টুকরো খবর |
‘বিক্ষুব্ধ’ তৃণমূলকর্মী খুনে ধৃতের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সুবিচার পেতে মৃতের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হতেই অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হল পুলিশ। গত ১৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন গণেশ দুলে। ১৮ জুলাই কুড়চিবনি এলাকার সেতুর নীচে রেল লাইনের ধার থেকে গণেশের বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, তৃণমূলের ‘ক্ষমতাসীন’ গোষ্ঠীর চক্রান্তে ওই কর্মীকে অপহরণ করে খুন করা হয়েছে। তৃণমূল কর্মী বলে পরিচিত গণেশের বাড়ি গড়বেতা থানা এলাকার কপ্পরপুরে। এ বার পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে গনেশের দাদা নিমাই দুলে দলের প্রতীক না-পেয়ে নির্দল হিসেবে দাঁড়ানোর পর থেকে ওই পরিবারের উপর স্থানীয় তৃণমূল নেতারা নানা রকম হুমকি দিচ্ছিলেন। তারপরেই গণেশের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযুক্তদের ধরতে গড়িমসির অভিযোগ উঠছিল পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ আগেই চার জনকে গ্রেফতার করেছিল। বৃহস্পতিবার গ্রেফতার হন মুন্না কদমা নামে এক তৃণমূল কর্মী। শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়। বুধবার ধনঞ্জয় সার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।
পুরনো খবর: গড়বেতায় নিখোঁজ বিক্ষুব্ধ তৃণমূল কর্মী
|
সংখ্যালঘু ভবনের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা সংখ্যালঘু ভবনের উদ্বোধন হল শুক্রবার। এত দিন দফতরের নিজস্ব কোনও ভবন না থাকায় সমস্যা হত। কালেক্টরেট ক্যাম্পাসেই নতুন এই ভবন গড়ে উঠেছে। এদিন কলকাতায় সংখ্যালঘু দফতরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি জেলার সংখ্যালঘু ভবনের উদ্বোধন করেন। তার মধ্যেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ লক্ষ ৮৫ হাজার টাকা।
|
বিজেপি-র দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুধু কলকাতা নয়, সারা রাজ্যের মানুষই যাতে কম দামে পেঁয়াজ কিনতে পারেন, তার ব্যবস্থা করা, কালোবাজারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। দাবিপত্র জমা দেওয়া হয়।
|
পুর-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, বকেয়া বার্ধক্য-বিধবা ভাতা পুজোর আগে মিটিয়ে দেওয়া-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার মেদিনীপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল সিপিএমের ২ নম্বর লোকাল কমিটি। পরে পুরসভার প্রশাসক অমিতাভ দত্তকে দাবিপত্র দেয়।
|
প্রয়াত কংগ্রেস নেতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রয়াত হলেন সবংয়ের বর্ষীয়ান কংগ্রেস নেতা তুলসীরঞ্জন দাস (৮০)। শুক্রবার সকালে সবংয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। সারদাময়ী স্কুলের প্রাক্তন শিক্ষক তুলসীরঞ্জনবাবুর আসল বাড়ি সবংয়ের মালপাড়ে।
|
স্কুলের গেটে তালা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিক্ষিকারা দেরি করে আসেন। এই অভিযোগে শুক্রবার মেদিনীপুরের হাঁসপুকুর শহিদ ক্ষুদিরাম প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন একাংশ অভিভাবক। ক্লাস হয়নি। অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন ঘোষ বলেন, “খোঁজ নিচ্ছি।”
|
পুকুরে তলিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামবনি |
পুকুরে তলিয়ে মৃত্যু হল দুই বালিকার। শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে জামবনি থানার জরমশোলে। মৃত দুই বালিকার নাম উমা মল্লিক এবং পূজা শবর। পূজার বয়স চার। উমার সাড়ে চার।
|
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাম প্রার্থীরা মনোনয়ন দিতে না পারায় মোহনপুর ব্লকের সাউটিয়া সানসারা পাটপাড়া হাইস্কুলের পরিচালন সমিতির ৬টি আসনে বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল।
|
ট্রাকের ধাক্কায় মৃত ৩ |
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রাস্তার ধারে চায়ের দোকানে ধাক্কা মারায় মৃত্যু হল তিন জনের। জখম আরও চার। শুক্রবার রাতে খড়্গপুরের বেনাপুর রেলগেটের কাছে এই দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। |
|