মুজফ্ফরনগরে গোষ্ঠী সংঘর্ষে উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত আরও দুই বিধায়ককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। বিজেপি বিধায়ক সঙ্গীত সোম ও বিএসপি বিধায়ক নুর সালিম রানাকে আজ সারধানা ও মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির দাবি করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। তাঁর মতে, অন্যায় ভাবে বেছে বেছে কেবল বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুজফ্ফরনগরে গোষ্ঠী সংঘর্ষে বিজেপি, বিএসপি, কংগ্রেস ও ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল বেশ কিছু দিন আগেই। কিন্তু, তাঁদের গ্রেফতার করা হয়নি। বিধানসভার অধিবেশন চলায় অভিযুক্ত বিধায়করা হাজির ছিলেন। তাঁদের ধরতে পুলিশ দল পাঠালেও সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। বিজেপি নেতাদের গ্রেফতারের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভও দেখান উমা ভারতী। রাজনৈতিক কারণেই গ্রেফতারি নিয়ে অখিলেশ যাদব সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেছিল নানা শিবির।
আজ গ্রেফতারিতে দেরির ব্যাখ্যাও দিয়েছেন আই জি (আইনশৃঙ্খলা) আর কে বিশ্বকর্মা। তাঁর দাবি, বিধানসভার অধিবেশন ব্যাহত করতে চায়নি পুলিশ। তাই অধিবেশন শেষ হওয়ার পরেই গ্রেফতারি শুরু হয়েছে। গত কাল বিজেপি বিধায়ক সুরেশ রানাকে ধরা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, নিজের কেন্দ্র সারধানার সালাভা গ্রাম থেকে সঙ্গীত সোমকে গ্রেফতার করা হয়। পুরো এলাকা ঘিরে স্লোগান দিচ্ছিল তাঁর সমর্থকরা। সোম বলেছেন, “অন্যায় ভাবে আমাকে গ্রেফতার করা হল। আদালতেই আমি এর জবাব দেব।” সোমের সমর্থকদের দাবি, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
পুলিশের বক্তব্য, ইন্টারনেটে জাল ভিডিও ছড়িয়ে সংঘর্ষে উস্কানি দিয়েছিলেন সোম। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সুরেশ রানাকেও আজ আদালতে তোলা হয়। তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মুজফ্ফরনগর থেকে গ্রেফতার হয়েছেন বিএসপি নেতা নুর সালিম রানা।
আজই মুজফ্ফরনগর পরিদর্শনে যাওয়ার অনুমতি চেয়েছিলেন রাজনাথ সিংহ। কিন্তু, জেলা প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি। রাজনাথের বক্তব্য, “নির্দেশ না মানলে আবার আমার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হবে।” তাঁর দাবি, মুজফ্ফরনগরে গোষ্ঠী সংঘর্ষের জন্য সমাজবাদী পার্টি ও বিএসপি দায়ী। অন্যায় ভাবে বেছে বেছে বিজেপি নেতাদের ধরা হচ্ছে। রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির দাবি করেছেন তিনি। রাজনাথ জানিয়েছেন, মুজফ্ফরনগর নিয়ে তাঁকে একটি রিপোর্ট দিয়েছেন বিজেপি বিধায়ক হুকুম সিংহ। সেই রিপোর্ট নিয়ে বিজেপি প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে।
|