|
|
|
|
এসজেডিএর বিরুদ্ধে উদাসীনতার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পুর কর্তৃপক্ষ এবং এসজেডিএ-র বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের উল্টো দিকে অবৈধ ভাবে ওষুধের দোকানের নির্মাণ হচ্ছে শুনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পুর কমিশনারকে ফোন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু নির্দেশই সার, কাজের কাজ কিছু হয়নি। পুরসভার তরফে বাস্তুকাররা গিয়ে খতিয়ে দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। দিন কয়েক কাজ বন্ধ থাকার পর গভীর রাতে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ। আগেও লাগোয়া কয়েকটি দোকানের বিরুদ্ধে নকশা অনুমোদন ছাড়া নির্মাণ কাজের জন্য এসজেডিএ’র তরফে পুলিশে অভিযোগ হয়েছিল। এসজেডিএ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শরদ দ্বিবেদী অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তার পরেও এসজেডিএ’র তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বলেন, “বিষয়টি নিয়ে সোমবারই চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। শীঘ্র নির্মাণকারীদের চিঠি দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে বলা হবে। পুরসভাকে ব্যবস্থা নিতে এসজেডিএ’র তরফে চিঠি দিয়ে জানানো হবে।”
অন্য দিকে, যে সমস্ত দোকান মালিকদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের অন্যতম প্রদীপ পাল বলেন, “কোনও রকম পাকা নির্মাণ করা হচ্ছে না। দীর্ঘদিনের পুরনো ব্যবসা। বর্ষার জল পড়ে। সে করণেই দোকান সংস্কার করা হচ্ছে মাত্র।” প্রদীপবাবুর ওই যুক্তি মানতে রাজি নন ব্যবসায়ী এবং বাসিন্দাদের একাংশ। তাঁদের যুক্তি চোখের সামনে পুরো দোকান এক প্রকার ভেঙে তাঁরা নতুন করে তৈরি করছেন। রেলের জমিতে পাকা নির্মাণ করা যায় না। তাও কী ভাবে কাজ চলছে। পুর কর্তৃপক্ষ আরএসজেডিএ-র একাংশ তাদের মদত দিচ্ছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।
|
পুরনো খবর: এসজেডিএ-র তদন্তে ঢিলেমি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী |
|
|
|
|
|