ভোট ছাড়াই কমিটি গড়া হল টাউন স্কুলে
বশেষে নির্বাচন এড়ানো সম্ভব হল। আলোচনার ভিত্তিতেই মনোনয়ন প্রত্যাহার করলেন ৬ জন। ফলে বিনা নির্বাচনেই ১ জন শিক্ষাকর্মী-সহ ৪ জন শিক্ষক প্রতিনিধি এলেন মেদিনীপুর টাউন স্কুলের (বালক) পরিচালন সমিতিতে।
প্রথমে নির্বাচন ছাড়াই ৪ জন প্রতিনিধিকে নির্বাচিত বলে ঘোষণা করেছিলেন প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী। ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষাকর্মীরা তখন অভিযোগ করেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা ছাড়াই অগণতান্ত্রিক পদ্ধতিতে ৪ জনকে মনোনীত করেছেন প্রধান শিক্ষক। দ্বিতীয়বার বিজ্ঞপ্তি জারি করে মনোনয়ন জমা দেওয়ার দিন ঠিক করা হয়। তখন ৬ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। আগে যে ৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তাঁদেরও মনোনয়ন ছিল। আগামী শনিবার ছিল নির্বাচন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ইতিমধ্যে আলোচনার ভিত্তিতে ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন। এদের মধ্যে প্রথম বিজ্ঞপ্তির পর বিজয়ী বলে ঘোষনা করে দেওয়া ৪ জনের মধ্যে তিনজন ও পরবর্তীকালে মনোনয়ন জমা দেওয়া ৬ জনের মধ্যে ৩ জন প্রত্যাহার করেছেন।
প্রথমবারের বিজয়ী হিসাবে রয়েছেন সহকারী প্রধান শিক্ষক রাজবল্লভ দে। আর দুই সহ-শিক্ষক স্মৃতিকণা রায় সেনগুপ্ত, জহরলাল পৈড়া ও শিক্ষাকর্মী সৌমেন্দু সাউ। প্রধান শিক্ষক বলেন, “৬ জন মনোনয়ন প্রত্যাহার করার আর নির্বাচনের দরকার নেই। আমিও সুষ্ঠভাবেই তা করতে চেয়েছিলাম। কিন্তু কয়েকজন আপত্তি তোলায় তা হয়নি। এবার তাঁরাও সূযোগ পেয়েছেন।” দ্বিতীয় বিজ্ঞপ্তিতে মনোনয়ন জমার পরেও প্রত্যাহার করে নেওয়া সব্যসাচী দাস বলেন, “আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে হোক। কেউ একনায়কতন্ত্র চালাবেন তা মেনে নেওয়া যায় না। এবার সকলে অংশগ্রহনের সূযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে থেকেই আলোচনার ভিত্তিতে মনোনীত করা হয়েছে। বাকিরা প্রত্যাহার করেছেন। এতে আমরা খুশি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.