|
|
|
|
অনলাইনে অভিযোগ নেবে বিহার পুলিশ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
অনেকেই থানায় এসে অভিযোগ জানাতে চান না। বিশেষ করে অল্প বয়সী মহিলা বা বয়স্করা। তাদের সুবিধা করে দিতে পটনার পুলিশ এবার ঘরে বসেই অভিযোগ জানানোর ব্যবস্থা করে দিচ্ছে। অনলাইনেই পটনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা যাবে। চাইলে অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখা হবে। পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “অনলাইনে এখন পর্যন্ত ৫৫০টি অভিযোগ এসেছে। তাতে আমরা বুঝতে পারছি মানুষের কাছে এটা জনপ্রিয় হচ্ছে।”
সিনিয়র পুলিশ সুপারের কন্ট্রোল রুমে অন লাইনে প্রতিটি অভিযোগ আসবে। এরপরেই পটনার সংশ্লিষ্ট থানায় সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য প্রতিটি থানায় ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছে। সম্প্রতি একটি মহিলা কলেজে পরীক্ষার সময় পুলিশ না থাকায় সেখানে গোলমাল হচ্ছিল। কলেজেরই কেউ অনলাইনে পুলিশের কাছে এই ব্যাপারে অভিযোগ জানান। সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পৌঁছয়।
মনু মহারাজ জানিয়েছেন, “মহিলাদের উত্যক্ত করা বা যৌন হয়রানি ছাড়াও যে কোনও ধরনের অপরাধমূলক কাজের বিরুদ্ধে এখানে অভিযোগ জানানো যাবে। এর জন্য থানায় আসার প্রয়োজন নেই।” তিনি জানান, তবে থানায় এসেও যে কেউ অভিযোগ জানাতে পারবেন। কী ভাবে অপরাধীকে শনাক্ত করা হবে সেই প্রসঙ্গে সিনিয়র পুলিশ সুপার বলেন, “আমরা বলছি অভিযোগে যতটা সম্ভব সবিস্তার রিপোর্ট করতে। প্রয়োজনে পুলিশ অভিযোগকারীর সঙ্গে কথা বলবে। তার ভিত্তিতেই তদন্ত করা হবে।” পুলিশ জানায়, এই ব্যবস্থায় থানায় অযথা ভিড় যেমন হবে না, তেমনই থানার বিরুদ্ধে অভিযোগ নিতে না চাওয়ার যে অভিযোগ মাঝে মাঝেই ওঠে তারও অবসান হবে। |
|
|
|
|
|