১০ ডাউনিং স্ট্রিটে কিংবদন্তিদের বিশেষ নৈশভোজ
অভিভূত সৌরভ বললেন, এই সন্ধ্যা কখনও ভুলব না
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাড়িতে আয়োজিত নৈশভোজে দুনিয়ার তাবড় ক্রিকেট অধিনায়কদের সঙ্গে থাকতে পেরে অভিভূত সৌরভ গঙ্গোপাধ্যায়।
রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার ৬০ বছর পূর্তি উপলক্ষে সোমবার ১০, ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবনে যে নৈশভোজের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাতে বিশ্বের সেরা ২০ ক্রিকেট ক্যাপ্টেনের সঙ্গে ছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভও। তিনি ছাড়া আরও দুই ভারত অধিনায়ক কপিল দেব ও সুনীল গাওস্করও আমন্ত্রিত ছিলেন এই সাম্মানিক নৈশভোজে। কপিল অবশ্য আমন্ত্রণ রক্ষা করতে পারেননি। প্রাক্তন প্রধানমন্ত্রী জন মেজরও ছিলেন অতিথিদের মধ্যে। এমন চাঁদের হাটে সস্ত্রীক থাকতে পেরে সম্মানিত সৌরভ বলেন, “এটা একটা বড় সন্মান। এখানে থাকতে পেরে দারুন লাগছে। জন মেজরের সঙ্গে আগেও দেখা হয়েছে। এ দিন ফের দেখা হতে তিনি সেই আগের বার দেখা হওয়ার কথা বললেন। এই সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকবে।”

বাকিংহাম প্যালেসের সামনে সস্ত্রীক। মঙ্গলবার। —নিজস্ব চিত্র।
এই অনুষ্ঠানে অন্য ক্যাপ্টেনদের মধ্যে ছিলেন, রিচি বেনো, ইয়ান ও গ্রেগ চ্যাপেল, গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস, ক্লাইভ লয়েড, টেড ডেক্সটার, মাইক ব্রিয়ারলি, মাইক গ্যাটিং, মাইকেল ভন, ডেভিড গাওয়ার, অ্যান্ড্রু স্ট্রস, সনৎ জয়সূর্য, অর্জুন রণতুঙ্গা, কুমার সঙ্গকারা, গ্রেম স্মিথ, গ্রেম পোলকরা।
মঙ্গলবার ছিল আর একটি নৈশভোজের আসর ‘লর্ডস ট্যাভার্নার্স ডিনার’, যেখানে এই অধিনায়করা সবাই বক্তব্য রাখেন। হিলটন পার্কে এই অনুষ্ঠানে বলার পালা ছিল সৌরভেরও।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.