টুকরো খবর |
চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
শল্য চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হল বনগাঁয়। মৃতের নাম মলয় দত্ত (৪৫)। তিনি আগে বনগাঁ মহকুমা হাসপাতালের শল্যচিকিৎসক ছিলেন। বনগাঁর বিজুলিহাটায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নার্সিংহোমে রোগী দেখে বাড়ি ফেরেন তিনি। স্থানীয় একটি দোকানে তাঁর চেম্বার রয়েছে। এ দিন রোগী দেখে ফিরে চেম্বারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি আসছেন না দেখে সকাল ১১টা নাগাদ তাঁর বাড়ি যান স্থানীয় লোকজন। দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। জানলা দিয়ে তাঁকে ঝুলতে দেখা যাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। ময়না তদন্তের জন্য দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, কয়েক বছর আগে বরাহনগরে তাঁর নিজের বাড়িতে পরিচারিকাকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি জামিনে মুক্ত ছিলেন।
|
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। মিনাখাঁ থানার চাপালি গ্রামের বাসিন্দা মদন সরকার নামে ওই ব্যক্তিকে প্রথমে মিনাখাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। পুলিশের কাছে অভিযোগে মদনবাবু জানিয়েছেন, দিনভর ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে সন্ধ্যা সাতটা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় জনা দশেক দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়। তিনি চিৎকার করলে তাঁর মাথায় ও হাতে দা-এর কোপ মারে দুষ্কৃতীরা। তাঁর দাবি, দুষ্কৃতীদের কয়েকজনকে তিনি চেনেন। সকলেই সিপিএম করে। পুলিশকে তাদের পরিচয়ও জানিয়েছেন মদনবাবু। মদনবাবুর অভিযোগ ভিত্তিহীন দাবি করে সিপিএমের বক্তব্য, ওই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নন। একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযোগ করা হয়েছে।
|
বাম ঐক্যকে জোরদার করার ডাক বিমানের
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
বাম ঐক্যকে আরও জোরদার করার ডাক দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার বাসন্তীর সোনাখালি বাজারে বাসন্তী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি তথা নিহত আরএসপি নেতা আবু বক্কর সিদ্দিকুল ইসলাম ওরফে মিন্টু ইসলামের স্মরণসভায় যোগ দিতে এসে বিমানবাবু বলেন, “অত্যাচারী শাসকদের বিরুদ্ধে জোরদার লড়াই-আন্দোলন গড়ে তুলতে হবে। মিন্টু ইসলামের লড়াইকে সামনে রেখে বাম ঐক্য জোরদার করতে হবে।” মিন্টু ইসলাম খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় আরএসপি নেতৃত্বের তরফে এক লক্ষ স্বাক্ষর সংবলিত কাগজ রাজ্যপাল, রাজ্য মানবাধিকার কমিশন, পুলিশ সুপার-সহ প্রশাসনের নানা স্তরে পৌঁছে দেওয়ার জন্য বিমানবাবুর হাতে তুলে দেওয়া হয়। নিহত নেতার ছেলের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন বিমানবাবু। স্মরণসভায় উপস্থিত ছিলেন আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী প্রমুখ।
পুরনো খবর: বাসন্তীর আরএসপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল |
রাস্তা সারানোর দাবিতে অবরোধ বাসিন্দাদের
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া |
|
বাগজোলা বাজারের কাছে বাদুড়িয়া-মসলন্দপুর রাস্তার হাল।—নিজস্ব চিত্র। |
অবিলম্বে রাস্তা সারানোর দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে ঘণ্টা তিনেক বাগজোলা বাজারের কাছে বাদুড়িয়া-মসলন্দপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। কাজের দিনে সকাল থেকে আচমকা অবরোধে নাকাল হন কাজে বের হওয়া মানুষজন থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। বেলা ৯টা নাগাদ পুলিশ গিয়ে আপাতত ইট ফেলে রাস্তার গর্ত বুজিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় জনতা। বাগজোলা বাজার সংলগ্ন বাদুড়িয়া-মসলন্দপুর রোডের প্রায় এক কিলোমিটার অংশের অবস্থা খুবই শোচনীয়। রাস্তার পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটনার পাশাপাশি গাড়ির যন্ত্রপাতিরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন যানচালকেরা। স্থানীয় মানুষের অভিযোগ, রাস্তার এমন অবস্থাতেও কোনও হুঁশ নেই প্রশাসনের। তাই প্রশাসনের টনক নাড়াতেই তাঁরা রাস্তা অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী। বাদুড়িয়ার গন্ধর্বপুরের বাসিন্দা তাপস সর্দার নামে ওই ব্যক্তিকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনায় মৃত জবেদ আলির (৪৬) বাড়ি বাদুড়িয়ার চক খড়গাছি গ্রামে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে গন্ধর্বপুর-মদিনাতলার মাঝে সংগ্রামপুর-তেঁতুলিয়া রোডে। দুর্ঘটনার পরে স্থানীয় জনতা রাস্তা সংস্কার এবং মৃত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ ও গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বোঝালে অবরোধ ওঠে।
|
‘সৃষ্টি’র অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
যে রাঁধে সে খোঁপাও বাঁধে। এটাই আপ্ত বাক্য মেনে ২০০৬ সালে দশজন গৃহবধূ সমাজসেবার অঙ্গীকার নিয়ে তৈরি করে ফেলেন একটি সংগঠন ‘সৃষ্টি’। আর সেই ‘সৃষ্টি’র মাধ্যমে আয়লা বিধ্বস্ত দুর্গতদের পাশে দাঁড়ানো থেকে কখনও কৃতী ছাত্রছাত্রীদের বই বিতরণ, দুঃস্থ পড়ুয়াদের আর্থিক সাহায্য, চক্ষুদান নিয়ে সচেতনতা শিবির করার মতো নানাবিধ সমাজসেবামূলক কাজ করে চলেছেন এই সব দশভূজারা। গত ১৫ সেপ্টেম্বর সংগঠনের উদ্যোগে টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে হয়ে গেল শিশু-কিশোরদের নিয়ে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
|
বিজেপি-কে বাধা, অভিযুক্ত তৃণমূল |
পানিহাটি পুরসভায় মারধর করে, হুমকি দিয়ে বিজেপি-র নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ আগেই তুলেছে কংগ্রেস। পানিহাটির ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার কামারপাড়া থেকে অটো-প্রচার শুরু করার সময়ে তাঁর দলের কর্মীদের মারধর করেছে তৃণমূলের লোকজন। ইন্দ্রাণীদেবীর কথায়, “স্থানীয় তৃণমূল কর্মীরা আমাদের মাইক কেড়ে নিয়ে হুমকি দিয়েছে। আমাদের দু’জন নেতাকে মারধর করেছে। তাঁদেরই এক জনের বাড়িতে আমাদের আটকেও রাখা হয়েছে।” ঘোলা থানায় অভিযোগ জানিয়েছেন ইন্দ্রাণীদেবী। তৃণমূল বিধায়ক তথা দলের তরফে পানিহাটির পুরভোটের ভারপ্রাপ্ত তাপস রায় অবশ্য বলেন, “এ রকম ঘটনার খবর জানি না। দলের জেলা সভাপতি নির্মল ঘোষের সঙ্গে কথা বলে দেখব।”
|
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ |
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তার খুড়তুতো দাদার বিরুদ্ধে। মঙ্গলবার নদিয়ার তেহট্টের ঘটনা। অসুস্থ ওই ছাত্রীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করেছে। অভিযুক্ত ওই যুবকের খোঁজ চলছে।” |
|