বোর্ড নির্বাচনের চক্রব্যূহে বাংলা ক্রিকেটই এখন ব্রাত্য সিএবি-তে
স্নেহাংশু আচার্য-র পরিবারের লোকজন বোধহয় সিএবি কর্তাদের চূড়ান্ত টালবাহানা আর গয়ংগচ্ছ মনোভাব দেখে প্রবল কষ্টই পাচ্ছেন। এস কে আচার্য চ্যালেঞ্জার ট্রফি বলে একটা স্থানীয় টুর্নামেন্ট গত কয়েক বছর হল চালু করেছে সিএবি। চলতি বছর স্নেহাংশু আচার্য-র জন্মশতবর্ষ উপলক্ষ্যে মহাআড়ম্বরের ঢাক বাজিয়ে আগাম ঘোষণা করা হয়েছিল, একেবারে রঞ্জি ফর্ম্যাটে টুর্নামেন্ট হবে, ভিন রাজ্যের মহাশক্তিধর সব টিম আসবে, ফাইনাল আবার হবে গোলাপি বলে, ইডেনের ফ্লাডলাইটে। উদ্বোধনের নকশা আরও জমকালো ভাবা হচ্ছিল ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করিয়ে দেওয়ার!
কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে ঠিক যতটা তফাত থাকে, আদতে দেখা গেল সিএবি-র গালভরা প্রতিশ্রুতি আর কার্যকরিতার মধ্যে ঠিক ততটাই ফারাক! রঞ্জি ফর্ম্যাটে চার দিনের টুর্নামেন্ট চুলোয়, দু’দিনের হবে কি না ঠিক নেই, গোলাপি বলে ফাইনালও বিশ বাঁও জলে। টুর্নামেন্টটাই শেষ পর্যন্ত হবে কি না কেউ বলতে পারছেন না।
কেন?
দু’টো কারণ। সিএবি কর্তারা বলছেন, শহরের বৃষ্টিতেই নাকি কপাল পুড়েছে। যে কারণে তিন-তিন বার টুর্নামেন্টের সূচি বদলে সোমবার চতুর্থ বারের জন্য ঘোষণা করা হল। কিন্তু সেটা নয়। মুখ্য হচ্ছে, আগামী ২৯ সেপ্টেম্বরের বোর্ড নির্বাচন!
নির্বাচন-জ্বরে সিএবি কর্তারা এতটাই আক্রান্ত যে, বঙ্গ ক্রিকেট নিয়ে ভাবার সময় বার করা যাচ্ছে না। শুধু চ্যালঞ্জার নয়, নির্বাচন কমিটি গঠন থেকে ক্যাপ্টেন ঠিক করা, ওয়ার্কিং কমিটি বৈঠক ডাকাকোনও কিছুই হচ্ছে না। সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া কর্তাদের জানিয়ে দিয়েছেন, নির্বাচন পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। বাংলা ক্রিকেটের ব্যাপারস্যাপারে থাকছেন না। সিএবি-র একটা অংশ তাই প্রশ্ন তুলছে, তা হলে চ্যালেঞ্জার নিয়ে কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন? সিনিয়র ক্রিকেটের দায়িত্বে থাকা সচিব সুজন মুখোপাধ্যায় তো এমন অবস্থায় মুম্বইয়ে। ব্যক্তিগত কাজে। তা হলে?
দুর্দশার চার ছবি
চ্যালেঞ্জারের চতুর্থ বার সূচি হল। কিন্তু এক দিন বৃষ্টি হলেই টুর্নামেন্ট বন্ধ।
চ্যালেঞ্জার না হলে প্রস্তুতি টুর্নামেন্ট ছাড়াই রঞ্জিতে নামতে হবে বাংলাকে।
নির্বাচন কমিটি গঠন পিছিয়ে হতে পারে ৭ অক্টোবর।
বাংলা অধিনায়ক এখনও ঘোষণা করা যাচ্ছে না।
নতুন সূচি নিয়েও কথাবার্তা উঠতে শুরু করেছে। একে তো ৬ সেপ্টেম্বর থেকে যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল, পিছোতে-পিছোতে পাঠানো হয়েছে ২৭ সেপ্টেম্বর। কিন্তু ম্যাচ দু’দিনের। ক্রিকেটমহল তো বটেই ক্রিকেটারদেরও কেউ কেউ প্রশ্ন তুলছেন, এমন টুর্নামেন্ট খেলে লাভ কী? রঞ্জি তো চার দিনের টুর্নামেন্ট। তার চেয়ে প্র্যাকটিস করা ভাল। যখন বাইরের টিমের মধ্যে আসতে পারে শুধু ঝাড়খণ্ড (সেখানেও দু’রকম মত পাওয়া গেল)। ওড়িশা না করে দিয়েছে। আরও আশ্চর্য হচ্ছে, মাঝে যদি একদিনও বৃষ্টি হয়, তা হলে চ্যালঞ্জার নিয়ে এই নতুন মডেলেরও নাকি বোধনের আগে বিসর্জন হয়ে যাবে! টুর্নামেন্ট কমিটিই সেটা বলছে।
শোনা গেল, সিএবি চ্যালেঞ্জারকে যেন তেন প্রকারেণ করে মিটিয়ে ফেলতে চাইছে, কারণ প্ল্যান বি বলে কোনও বস্তু নেই। প্রথমে ঠিক ছিল, বৃষ্টি চললে বাইরে টুর্নামেন্ট খেলতে নিয়ে যাওয়া হবে বাংলাকে। কিন্তু প্রথম দিকে কেউ যোগাযোগ করেনি বাইরের ক্রিকেট সংস্থার সঙ্গে। পরে নাকি চেষ্টা করা হলে, সিএবি-কে পত্রপাঠ বিদায় করা হয়। বলা হয়েছে, আমাদেরও রঞ্জি প্রস্তুতি চলছে, এখন ও সব সম্ভব নয়।
মুশকিল হচ্ছে, বয়স ভাঁড়ানোর ধরপাকড়ে মুখ্য ভূমিকা নেওয়া সচিব সুবীর গঙ্গোপাধ্যায়ের এখানে কিছু করার নেই। তিনি জুনিয়র ক্রিকেট দেখেন। কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে সিএবি-র সব ব্যাপারের মধ্যে এখন থাকেন না। উত্তেজিত ভাবে বিশ্বরূপ বলেও দিলেন, “এটা তো সচিবেরই দেখার কথা। আমি কেন ঢুকব? আর সচিব না পারলে আমাকে বলুন, আমি বাইরে খেলার ব্যবস্থা করে দেব!” নির্বাচন কমিটি গঠন নিয়েও টালবাহানা প্রবল। সাধারণত, সেপ্টেম্বরে ওয়ার্কিং কমিটি ডেকে নির্বাচন কমিটি গঠন করা হয়। কিন্তু শোনা গেল, সেটা হবে ৭ অক্টোবর নাগাদ। বোর্ড নির্বাচন না মিটলে নাকি কিছু করা যাচ্ছে না। যার কুড়ি দিনের মধ্যে রঞ্জি খেলতে নামবে বাংলা! অধিনায়ক হিসেবে লক্ষ্মীরতন শুক্লকে সিএবি কর্তারাও চাইছেন, কিন্তু ঘোষণা কবে হবে কেউ জানে না। সব দেখেশুনে বাংলার এক ক্রিকেটার বলছিলেন, “এর পর টিম খারাপ খেললে আমাদের কথা শুনতে হবে।”
অভিযোগ যুক্তিসঙ্গত। আউটডোর প্র্যাকটিস মাঝে মাঝেই বন্ধ। সিএবি ইন্ডোরে একটা নেটে সিনিয়র ও জুনিয়র বাংলাকে প্র্যাকটিস করতে হচ্ছে। কল্যাণীতে অ্যাকাডেমি আছে, কিন্তু ব্যবহার নেই। এবং চ্যালেঞ্জার না হলে এ বারও রঞ্জিতে প্রস্তুতি টুর্নামেন্ট না খেলেই (বুচিবাবুতে আদতে জুনিয়ররা গিয়েছিল) নামতে হবে সিনিয়র বাংলাকে।
বোর্ড নির্বাচনের চক্রব্যূহে পড়ে সিএবি-র কাছে এখন বাংলা ক্রিকেটই ব্রাত্য!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.