির্দেশ হয়েছে। আদালতের সরকারি আইনজীবী সোমনাথ ভুঁইয়া জানান, বাপি হালদার ওরফে শেখ রেজাবুলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মকরা গ্রামে। কিন্তু তিনি সুতাহাটা থানার শালুকখালি গ্রামে থাকতেন। ২০১২ সালের ১১ অগস্ট দুর্গাচক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে ২০টি একশো টাকার ও দু’টি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়।
|
স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে সভা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রামনগর ১ ব্লকের অন্যতম শিল্প ঝিনুক ও গদিশিল্পে অগ্রগতি, উৎপাদিত পণ্যের বাজারের ব্যবস্থা ও শিল্প দু’টির সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সরকারি সাহায্য নিয়ে আলোচনা হল। সোমবার রামনগর ১ ব্লক অফিসে আয়োজিত বৈঠকে বিডিও তমোজিৎ চক্রবর্তী, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরন সার ও দুই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় তিনশো শিল্পী উপস্থিত ছিলেন।
|
দোকানে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল এগরায়। মঙ্গলবার দুপুরে এগরা ২ ব্লকের বাসুদেবপুর গ্রামে দুপুর সাড়ে বারোটা নাগাদ ছ’জনের দুষ্কৃতীদল দু’টি বাইকে করে ওই দোকানে হানা দেয়। তাঁরা দোকানের কর্মচারী ও মালিক চন্দন কামিল্যার মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে চম্পট দেয়। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
থানার নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
খেজুরি উপকূল থানার নতুন ভবনের শিলান্যাস হল। খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল মিশ্র কাদিরাবাদচরে তালপাটি খালের ধারে ওই ভবনের শিলান্যাস করেন। অনুষ্ঠানে ছিলেন খেজুরি পুলিশের সার্কেল ইন্সপেক্টর চম্পক চৌধুরী, খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান, স্থানীয় পঞ্চায়েত প্রধান রেহানা খাতুন, উপ-প্রধান প্রশান্ত প্রামাণিক। |
|