ফুটবলারদের দাবিতে কোচের বোধোদয় হবে কি? এএফসি কাপ কোয়ার্টার ফাইনালের অ্যাওয়ে ম্যাচের আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ইস্টবেঙ্গলে।
কী সেই দাবি? মর্গ্যান জমানায় চার ব্যাকের আগে মাঝমাঠে দাঁড়াতেন মেহতাব। দু’পাশে খাবরা এবং ইসফাক আক্রমণের সঙ্গে রক্ষণেও নির্ভরতা দিতেন। এর সঙ্গে সামনে পেন থাকায় ওপারাদের উপর বিপক্ষ আক্রমণের ঝড়-ঝাপটাও সরাসরি আছড়ে পড়ত না।
অসুবিধাটা এখানেই। ফালোপার মাঝমাঠে লালরিন্দিকা, জোয়াকিম বা সুয়োকা আক্রমণাত্মক মিডিও। ফলে চাপ বাড়ছে মেহতাব-সহ গোটা রক্ষণে। এ নিয়ে ব্রাজিলীয় কোচের কাছে ফুটবলাররা ইতিমধ্যেই দরবার করেছেন বলে খবর টিম সূত্রে। লাল-হলুদ রক্ষণের স্তম্ভ উগা ওপারাও বলছেন, “পেনের অভাবটা এ বার বোঝা যাচ্ছে। মরসুম শুরুতে ওর এই লোড নেওয়ার কথা ভেবেই ওকে দলে চেয়ে কর্তাদের অনুরোধ করেছিলাম।”
টিম সূত্রে খবর, ফুটবলারদের এই সমবেত আর্জিতে ব্রাজিলীয় কোচ নাকি সম্মত হয়েছেন উইলসন, এস্তেবানদের রুখতে মেহতাবের পাশে একজন রক্ষণাত্মক হাফ রাখার ব্যাপারে। কিন্তু সেই ভূমিকা নেবেন কে? কারণ সুবোধ কুমার কিংবা খাবরা ১৮ জনের দলে নেই।
শুক্রবার সকালে অনুশীলনের পর বিকেলের ফ্লাইটে শহর ছাড়ছে ফালোপার দল। দলের সঙ্গে যাচ্ছেন না রাজু গায়কোয়াড়। তাঁর বদলে যাচ্ছেন গুরবিন্দর সিংহ। গোলকিপার অভ্র মণ্ডল এবং মিডফিল্ডার কেভিন লোবোও চোটের কারণে দলে নেই। তাঁদের জায়গা নিচ্ছেন অভিজিৎ মণ্ডল এবং বলজিৎ সিংহ। লাল-হলুদ শিবিরে সুখবর, ভিসা সমস্যা কেটেছে মোগার। মেহতাবের অফিস ফুটবল সংক্রান্ত সমস্যাও মেটার মুখে।
|