টুকরো খবর
সংঘর্ষ রুখতে মনমোহনের আবেদন মুখ্যমন্ত্রীদের
মুজফ্ফরনগরে সাম্প্রদায়িক সংঘর্ষ রুখতে অখিলেশ যাদব সরকারের ব্যর্থতার পর সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এ বিষয়ে আরও সতর্ক হতে অনুরোধ জানাতে চাইছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কাল দিল্লিতে জাতীয় সংহতি পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীদের আবেদন করবেন। কেন্দ্র চাইছে, রাজ্য ও জেলা স্তরে মোকাবিলা ব্যবস্থা তৈরি হোক। মুখ্যমন্ত্রীরা নিজে নজরদারি করুন। এই ধরনের ঘটনা ও দোষীদের তথ্যভাণ্ডার তৈরি হোক। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ২০১৪-র লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কা বাড়বে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, রাজ্য স্তরে কমিটিগুলি কার্যত নিষ্ক্রিয়। অথচ এক ডজন রাজ্যের ৫০টি জেলা ‘স্পর্শকাতর’ ও ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত। উত্তেজনায় মদত দিতে পারে, এমন সন্দেহভাজনদের তালিকা প্রতি থানায় তৈরি থাকা দরকার। পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

পুরনো খবর:

সাসপেনশন উঠল দুর্গাশক্তির উপর থেকে
আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপালের উপর থেকে সাসপেনশনের নির্দেশ তুলে নিল উত্তরপ্রদেশ সরকার। শনিবারই মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন দুর্গাশক্তি ও তাঁর স্বামী। তার পর দিনই সাসপেনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করল অখিলেশ সরকার। জুলাই মাসে গৌতম বুদ্ধ নগরের একটি নির্মীয়মাণ মসজিদের দেওয়াল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মহকুমাশাসক দুর্গাশক্তি নাগপাল। তাঁর যুক্তি ছিল, সরকারি জমিতে অবৈধ ভাবে ওই দেওয়াল নির্মাণ করা হয়েছে। মহকুমাশাসকের এই নির্দেশে উত্তেজনা তৈরি হতে পারে এই আশঙ্কায় তাঁকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ প্রশাসন। যদিও নানা শিবিরের দাবি, নয়ডার বালি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার প্রচার করছিলেন দুর্গাশক্তি। এই কারণের তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়ে অখিলেশ সরকার। অগস্ট মাসে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে এক তদন্ত কমিটিও তৈরি করা হয়। শেষে সেপ্টেম্বরে তোলা হল সাসপেনশন।

পুরনো খবর:

নেতা গ্রেফতার, প্রতিবাদে বন্ধ কার্বি আংলংয়ে
পৃথক কার্বি রাজ্যের দাবিতে গঠিত যৌথ মঞ্চ ‘জাকাস’-এর সাংগঠনিক সম্পাদক সামসিং হান্সেকে গ্রেফতারের প্রতিবাদে কার্বি আংলং-এ অনির্দিষ্টকালীন বন্ধ ডাকা হয়েছে। বন্ধের মধ্যেই বিক্ষিপ্ত হিংসার ঘটনায় কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সাংসদ বীরেন সিংহ ইংতির একটি বাগানেও আগুন দেওয়ার চেষ্টা হয়। কার্বি রাজ্যের দাবিতে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রদেশ কংগ্রেসের নির্দেশ উড়িয়ে পদত্যাগ করতে অস্বীকার করেন স্বায়ত্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়রাম ইংলেং। কার্বি নগর কংগ্রেস পাল্টা দাবি করেছে, ৩১ জুলাই কার্বি আংলং-এ হামলায় রয়েছে বিধায়ক বিদ্যাসিংহ ইংলেং-এর বাহিনীই।

পুরনো খবর:

মেয়েকে ধর্ষণ, নয় বছর সশ্রম কারাদণ্ড বাবার
কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে ন’বছরের সশ্রম কারাদণ্ড দিল হাইলাকান্দি আদালত। সাজাপ্রাপ্তের নাম আলিমুদ্দিন মজুমদার। বাড়ি জামিরায়। গত বছর এপ্রিল মাসে পুলিশের কাছে ১৪ বছরের মেয়েটি আলিমুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানায়। সে জানিয়েছিল, বছর দু’য়েক আগে তার মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আলিমুদ্দিন। ওই সময় থেকেই তার উপর অত্যাচার শুরু হয়। পুলিশ জানিয়েছিল, প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হয়। কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। এরপরই মায়ের কাছে গিয়ে সব কথা জানায় ওই কিশোরী। ছ’জনের সাক্ষী নিয়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সহকারী জেলা ও দায়রা বিচারক অনুপকুমার ঘোষ আলিমুদ্দিনকে ৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।

কাছাড়ে গণধর্ষণ
কাছাড়ের চা বাগানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তদের চারজনকে গতকাল গ্রেফতার করা হয়েছিল। আজ আরও একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বছর উনিশের ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যায় হাতিছড়া বাগান এলাকায় দোকানে যাচ্ছিলেন ওই তরুণী। অভিযোগ, এলাকার পাঁচ যুবক তাঁকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে যায়। একের পর এক যুবক তাঁকে ধর্ষণ করে। শনিবার সকালে অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করেন তাঁর পরিজনরা। এরপরই শিলচরের সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।

অপহৃত বিদ্যুৎকর্তা
এনএইচপিসি-র ডিজিকে অপহরণ করল বড়ো জঙ্গিরা। গত সন্ধ্যায় অসম ও অরুণাচলের সীমানায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তাওয়াং-এর জলবিদ্যুৎ প্রকল্পগুলি পরিদর্শনে গিয়েছিলেন ডিজি অনিলকুমার অগ্রবাল। সেখান থেকে তেজপুর ফেরার সময় ভালুকপুং-এর চারিদুয়ারের বারমাইল এলাকায় চারটি মোটরসাইকেল তাঁর গাড়ি আটকায়। ছ’জন সশস্ত্র জঙ্গি অগ্রবালকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। তাঁর গাড়ির চালক নিরাপত্তাবাহিনীকে খবর দেন। পুলিশের সন্দেহ, এনডিএফবি-র সংবিজিৎ গোষ্ঠী ওই ঘটনায় জড়িত।

বিহারে ট্রাকে গণধর্ষণ
উত্তরপ্রদেশের এক মহিলাকে গণধর্ষণের পর দ্বারভাঙার প্রত্যন্ত গ্রামে ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা। আজ সকালে বেলা গ্রামের বাসিন্দারা অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হুঁশ ফেরার পর মহিলা পুলিশকে জানিয়েছেন, দু’দিন আগে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে তাঁকে জোর করে একটি ট্রাকে তুলে নেওয়া হয়। মহিলার অভিযোগ, দু’দিন ধরে ট্রাকের চালক, খালাসি তাঁকে কয়েক বার ধর্ষণ করে।

গণপিটুনিতে হত যুবক
মা, স্ত্রীকে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করায় গণপিটুনিতে মৃত্যু হল মদ্যপ এক যুবকের। গত রাতে মুজফ্ফপুরের কর্ণপুরা ভাতোলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে এতোয়ারি দেবী (৫০) এবং স্ত্রী লালবতীকে কোপায় শিবচন্দ্র রাই। গণপিটুনিতে তার মৃত্যু হয়।

পাক-লঙ্ঘন
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। রবিবার ভারতীয় সেনার মুখপাত্র জানান, শনিবার রাতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। ঘটনাটি ঘটে রাজৌরি জেলায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.