টুকরো খবর |
সবং কলেজে সংঘর্ষ সিপি-টিএমটিপির
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কলেজের ক্লাসে রক্তদান শিবিরের প্রচারে গিয়ে ছাত্র পরিষদ ও তৃনমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে জখম হলেন ১৯ জন। বুধবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর মহকুমার সবং কলেজে। এ দিন দুপুরে আজ, বৃহস্পতিবারের রক্তদান শিবির অংগ্রহনের সমর্থনে ক্লাসে প্রচারে হঠাৎই ক্লাসের মধ্যে গণ্ডগোল বাধে। ছুটে আসে স্থানীয় বস্তির লোকজন। সংঘর্ষ বাধে দু’পক্ষের। জখমদের পরে সবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। এই কলেজের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ (সিপি) পরিচালিত। আজ, বৃহস্পতিবারের এনএসএস-এর রক্তদান শিবির পরিচালনার ভার তাই সিপির সদস্যরাই নিয়েছে। সেই অনুযায়ী কয়েকদিন ধরে প্রচার চলছে প্রতিটি বিভাগে। এ দিনও প্রথম বর্ষের বাংলার পাস কোর্সের ক্লাস চলাকালীন প্রচারে যান সিপির ছাত্ররা। সিপির অভিযোগ, সেই সময়ই ক্লাসে প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) ভূগোলের ছাত্র শেখ মুসলেম। এর পরেই বাধে গণ্ডগোল।আসে বহিরাগতরা। তুমুল সংঘর্ষ বাধে। টিএমসিপি অভিযোগ মানেনি। |
জেলা পরিষদে স্থায়ী সমিতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতির নির্বাচন হবে। অর্থ সহ ১০টি স্থায়ী সমিতি রয়েছে জেলা পরিষদে। যদিও এদিন ৯টি স্থায়ী সমিতির নির্বাচন হবে। ৯টি স্থায়ী সমিতির কমার্ধ্যক্ষ, সভাধিপতি, সহ সভাধিপতি ও বিরোধী দলনেতাকে নিয়ে হবে অর্থ দফতরের স্থায়ী সমিতি। পশ্চিম মেদিনীপুর জেলায় জেলা পরিষদের সদস্য সংখ্যা ৬৭টি জন। তাঁরা ছাড়াও ২৯টি পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক ও সাংসদেরাও এই নির্বাচনে অংশগ্রহন করতে পারেন। ফলে সব দিক দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূলই। প্রতিটি স্থায়ী সমিতিতেই সভাধিপতি ও সহ সভাধিপতি সদস্য থাকেন। তার বাইরে ৫জন নির্বাচিত হন। আর ১ জন বিরোধী দলের সদস্যকে রাখতে হয়। জেলা পরিষদে ৩ জন বিরোধী দলের সদস্য রয়েছেন। এক একজন সদস্যের অবশ্য তিনটির বেশি স্থায়ী সমিতিতে থাকার নিয়ম নেই। তবে ৩ জন বিরোধী দলের সদস্য থাকায় ৯টি স্থায়ী সমিতিতে তাঁদের থাকার অসুবিধে রইল না। |
তৃণমূল নেতার মৃত্যু দুর্ঘটনায়
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ছোট গাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন এক তৃণমূল নেতা। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণের সতকুঁইতে। মৃত জাকির হোসেনের (৪০) বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সতকুঁই এলাকার স্থানীয় তৃণমূল নেতা ছিলেন জাকিরবাবু। মঙ্গলবার রাতে মেদিনীপুর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে ছিটকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে ও ওই গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মারা যান জাকিরবাবু। |
বিদ্যুৎ বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
চাষের ক্ষতিতে বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ দেখালেন ব্লক প্রশাসনিক অফিসে। বুধবার নারায়ণগড় ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও দেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘন ঘন লোড শেডিং ও কম ভোল্টেজের দরুণ পাম্প চালানো যাচ্ছে না। এমনকী জোর করে চালাতে গিয়ে বেশ কিছু চাষীর পাম্প খারাপ হয়ে গিয়েছে। তাঁরা বিদ্যুতের মাসুল কমানো ও ক্ষতিপূরণের দাবি জানান। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ দাস, ব্লক সভাপতি গোরাচাঁদ মান্না প্রমুখ। |
বিক্ষোভের মুখে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সালিশি সভার খবর পেয়ে মঙ্গলবার শালবনির মধুপুরে গিয়েছিল পুলিশ। তারা সালিশির মতের উল্টো মত দিলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রাস্তায় ইট- পাথর ফেলে গাড়ি আটকানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। |
থেকেও নেই |
কংসাবতীর উপর ডেবরার লোয়াদায় ২০০৩ সালে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি শুরু হয়। ২০০৬ সালে শেষ হয় নির্মাণ কাজ। কিন্তু সংযোগকারী অ্যাপ্রোচ রোড তৈরিতে সমস্যা থাকায় আজও চালু হয়নি সেতুটি। ফলে মলিহাটি, গোলগ্রাম, ত্রিলোচনপুর-সহ প্রায় একশোটি গ্রামের বাসিন্দাদের নদী পেরিয়েই যাতায়াত হয়। গ্রীষ্মকালে জল কমে গেলে নদীর মধ্যেকার বালি পেরিয়ে বাস চলাচল করে। বর্ষাকালে নদীর জল বাড়লে বন্ধ হয়ে যায় বাস চলাচল। সাত বছর ধরেই এই চিত্র |
|