বছরের শেষে দক্ষিণ আফ্রিকার কোনও মাঠে ডেল স্টেইনের উল্টোদিকে ব্যাট হাতে সচিন তেন্ডুলকর এমন দৃশ্য কল্পনা করতে খুব একটা অসুবিধা হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, “সচিন দক্ষিণ আফ্রিকায় গেলে আমি অবাক হব না।”
সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, নির্বাচকদের প্রধান সন্দীপ পাটিল সচিনের সঙ্গে তাঁর অবসর নিয়ে কথা বলেছেন। এই নিয়ে সৌরভ বললেন, “ভিতরের খবর আমি জানি না। কাগজেই পড়েছি। তবে আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য নয় যে, সন্দীপ পাটিল সচিনের সঙ্গে দেখা করে বলবেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর তোমাকে পারফর্ম করে নিজের জায়গা ধরে রাখতে হবে।”
বৃহস্পতিবার ‘এবিপি আনন্দ’-র অনুষ্ঠানে সৌরভ এই মন্তব্য করে আরও যোগ করেন, “জানি না কারও ক্ষেত্রেই এ রকম হয় কিনা। রাহুল দ্রাবিড় সম্পর্কেও এ রকম খবর ছড়িয়েছিল। কিন্তু তা বিশ্বাস করি না। আমার কাছেও অবসরের সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল। সচিনের কাছেও তাই হবে।”
সচিনের সম্ভাব্য দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সৌরভ বলেন, “ও যদি মনে করে, ওর দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলা উচিত, তা হলে নিশ্চয়ই যাবে। এটা সম্পূর্ণ ওর নিজস্ব ব্যাপার। তবে সচিন ওখানে গেলে অবাক হব না।”
ভারত ‘এ’-র হয়ে কামব্যাক সিরিজে যুবরাজের পারফরম্যান্স প্রসঙ্গে সৌরভের মন্তব্য, “এই পারফরম্যান্সের পর যুবির ভারতীয় দলে দুশো শতাংশ ফেরা উচিত। আমার মনে হয়, দীনেশ কার্তিকের চেয়ে ও অনেক এগিয়ে।” এ দিন যুবরাজের ভারত ‘এ’ দল একদিনের ম্যাচ হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র কাছে। যুবরাজ করেন ৬১। জীবনকৃতি পুরস্কার পাওয়ার খবরে সৌরভ জানান, “ওই পুরস্কার নিতে গিয়ে লিয়েন্ডারের সঙ্গে দেখা হলে ওকে ইউএস ওপেন জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলব, আরও সময় কাটাও আমাদের শহরে। কলকাতার তোমাকে দরকার।”
|