খড় ও মাটি দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। মণ্ডপ চত্বর সাজাতে সেখানে আদিম মানুষের মডেল রাখা হচ্ছে।
নজর কাড়বে:
পঞ্চমী থেকে ৫ দিন থাকবে
নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুজো প্রস্তুতি। কোচবিহারে ছবি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।
নাম:
তরুণ দল ক্লাব।
ধাম:
কদমতলা থেকে রিকশায় নিউটাউন পাড়া।
বয়স:
৫৪ বছর।
বিশেষত্ব:
তাল, হোগলা-সহ নানা পাতার তৈরি মণ্ডপ। ভিতরে বাঁকুড়ার গ্রামীণ মহিলার আদলে দেবী দুর্গা।
নজর কাড়বে:
ষষ্ঠীর দিন থাকছে ক্যুইজ, দুঃস্থদের জন্য বস্ত্র বিতরণ।
নাম:
রথখোলা স্পোর্টিং।
ধাম:
কোর্ট মোড় থেকে বাঘাযতীন পার্ক পেরিয়ে রথখোলা মোড়ের কাছে মণ্ডপ।
বয়স:
৪৮ বছর।
বিশেষত্ব:
মণ্ডপের বাইরে হাজার বৈদ্যুতিক দীপ। ভিতরে শিবলিঙ্গ, পরিখা ও বাগান।
নজর কাড়বে:
উদ্বোধনে সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র বিতরণও।
পুজো প্রস্তুতি। বালুরঘাট ছবি তুলেছেন অমিত মোহান্ত।
নাম:
শহিদ কর্নার সর্বজনীন।
ধাম:
দিনহাটা চৌপথী থেকে ৫০০ মিটারের মধ্যেই মণ্ডপ।
বয়স:
৫০ বছর।
বিশেষত্ব:
মেদিনীপুরের শিল্পীদের হাতে তৈরি স্পঞ্জের মণ্ডপ ও প্রতিমা। সঙ্গে মানানসই আলোকসজ্জা।
নজর কাড়বে:
পুজোর প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
লড়াই
জন্ম থেকেই ডান পা অকেজো। ডান হাতে তিনটি আর বাঁ হাতে চারটি আঙুল, করতল
বলতে কিছুই নেই শিল্পী বিশ্বনাথ পালের। বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্র ধূপগুড়ির
জুরাপানি গ্রামের বিশ্বনাথ পড়াশোনার ফাঁকে অবসর কাটান প্রতিমা গড়ে।
এ বছর পাঁচটি দেবী প্রতিমা গড়ছেন তিনি। ছবি: রাজকুমার মোদক।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.