ফের বিতর্কে প্রাক্তন সেনাপ্রধান
ম্মু-কাশ্মীরের বেশ কিছু মন্ত্রীকে টাকা দেওয়া হয় বলে মন্তব্য করেছিলেন সোমবার। তাতে রাজনৈতিক মহলে প্রবল আলোড়ন হওয়ায় আজ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ।
সম্প্রতি সংবাদমাধ্যমের একাংশে ভি কে সিংহের তৈরি সেনা গোয়েন্দা বিভাগের একটি শাখার বিরুদ্ধে কিছু অভিযোগ প্রকাশিত হয়। তার মধ্যে জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লা সরকারকে সরাতে ওই সরকারেরই মন্ত্রী গুলাম হাসান মিরকে টাকা দেওয়ার দাবিও ছিল। গত কাল এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে ভি কে সিংহ বলেন, “জম্মু-কাশ্মীরের অনেক মন্ত্রীকেই সেনাবাহিনী টাকা দেয়। রাজ্যে স্থায়িত্ব বজায় রাখার জন্য নানা কাজ করা হয়। সে জন্যই তাঁদের ওই টাকা দেওয়া হয়।” বিষয়টি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানেন কি না প্রশ্ন করা হলে ভি কে বলেন, “এই বিষয়টি না জানলে ধরে নিতে হবে তিনি রাজ্য চালানোর দায়িত্বে নেই।”
প্রাক্তন সেনাপ্রধানের এই মন্তব্যের পরে হইচই শুরু হয়। সেনা টাকা দিয়ে জম্মু-কাশ্মীরের মন্ত্রীদের কেনার চেষ্টা করে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা বলেন, “কোন কোন মন্ত্রী টাকা নিয়েছেন তা ভি কে সিংহ প্রকাশ করুন। বিষয়টি নিয়ে আমরা সিবিআই তদন্ত চাই।”
বিরোধী দল পিডিপি-র দাবি, এই ঘটনা নতুন নয়। বরাবরই ন্যাশনাল কনফারেন্স সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে চলে। সেনার গোপন তহবিল থেকে ভোটে রিগিং করার জন্য তাদের টাকা দেওয়া হয়।
সেনাপ্রধানকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের কথায়, “আমি এক সময়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম। এই বিষয়ের বিন্দুবিসর্গও জানি না।” তাঁরও দাবি, যাঁরা টাকা নিয়েছেন তাঁদের নাম প্রকাশ করা হোক। কংগ্রেস সাংসদ পি সি চাকোর মতে, দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন ভি কে। দিগ্বিজয় সিংহের প্রশ্ন, “সেনাপ্রধান থাকার সময়েই ভি কে এ কথা জানাতে পারতেন। অবসর নেওয়ার পরে বলছেন কেন?” অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, “ভি কে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের প্রধান থাকার সময়ে সন্ত্রাস-দমন অভিযান নিয়ে আমাকে কিছু পরামর্শ দিয়েছিলেন। আমি তা প্রকাশ করলে সবাই বিড়ম্বনায় পড়বেন। রাষ্ট্রের গোপন তথ্যের বিষয়ে সতর্ক থাকা উচিত।” প্রাক্তন সেনাকর্তার পাশে দাঁড়িয়েছে বিজেপি। তাদের বক্তব্য, ভি কে বিজেপি-র সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় নানা অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ করে তাঁকে অপদস্থ করার চেষ্টা করেছে কংগ্রেস। তাই বাধ্য হয়ে তিনি প্রকৃত অবস্থা জানিয়েছেন।
বিতর্ক জমে ওঠার পরে আজ সাংবাদিক বৈঠক করেন ভি কে। তিনি জানান, জম্মু-কাশ্মীরের মন্ত্রীদের যে ঘুষ দেওয়া হচ্ছে সে কথা তিনি বলতে চাননি। রাজ্যের মানুষের মন জয় করতে নানা পদক্ষেপ করে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে মন্ত্রীদের টাকা দেওয়া হয়। তবে এই ব্যাখ্যায় বিতর্ক থামবে বলে মনে করছেন না কেউই।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.