সিকিমে শাখা খুলল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মণিপুর, নাগাল্যান্ডের পরে এ বার সিকিমেও তৃণমূল শাখা সংগঠন খুলল। বাংলার বাইরে সংগঠন প্রসারিত করার যে কাজ শুরু হয়েছে সিকিমে দল প্রতিষ্ঠা তারই অঙ্গ বলে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানান। এ দিন তৃণমূল ভবনে সিকিমের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পিটি লাকসুমকে সভাপতি করে ‘সিকিম প্রদেশ তৃণমূল কংগ্রেস’ প্রতিষ্ঠার ঘোষণা করেন মুকুলবাবু। লাকসুমের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্যসভার সচেতক ডেরেক ও’ব্রায়েন। মুকুলবাবু জানান, সিকিমে পবন চামলিং মন্ত্রিসভায় ১৯৯২-৯৭ পর্যন্ত লাকসুম উপ-মুখ্যমন্ত্রী ছিলেন। |
|
সিকিম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সদস্যদের হাতে দলের পতাকা
তুলে দিচ্ছেন ডেরেক ও’ব্রায়েন ও মুকুল রায়।—নিজস্ব চিত্র। |
রাজ্যে দার্জিলিং পাহাড় ও সংলগ্ন সিকিমে সংগঠনের বিস্তার ও ভিত মজবুতের লক্ষ্যেই তৃণমূল নেতৃত্ব বিশেষ নজর দিয়েছেন জানিয়ে দলীয় নেতাদের একাংশের বক্তব্য, এর আগে পাহাড়ে লেপচাদের অনুষ্ঠানে গিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে লেপচাদের আদি জনজাতি আখ্যা দিয়ে মমতা তাদের মানসিক শক্তি জুগিয়েছেন বলে ওই নেতাদের ধারনা। সেই পাহাড় সংলগ্ন সিকিমেও দল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দার্জিলিং ও সন্নিহিত পার্বত্য অঞ্চলেও নেত্রী তাঁর সংগঠনকে বিস্তারিত করতে চান। বিশেষত দার্জিলিঙের বর্তমান পরিস্থিতিতে পার্বতা এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি জরুরি বলে ওই নেতারা মনে করেন।
লাকসুম ছাড়াও এ দিন সিকিমে তৃণমূলের সহ সভাপতি পদে ঈশ্বরপ্রসাদ রাই ও সাধারণ সম্পাদক পদে সিরিং ওয়াংচু লেপচার নাম ঘোষণা করেন মুকুলবাবু। আগামী ৩০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাধারণ পরিষদের বর্ধিত সভায় উপস্থিত থাকার জন্য লাকসুমদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। |
|