টুকরো খবর
পাহাড়ে ত্রিপক্ষ বৈঠকের আর্জি
দার্জিলিং পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য দ্রুত ত্রিপাক্ষিক বৈঠকের দিনক্ষণ ঠিক করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্দেকে চিঠি দিল কমিউনিস্ট পার্টি অব রেভ্যুলিউশনারি মার্কসিস্ট (সি পি আর এম)। সোমবার সিপিআরএমের সভাপতি রত্নবাহাদুর রাই ওই ফ্যাক্স মারফৎ ওই অনুরোধ জানিয়েছেন। সিপিআরএম সভাপতি বলেন, “পাহাড়ের বন্ধ চলাকালীন আমরা ৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক ডাকার ব্যাপারে রাজ্যের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। তা যাতে তাড়াতাড়ি হয়, সে জন্যই আমরা ওঁকে চিঠি দিয়েছি। না হলে ফের পাহাড় অশান্ত হতে পারে। আশা করি, উনি যথাযথ পদক্ষেপ করবেন।” সিপিআরএম সূত্রের খবর, রবিবার দার্জিলিঙের ঘুম-এ দলের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর বৈঠক বসে। সেখানে ৭২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিপিআরএমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অবিলম্বে জিটিএ ছেড়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবি আদায়ের ব্যাপারে জোর দিতে হবে। দলের সাধারণ সম্পাদক গোবিন্দ ছেত্রী বলেন, “আগামী ২৩ ও ২৪ নভেম্বর দার্জিলিঙে লেফট কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে সারা দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। সেখানে মূল আলোচ্য বিষয় হবে গোর্খাল্যান্ডের দাবি।” এ দিন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা অবশ্য সিপিআরএমের সিদ্ধান্তের ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। মোর্চার কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, জিটিএ ছাড়া হবে কি না তা নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেবে দল।

স্ত্রী খুনে ধৃত মদ্যপ স্বামী
স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। রবিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা থানার চেংমারি চা বাগানে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম আশা ওঁরাও (৩৪)। তিনি বাগানের পুরা লাইনের বাসিন্দা। তাঁর ঘাড়ের বাম দিকে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। পুলিশ নিহতের স্বামী ধিপরাম ওঁরাওকে গ্রেফতার করেছে। তবে খুনের মর দেহের পাশেই বসেছিলেন ধৃত। ওই বাড়িতেই ছিলেন নিহতের বিবাহিত মেয়ে পিঙ্কি ভকত। তিনি বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে একটি ধারাল অস্ত্রও পুলিশ উদ্ধার করেছে। পিঙ্কিদেবীর অভিযোগ, বাবা মদ্যপ অবস্থায় প্রায়ই মা’র উপর অত্যাচার করত। বচসার সময় বাবাই মাকে খুন করে। যদিও ধৃত ধিপরাম গ্রেফতারের সময় দাবি করেছিল, আশাদেবী আত্মহত্যা করেছেন। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, তদন্ত শুরু হয়েছে।

২০ শতাংশ চেয়ে মিটিং
পুজোয় ২০ শতাংশ হারে বোনাস চেয়ে সোমবার থেকে গেট মিটিং হল ডুয়ার্সের মেটেলি ব্লকের ইনডং চা বাগানে। গত শনি ও রবিবারে কলকাতায় চা বাগানের বোনাস বৈঠকে ইনডং চা বাগান কর্তৃপক্ষ যোগ দেয়নি। তার বদলে কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়নদের ২০ শতাংশ হারে বোনাস দিতে পারবেন না বলে লিখিত জানিয়ে দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, বাগানের উৎপাদন কম হওয়ায় এবার ওই হারে বোনাস দেওয়া সম্ভব হবে না। এর প্রতিবাদেই গেট মিটিং শুরু হয়। প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের মেটেলি ব্লক সম্পাদক গণেশ চিকবরাইক জানান, ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে লাগাতার গেট মিটিং চলবে। শ্রম দফতরকেও বিষয়টি জানানো হয়েছে। ম্যানেজার রজত দেব জানান, গত বছর শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছে। এবার বাগানের অবস্থা ভাল নয়। আমরা বোনাস কী হারে হবে তা নিয়ে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় রাজি। উল্লেখ্য ৪৮৩ হেক্টরের এই চা বাগানটিতে ১২০০ শ্রমিক রয়েছেন।

পুরনো খবর:
ফের গ্রেফতার ধৃতেরা
ই-টেন্ডার প্রক্রিয়ায় জাল নথি তৈরি করে কাজের বরাত দেওয়ার অভিযোগে এ বার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকার, সপ্তার্ষি পাল এবং ওই কাজে যুক্ত ঠিকাদার সংস্থা ইউরেকা ট্রেডার্স ব্যুরোর কর্ণধার দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। সোমবার আদালতে তাঁদের গ্রেফতার দেখানো হয়। এসজেডিএ’র বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এ দিন ওই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে। সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া বলেন, “টেন্ডারের কাজের যে সর্বনিম্ন দরপত্র জমা পড়েছিল তার চেয়ে ২ কোটি টাকা বেশি পাইয়ে দেওয়া হয়েছে। এই কাজের জায়গাগুলি পরিদর্শনে গিয়েছিলেন এসজেডিএ’র দুই বাস্তুকার।” মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি তৈরর কাজে দুর্নীতির যে অভিযোগে অজিত বন্দ্যোপাধ্যায় এবং দেবব্রত বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন এ দিন ওই মামলায় তারা জামিন পান। ৯০ দিনের মধ্যে মামলার চার্জশিট পেশ না হওয়ায় নিয়ম মাফিক এ দিন জামিন পান তাঁরা। এসজেডিএ-এর বাস্তুকার প্রবীণ কুমার, ঠিকাদার সংস্থার কর্মী অমলকৃষ্ণ সাহা, নিউ ইন্ডিয়ার কর্ণধার তাপস বসু এবং অজয় মৈত্র, একটি ঠিকাদার সংস্থার কর্ণধার শঙ্কর পালকে এ দিন আদালতে তোলা হয়। তাঁদের জামিনের আবেদন এ দিনও খারিজ করে দেয় আদালত।

পুরনো খবর:
বোনাস ২০ শতাংশ হারে
দার্জিলিং পাহাড়ে অধিকাংশ বাগানের চা শ্রমিকেরা এ বার পুজোয় ২০ শতাংশ হারেই বোনাস পাবেন। সোমবার দার্জিলিঙে বোনাস নিয়ে শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকের পরে ওই সিদ্ধান্ত জানিয়েছে দার্জিলিং টি অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের মুখ্য উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায় জানান, তাঁদের সংস্থার অধীন সব চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ হারেই বোনাস পাবেন। প্রসঙ্গত, দার্জিলিঙের মোট ৮৭টি চা বাগানের মধ্যে ৬৭টি ডিটিএ-র সদস্য। গোর্খা জনমুক্তি মোর্চা প্রভাবিত চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সুরজ সুব্বা এই দিন এই প্রসঙ্গে জানিয়েছেন, পাহাড়ে সব চা বাগানের বোনাসের হারে তাঁরা খুশি।

পড়ুয়াদের অবরোধ

শামুকতলায় রাজু সাহার ছবি।
শামুকতলার সিধু কানহু কলেজ পুখুরিয়া থেকে সরিয়ে শামুকতলা বস্তি অথবা পটটোলায় তৈরির দাবিতে তিন ঘণ্টা অবরোধ করল ছাত্রছাত্রীরা। সোমবার শামুকতলা চৌপথিতে পড়ুয়াদের অবরোধে সামিল হয় শামুকতলা কলেজ রক্ষা কমিটির সদস্যরা। তিন ঘণ্টা পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরদিন্দু চক্রবর্তী দ্রত পরিচালন সমিতির সভা ডেকে এ বিষয়ে আলোচনা করার লিখিত আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধে আলিপুরদুয়ার, হাতিপোতা, রায়ডাক, কামাখ্যাগুড়ি পথে কয়েকশো গাড়ি আটকে পড়ে। আন্দোলনকারীদের তরফে দাবি করা হয় শামুকতলা বাজার থেকে প্রায় ৭ কিমি দূরে কলেজ স্থাপন হলে যাতায়াতের সমস্যা হবে।

অবরোধে ডিওয়াইএফ
দ্রব্যমূল্য বৃদ্ধি, বেহাল রাস্তার প্রতিবাদে রাজ্য জুড়ে ডিওয়াইএফের আন্দোলন কর্মসূচিতে পথ অবরোধ হল শিলিগুড়িতেও। সোমবার বেলা সওয়া ১১ টা নাগাদ শিলিগুড়ি জংশন স্টেশন মোড়ে অবরোধ করে তারা। সেই সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন। ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুরসভার ব্যর্থতা নিয়েও তারা সরব হন। ডিওয়াইএফের জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “এসজেডিএতে বিভিন্ন প্রকল্পে অন্তত ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। তা ছাড়া ডেঙ্গি নিয়ন্ত্রণে শিলিগুড়ি পুরসভা গঠনমূলক ভূমিকা নিতে পারেনি। রাজ্য সরকার এবং পুর কর্তৃপক্ষের অপদার্থতার জন্যই শহরে ডেঙ্গির সংক্রমণ ছড়িয়েছে।” সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়, রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাস চলছে। অন্য দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সরকার ব্যবস্থা নিচ্ছে না। বেহাল রাস্তাঘাটের জেরে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুর্ঘটনায় মৃত শিশু
গাড়ির ধাক্কায় মারা গেল একটি শিশু। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায়। মৃত শিশুর নাম অঞ্জলি রায় (৮)। তাঁর বাড়ি শিলিগুড়ির রামঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে জহিরুল একজনকে গাড়ি চালানো শেখাচ্ছিল। গাড়িটি জলপাইমোড়ের দিক থেকে রামঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি পিক আপ ভ্যানকে ধাক্কা মারে। পরে রাস্তা পার হতে থাকা ওই বাচ্চাটিকে পাশ থেকে ধাক্কা মারে। অঞ্জলিকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। শিলিগুড়ি থানার পুলিশ গাড়ি সহ চালককে গ্রেফতার করেছে। চালকের নাম মহম্মদ জাহিরুল। তাঁকে এদিনই শিলিগুড়ি আদালতে তোলা হলে তাঁর জামিন নামঞ্জুর হয়ে যায়।

বেশি বোনাস দাবি
বোনাসের হার বৃদ্ধির দাবিতে বাগানে কাজ বন্ধ রাখল শ্রমিকরা। সোমবার ডুয়ার্সে দলসিংপাড়া চা বাগানে সকালে আধ ঘণ্টা বাগানে পাতা তোলার কাজ হয়। পরে দিনভর কারখানায় বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখায়। শ্রমিকরা চা বাগানের সহকারী ম্যানেজার মণীশ ঘোষ বলেন, “এদিন বাগানে শ্রমিকরা চা পাতার তোলার কাজ শুরু করেন। কিছু শ্রমিক বোনাস বৃদ্ধির দাবিতে কারখানায় চলে আসেন। রবিবার কলকাতায় বৈঠকে ঠিক হয় দলসিংপাড়া চা বাগানে সাড়ে ১৫ শতাংশ হারে বোনাস দেওয়া হবে।” এ দিন ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ শুরু করেন।

৫টি দোকানে চুরি
৩১ নম্বর জাতীয় জাতীয় সড়কের পাশে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে মালবাজারের ক্রান্তি ফাঁড়ির মৌলানি বাজারে। দুটি মোবাইলের দোকান, একটি মুদি দোকান, এক দর্জির দোকান ও একটি সবজির গুদাম ঘরে চুরি হয়েছে। সোমবার চুরির বিষয়টি দোকানদারেরা জানতে পারেন।

ঝুলন্ত দেহ উদ্ধার
ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে শামুকতলা থানার টটপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত বীরেন রায় (৪২) মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ ও পরিবার সূত্রে বলা হয়। প্রাথমিক তদন্তের পরে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ মনে করে।

তার পড়ে দুর্ঘটনা
বাড়ির ছাদে বিদ্যুতের হাইটেনশন লাইনের তার ছিঁড়ে পড়ায় ৫টি বাড়ির টেলিভিশন, রেফ্রিজারেটর-সহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়েছে। মালদহের চাঁচলে বিধান সরণি এলাকায় রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে রাতে দীর্ঘক্ষন চাঁচলে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। রাতেই বিদ্যুৎ বণ্টন কোম্পানির দফতরে বিক্ষোভও দেখান বাসিন্দারা। বণ্টন কোম্পানি সূত্রে জানা যায়, ওই এলাকার তারের নীচে বাড়ি তৈরি হয়েছে। তার ছিঁড়ে পড়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য-সহ পাঁচ বাসিন্দার বাড়ির উপরে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.