আগামী বুধবার ললিত মোদীর ভাগ্য নির্ধারনে বোর্ডের বৈঠক হতে পারবে কি না, তা সোমবারও জানা গেল না। ২৫ তারিখে বোর্ডের বিশেষ সাধারণ সভার উপর আদালত যে স্থগিতাদেশ এনেছিল, তা দিল্লি আদালতে সোমবার চ্যালেঞ্জ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আদালত এ দিন সেই শুনানি মুলতুবি রেখে দিয়েছে। আগামিকাল বেলা সাড়ে এগারোটার সময় দু’পক্ষকে ডেকেছেন বিচারপতি। মঙ্গলবার এই নিয়ে রায় বেরোতে পারে বা গোটা ব্যাপারটা ঝুলে থাকতে পারে।
আদালত মঙ্গলবার বোর্ডের পক্ষে রায় না দিলে তার পরের দিন, অর্থাৎ ২৫ তারিখ মোদীকে নিয়ে বিশেষ সাধারণ সভা হওয়ার কোনও প্রশ্ন নেই। তা সত্ত্বেও আদালতের রায়ের অপেক্ষায় না থেকে বোর্ড সদস্যরা পড়িমড়ি চেন্নাই ছুটছেন। জগমোহন ডালমিয়া থেকে শুরু করে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আজ, মঙ্গলবার চেন্নাই যাচ্ছেন অনেকেই। শেষ পর্যন্ত ২৫ তারিখের বৈঠক না হলে মহাবলীপুরম ঘুরেই হয়তো সন্তুষ্ট থাকতে হবে তাঁদের। ডালমিয়া অবশ্য ২৯ তারিখ বোর্ডের বার্ষিক সভার আগে শহরে ফিরবেন, কিন্তু অনেকেই চেন্নাই থেকে যাচ্ছেন।
এরই মাঝে শ্রীনিবাসনকে নিয়ে আবার তোপ দাগলেন মোদী। এক টিভি চ্যানেলকে তিনি বলেছেন, “শ্রীনিবাসন যদি প্রেসিডেন্ট হিসাবে আবার নির্বাচিত হয়, তা হলে ভারতীয় ক্রিকেটের সর্বনাশ হয়ে যাবে। বিশ্ব জুড়ে ক্রিকেট ভক্ত, স্পনসর, প্রশাসকদের কাছে ভুল বার্তা পৌঁছবে।” মোদী আরও বলেছেন, মানবিকতার খাতিরেই সরে যাওয়া উচিত শ্রীনিবাসনের। “ভারতে ক্রিকেট হল ধর্মের থেকেও বড়। সেখানে মানবিকতার প্রশ্নটা বড় হয়ে যায়।”
শ্রীনিবাসনকে ঘিরে এত নাটকের পরও দক্ষিণের সব ক’টি ক্রিকেট সংস্থার সমর্থন পাচ্ছেন তিনি। যা নিয়েও ছেড়ে কথা বলেননি মোদী। দক্ষিণের ক্রিকেট সংস্থার কর্তাদের উদ্দেশে মোদী বলেছেন, “ভারতীয় ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ক্রিকেট বিশ্ব আমাদের উপর নজর রাখছে। আর আমি অবাক হয়ে দেখছি, দক্ষিণ ভারতে আমার সতীর্থরা দেশের এবং বিশ্বের ক্রিকেটার এবং ক্রিকেট ভক্তদের আবেদন সম্পূর্ণ অগ্রাহ্য করছে। এমন একজন লোককে সমর্থন করছে যার গায়ে অনেক দাগ লেগে আছে।”
|