|
|
|
|
মোদী-ঘনিষ্ঠ, তাই নিশানা ভি কে সিংহ, পাল্টা তোপ বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভি কে সিংহ বিতর্কে প্রাক্তন সেনাপ্রধানের পাশে দাঁড়িয়ে আজ কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ শানাল বিজেপি।
ভি কে সিংহের বিরুদ্ধে ওঠা অভিযোগের আঁচ এসে পড়েছিল নরেন্দ্র মোদীর উপরে। আজ প্রাক্তন সেনাপ্রধানের পাশে দাঁড়াতে নরেন্দ্র মোদীকেই হাতিয়ার করল বিজেপি শিবির। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এ দিন অভিযোগ করেন, “প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আসলে মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁকে অপদস্থ করা হচ্ছে।”
এই চলতি বিতর্কে মুখ খুলেছেন ভি কে সিংহও। সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করেছেন তিনি। সেনাপ্রধান হিসাবে কর্মরত থাকাকালীন শুধু নয়, অবসরের পরেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সেনাপ্রধান থাকাকালীন নানা ভাবে জম্মু-কাশ্মীর সরকারকে ফেলার চেষ্টা করেছিলেন। আজ সেই অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, “নির্বাচন এগিয়ে আসছে। প্রত্যেকেই নিজের উদ্দেশ্যে কাজ করছেন।” বস্তুত, বিজেপি শিবিরও মনে করছে, ভি কে সিংহের বিরুদ্ধে অভিযোগ এনে আসলে মোদীকে অস্বস্তিতে ফেলতে চাইছে সরকার। বিজেপির বক্তব্য, মার্চ মাসে ভি কে সিংহের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ে। কিন্তু গত সপ্তাহে গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে হরিয়ানায় এক মঞ্চে আসার পরেই যে ভাবে সংবাদমাধ্যমের কাছে ওই রিপোর্ট ফাঁস করে দেওয়া হয়েছে তার পিছনে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেই মনে করছে বিজেপি শিবির। তাদের ধারণা, ভি কে সিংহকে শিখণ্ডী করে সরকার আসলে মোদীকেই নিশানা করতে চাইছে।
ভি কে সিংহের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি বিক্রম সিংহের সেনাপ্রধান হওয়া ঠেকাতে সক্রিয় ছিলেন। বিক্রমকে আটকাতে তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করেছিলেন বলে তদন্তে জানতে পেরেছেন সেনা গোয়েন্দারা। আজ সেই অভিযোগও খারিজ করেছেন প্রাক্তন সেনাপ্রধান। তাঁর বক্তব্য, “সে সময়ে সত্যিই যদি চাওয়া হতো, তা হলে বিক্রমকে আটকানো যেত। কেননা, তখন তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলছিল।”
|
পুরনো খবর: ভি কে সিংহকে নিয়ে নয়া বিতর্ক, নিশানায় মোদীও |
|
|
|
|
|