নতুন মরসুমে তিনটি ম্যাচ খেলেছে মোহনবাগান। এরই মধ্যে চোট সমস্যায় না কি জেরবার করিম বেঞ্চারিফার দল! অন্তত এরকমই দাবি মোহনবাগান কোচের। বৃহস্পতিবার তিনি বলে দিলেন, “চোট সমস্যা তো একটা বড় ফ্যাক্টর। সবাইকে একসঙ্গে না পাওয়ার ফলে বোঝাপড়া গড়ে উঠতে পারছে না।”
মাঠে নামার আগেই চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ওডাফা ওকোলি। তারওপর চোটের জন্য কলকাতা লিগের প্রথম দু’টি ম্যাচে রবিন্দরকে পাননি মরক্কান কোচ। জর্জ ম্যাচে আবার সাবিথ, আইবর খেলতে পারেননি চোটের কারণে। বুধবার পিয়ারলেস ম্যাচে নতুন করে চোট পেয়েছেন ওয়াহিদ সালি। আই লিগের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সম্ভবত পাওয়া যাবে না ওয়াহিদকে। করিম এ দিন বলেই ফেললেন, এরই মধ্যে আবার অ্যান্টনি পেরেরার গোয়ায় ফিরে যাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। ক্লাব সূত্রের খবর, টাকা-পয়সা নিয়ে সমস্যা হওয়ার কারণেই নাকি গোয়ায় ফিরে গেছেন অ্যান্টনি। গোয়ায় অ্যান্টনির সঙ্গে যোগাযোগ করা হলে বললেন, “আমি এখনও জানি না কবে ফিরব! কিছু সমস্যা রয়েছে। সময় আসলে বলব। সমস্যা সমাধানের জন্য ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে হলে তাই বসব।” এ ঘটনায় রীতিমতো বিরক্ত করিম। এ দিন অনুশীলনের পর বলে দিলেন, “অ্যান্টনি সম্পর্কিত কোনও খবর আমার কাছে নেই। ক্লাব-কর্তারা আমাকে বলেছিলেন, বাবার অসুস্থতার জন্য ছুটি নিয়ে বাড়ি গেছেন। দু’-একদিনের মধ্যেই ফিরে আসবে। কিন্তু ওর দেখা নেই। ওকে না পাওয়াটা আমার দলের আরও একটা বড় ক্ষতি।”
রবিবার আই লিগের প্রথম ম্যাচ সবুজ-মেরুনের। সে জন্য আজ সকালে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন কাতসুমি-ইচেরা। পৌঁছে বিকেলে অনুশীলনও করার কথা। তবে সবমিলিয়ে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মোহনবাগান কিন্তু বেশ চাপেই রয়েছে।
|