টুকরো খবর
রাজ্যের জীবনকৃতি সম্মান পাচ্ছেন সৌরভ ও লিয়েন্ডার
বাংলার খেলাধুলার দুই আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লিয়েন্ডার পেজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা জীবনকৃতি সম্মানে ভূষিত করতে চলেছে রাজ্য সরকার। ২৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের হাতে এই সম্মান তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই রাজ্য ফুটবল অ্যাকাডেমি তৈরির কথা অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। প্রতিবারের মতো ৬০০০ ক্লাবকে দু’লাখ টাকা করে আর্থিক অনুদানও তুলে দেওয়া হবে। বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ-সহ কৃতি মানুষদের সম্মান জানাতে রাজ্যে নানা পুরস্কার চালু হয়েছে ইদানিংকালে। কিন্তু ক্রীড়াক্ষেত্রে রাজ্য স্তরে আলাদা কোনও পুরস্কার ছিল না। সেটা এ বার চালু হচ্ছে। জানা গিয়েছে, খেলরত্ন, বাংলার গৌরব, গুরু রত্ন-এর মতো মোট চারটি বিভাগে দেওয়া হবে সম্মান। প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা ছাড়াও সম্মান জানানো হবে সফল কোচেদের। বুধবার মহাকরণে প্রাপকদের নাম চূড়ান্ত করতে রাজ্যের নামী ক্রীড়াবিদদের নিয়ে আলোচনায় বসেছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কিন্তু সৌরভ ও লিয়েন্ডারের নাম ছাড়া কোনও নামই চূড়ান্ত করা যায়নি অসংখ্য নাম সামনে এসে যাওয়ায়। আজ বৃহস্পতিবার আবার আলোচনা হবে। ক্রীড়ামন্ত্রী বললেন, “সৌরভ, লিয়েন্ডার ছাড়াও মোট ৫০ জনকে পুরস্কৃত করার কথা ভেবেছি আমরা। সব খেলার কৃতিদেরই বেছে নেওয়া হবে।” কিন্তু এরা কি উত্তরীয়-ট্রফি ছাড়াও আর্থিক পুরস্কার পাবেন। ক্রীড়ামন্ত্রী বলেন, “এটা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন তাই হবে।”

ধবনের দাপট চলছেই
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কান্দুরাতা মারুনসকে হারানোর পর ওটাগো ভোল্টসের ক্রিকেটাররা।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে বিস্ফোরক শিখর ধবন। কান্দুরাতার পর বুধবার তার দুরন্ত ফর্মের সামনে পড়ে উড়ে গেল ফয়সালাবাদ উলভসও। প্রথমে ব্যাট করে ফয়সালাবাদের ১২৭-৫ এর জবাবে ১৭.৩ ওভারেই ১৩১-৩ তুলে জিতে যায় সানরাইজার্স হায়দরাবাদ। শিখর ৫০ বলে ৫৯ রান করেন। এ দিনের অন্য ম্যাচে ফের হারল কুমার সঙ্গকারার কান্দুরাতা মারুনস। ওটাগো ভোল্টসের ফাস্ট বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে না পেরে ১৫৪-৯ থামে শ্রীলঙ্কা টিমের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দু’ওভার বাকি থাকতেই ১৫৭-৪ তুলে ম্যাচ মুঠোয় পুরে নেন ব্রেন্ডন ম্যাকালামরা। ৩২ বলে ৬৪ রান করে ম্যাচের সেরা ওটগোর রায়ান টেন দুশখাতে।

পুরনো খবর:
নতুন সমস্যায় বোর্ড
স্পট ফিক্সিং, বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের মামলায় জড়ানো নিয়ে অশান্তির মধ্যে নতুন সমস্যায় ভারতীয় বোর্ড। বোর্ডের সঙ্গে নতুন চুক্তি করছে না এয়ারটেল। ২০১০-এর ১ সেপ্টেম্বর থেকে ২০১৩-র মার্চ পর্যন্ত চুক্তি ছিল এই সংস্থার। তারা সরে যাওয়ায় তড়িঘড়ি বৃহস্পতিবার বোর্ডের মার্কেটিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। নতুন স্পনসর এবং নতুন টেন্ডার ডাকা নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত হবে।

সম্পর্ক সঙ্কটে, স্বীকার করে নিলেন ওয়ার্ন
ব্যক্তিগত জীবনে গভীরতম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেন বলে আজ স্বীকার করে নিলেন শেন ওয়ার্ন। তবে এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার খবর সরাসরি ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছেন স্পিন কিংবদন্তি। টুইট করেছেন, “ই এইচ আর আমাকে নিয়ে খবরটা পুরোপুরি রাবিশ। হ্যাঁ, আমরা কিছু ব্যক্তিগত সমস্যা সামলে ওঠার চেষ্টা করছি। কিন্তু সম্পর্ক শেষ করার কথা মোটেই ভাবছি না।” ওয়ার্ন-হার্লি সম্পর্ক নিয়ে এ দিন নতুন করে তোলপাড় শুরু হয় ব্রিটিশ অভিনেত্রীর এক বিষণ্ণ টুইটকে কেন্দ্র করে। হার্লি লিখেছেন, “সাম্প্রতিক ঘটনা নিয়ে চুপ করে থাকার জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি। বিষয়টা এখনও দগদগে আর অসম্ভব ব্যক্তিগত বলেই শেয়ার করতে পারছি না।” বলা শুরু হয়, হার্লি বিচ্ছেদের কথাটা এক রকম স্বীকারই করে নিলেন। আর তাতেই পাল্টা টুইট করেছেন ওয়ার্ন।

পুরনো খবর:


বাতিলদের নিয়েই বিসি রায় যাচ্ছে বাংলা
বয়স ভাঁড়ানোয় যাদের বাতিল করেছিল আইএফএ, তাদের নিয়েই বিসি রায় ট্রফির অনুর্ধ্ব-১৭ দল গড়ল বাংলা। ফুটবলারের অভাবে রাঁচিতে দল পাঠাবে না বলে ভেবেছিল আইএফএ। পরে সিদ্ধান্ত বদল করেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। বুধবার বাতিলদের ডেকে নতুন করে বয়সের পরীক্ষা হয়। আইএফএ-র দাবি, ডিজিটাল এক্স রে-তে যাদের বয়স সতেরোর বেশি ধরা পড়েছিল, এমআরআই রিপোর্টে তাদের বয়সই নাকি সতেরোর মধ্যে। ফেডারেশন এমআরআই রিপোর্টকেই গুরুত্ব দেয়। আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্ট মাঠে প্র্যাকটিস সেরে রাতে রাঁচির ট্রেন ধরবে কোচ তরুণ দে-র অনূধ্বর্র্-১৭ বাংলা দল।

জাপানে জয় সিন্ধুর
জাপান ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেলেন পি ভি সিন্ধু। টুর্নামেন্টের অষ্টম বাছাই ভারতীয় মেয়ে স্থানীয় কোয়ালিফায়ার য়ুকিনো নাকাইকে হারালেন ২১-১২, ২১-১৩। দ্বিতীয় রাউন্ডে হায়দরাবাদির সামনে জাপানের আকানে ইয়ামাগুচি। তবে সিন্ধু নন, এ দিন নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে সাড়া ফেললেন ভারতের আনন্দ পওয়ার এবং কে শ্রীকান্ত। বিশ্বের ৩৭ নম্বর পওয়ার ২১-১৭, ৭-২১, ২১-১৮ হারান বিশ্বের ১২ নম্বর, ইন্দোনেশিয়ার সোনি দ্বি কুনকোরোকে।

ডেভিসে সহজ ড্র
আগামী বছরের ডেভিস কাপে শুরুতেই সহজ ড্র পেল ভারত। এশিয়া-ওশেনিয়া গ্রুপের প্রথম রাউন্ডে ভারতের প্রতিপক্ষ চিনা তাইপে। ২০০৯-এ তাইপে গিয়ে খেলেছিল ভারত। তাই এ বার ঘরের কোর্টের সুবিধাও পাবেন লিয়েন্ডাররা। তবে এআইটিএ প্রেসিডেন্ট অনিল খন্না জানিয়েছেন, খেলা কোন শহরে হবে, সেটা ঠিক হয়নি। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি চিনা তাইপের বিরুদ্ধে টাই জিতলে ভারতকে দ্বিতীয় রাউন্ড খেলতে কোরিয়া যেতে হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.