মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়লেন ওডাফা ওকোলি। তবু মুখ বেজার করিম বেঞ্চারিফার। কারণ তিনি বুঝে গিয়েছেন, মোহন অধিনায়ককে আই লিগের তৃতীয় ম্যাচের আগে কোনও ভাবেই পাচ্ছেন না। অনুশীলনের পর ওডাফা নিজেও বলে দিলেন, “হয়তো আই লিগের তৃতীয় ম্যাচের আগে আমি সুস্থ হয়ে মাঠে নামতে পারি।”
এ দিন দলের ফিজিও জোনাথন কর্নারের কাছে শুধুমাত্র রিহ্যাব করেন বাগানের গোলমেশিন। অক্টোবরের প্রথম সপ্তাহের আগে কোনও ভাবেই পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন না বলে মনে করছেন ওডাফা। তবে যোগ্য অধিনায়কের মতোই নিয়মিত দলের অনুশীলনে এসে সতীর্থদের তাতিয়ে রাখতে চান তিনি। |
গত বছর সাবিথকে সঙ্গী করে ওডাফা নিজে যেমন গোল করেছিলেন, সাবিথকে দিয়ে গোল করিয়েওছিলেন। গোল মিস করলেই অধিনায়কের বকুনি খেতে হত কেরলের স্ট্রাইকারটিকে। এ দিন সাবিথ বলছিলেন, “ওডাফা থাকলে অনেক চাপ কমে যায়। পুরো ম্যাচে ও-ই গাইড করে দেয়। ওকে সত্যি খুব মিস করছি।” অন্য দিকে অনুশীলনের পর বাড়ি ফেরার পথে ওডাফা বললেন, “খেলতে না পেরে আমি খুব হতাশ। মরসুমের শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়াটা একজন ফুটবলারের কাছে খুব খারাপ দিক। তবে ডাক্তারের প্রতিটা পরামর্শ মেনে চলছি। দ্রুত সুস্থ হতে যা যা করা দরকার সবটাই করছি। একটু বেশি চাপ নিলেই ব্যথাটা করছে। তবে আজ থেকে রিহ্যাব-ও শুরু করেছি।”
ওডাফাহীন মোহনবাগান কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। জর্জ টেলিগ্রাফের সঙ্গে ১-১ ড্র করেছেন কাতসুমি-আদিলরা। তবে আজ বুধবার পিয়ারলেসের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরছেন সাবিথ ও আইবর। এ দিন অনুশীলনের পর করিম বললেন, “একমাত্র ওডাফা ছাড়া দলের সবাই ফিট রয়েছে। আশা করি পিয়ারলেস ম্যাচ থেকে আমার দল ঘুরে দাঁড়াবে।” তবু কলকাতা লিগে পিয়ারলেস ম্যাচের আগের দিন সাতসকালে দলকে উজ্জীবিত করতে মোহনবাগান মাঠে আসতে হল সভাপতি টুটু বসুকে। বহু দিন বাদে দলের অনুশীলনে হাজির হয়েছিলেন অর্থসচিব দেবাশিস দত্ত-ও। অনুশীলনের পর দুই কর্তা মিলে ফুটবলারদের ভোকাল টনিকও দিলেন। শুক্রবার আই লিগের ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাচ্ছে মোহনবাগান। তার আগে দলের সঙ্গে এরিক যাতে নিজের বোঝাপড়া বাড়িয়ে নিতে পারেন, সে জন্য আজ বুধবার পিয়ারলেসের বিরুদ্ধে কাতসুমির সঙ্গে তাঁকেই খেলাবেন করিম।
|