|
|
|
|
গঠিত হল স্থায়ী সমিতি, কর্মাধ্যক্ষ নির্বাচন ৩০ শে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৯টি স্থায়ী সমিতির নির্বাচন হল বৃহস্পতিবার। সর্বসম্মতিক্রমে সমিতিগুলো গঠিত হয়। এক-একটি কমিটিতে পাঁচজন করে নির্বাচিত হয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর কর্মাধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। নির্বাচিত পাঁচজনের মধ্যে একজনই সংশ্লিষ্ট স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হবেন। এদিন জেলা পরিষদ হলে স্থায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, জেলা পরিষদের সচিব বিপুল বিশ্বাস, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শম্পা হাজরা প্রমুখ। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, সহ- সভাধিপতি সমায় মাণ্ডি, দলনেতা নির্মল ঘোষ প্রমুখ।
নির্বাচনে বিরোধীদের পক্ষ থেকে কোনও প্রস্তাব পেশ করা হয়নি। |
|
জেলা পরিষদে উপস্থিত বিধায়কেরা |
ফলে, তৃণমূলের পক্ষ থেকে পেশ করা প্রস্তাবগুলোই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেলা পরিষদে সবমিলিয়ে ১০টি স্থায়ী সমিতি রয়েছে। এরমধ্যে অর্থ বাদে এদিন ৯টি স্থায়ী সমিতির নির্বাচন হয়। এই ৯টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, সভাধিপতি, সহ-সভাধিপতি এবং বিরোধী দলনেতাকে নিয়ে পরবর্তী সময়ে অর্থ দফতরের স্থায়ী সমিতি গঠিত হবে। এ দিকে, সভাধিপতি, সহ-সভাধিপতি প্রতিটি স্থায়ী সমিতিরই সদস্য। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সংখ্যা ৬৭। নিয়মানুযায়ী, জেলা পরিষদের সদস্যরাও ছাড়াও জেলার ২৯টি পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক এবং সাংসদেরা নির্বাচনে যোগ দিতে পারেন। সেই মতো এ দিন তৃণমূলের কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। ছিলেন কংগ্রেস পরিচালিত সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডাও।
স্থায়ী সমিতিতে একজন করে বিরোধী দলের সদস্যকে রাখতে হয়। জেলা পরিষদে ৩ জন বিরোধী দলের সদস্য রয়েছেন। এক-একজন সদস্য তিনটি সমিতিতে থাকতে পারেন। এদিন যাঁরা স্থায়ী সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পূর্ত ও পরিবহণে শৈবাল গিরি, দিলীপ ঘোষ। খাদ্য ও সরবরাহে ক্ষমানন্দ মাহাতো, শান্তিময় ভট্টাচার্য, বন ও ভূমিতে কাজী আব্দুল হামিদ, অবনীকান্ত নায়েক। শিক্ষা- সংস্কৃতি ও ক্রীড়ায় শ্যামপদ পাত্র, বিবেকানন্দ মুখোপাধ্যায়। কৃষি ও সেচে নির্মল ঘোষ, তপন বন্দ্যোপাধ্যায়। মৎস্য ও প্রাণীসম্পদে অজিত মাইতি, সূর্য অট্ট। জনস্বাস্থ্য ও পরিবেশে পঞ্চানন মণ্ডল, জারিনা ইয়াসমিন। ক্ষুদ্র শিল্প ও বিদ্যুতে অমূল্য মাইতি, সুমনা মণ্ডল। শিশু ও নারী উন্নয়নে কাবেরী চট্টোপাধ্যায়, সোমা অধিকারী প্রমুখ। তাঁরা এ দিন বৈঠকও করেন। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মেদিনীপুরের ফেডারেশন হলে এক বৈঠক হয়। এটি ছিল তৃণমূলের দলীয় বৈঠক। দলের জেলা পরিষদ সদস্যরা বৈঠকে হাজির ছিলেন। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষও। বৈঠক শেষে জেলা পরিষদ সদস্যরা জেলা পরিষদ হলে আসেন। স্থায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহন করেন।
|
পুরনো খবর: জেলা পরিষদে স্থায়ী সমিতি |
|
|
|
|
|