|
|
|
|
এসজেডিএ কাণ্ড |
নদীর সংস্কারে দুর্নীতি, নালিশ
সৌমিত্র কুন্ডু • শিলিগুড়ি |
জোড়াপানি সংস্কারে মাটি কাটার কাজের পর একটা বর্ষা পার হয়েছে গিয়েছে। অথচ ওই কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও তার তদন্ত শুরু না হওয়ায় প্রশ্ন উঠছে। এসজেডিএ’র বোর্ড মিটিংয়ে জোড়াপানি নদীখাত সংস্কারে হাজার ঘন মিটার মাটি কাটার কথা ঠিক হয়েছিল। পরে তা বাড়িয়ে কী ভাবে ১ লক্ষ ঘন মিটার কাটার নথি তৈরি করা হয়েছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। কাজ না হলেও খাতায় কলমে তা দেখিয়ে ৯ কোটি টাকা ঠিকাদার সংস্থাকে পাইয়েও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ সব তথ্য থাকার পরেও এখন পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ জানায়নি এসজেডিএ। তাতেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে।
এসজেডিএ তৎকালীন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য সাফ জানিয়েছিলেন, তাঁকে অন্ধকারে রেখে এ কাজ হয়েছে। এতে দফতরের একাংশ ঠিকাদারদের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছিলেন। গত জানুয়ারি মাসে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েও তদন্তের আর্জি জানিয়েছিলেন। তার পরেও পুলিশে কেন অভিযোগ জানানো হল না সেই প্রশ্ন উঠছে ঘুরে ফিরেই। অন্য দুর্নীতির অভিযোগে রুদ্রবাবুকে পুলিশ জেরা করার সময় তাদেরকেও রুদ্রবাবু সেই চিঠির প্রতিলিপি দেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির তরফে ওই কাজ খতিয়ে দেখা হয়েছে। তারা রিপোর্ট দেবেন। রিপোর্ট না মেলায় এসজেডিএ তাদের কাছে দুই দফায় চিঠি পাঠিয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সমস্ত বিষয়টি নজরে রেখেছি।”
ইতিমধ্যেই এসজেডিএ’র বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মামলায় ধৃত ঠিকাদার শঙ্কর পাল ওই কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। জোড়াপানি নদী সংস্কারের কাজে অন্যতম ঠিকাদার সংস্থা নন্দিনী কনস্ট্রাকশনের কর্ণধার তাঁর আত্মীয়। অন্য অভিযোগেও পুলিশ তাঁদের খুঁজছে। পুলিশেরই একটি সূত্র দাবি করেছে, তারা মামলা করতেই পারে। তবে এসজেডিএ অভিযোগ জানালে ওই দুর্নীতির তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে।
২০১২ সালের ১২ অক্টোবর ‘কোটেশন’-এর মাধ্যমে জোড়াপানি নদী সংস্কার এবং বাঁধের মেরামতির কাজ দেওয়া হয় শিলিগুড়ির খেলাঘর মোড়ের নন্দিনী কনস্ট্রাকশন ও সংস্থার কর্ণধারের আত্মীয় শঙ্কর পালকে। কেত টাকার কাজ বা বিস্তারিত কিছুই সেখানে জানানো ছিল না। অভিযোগ, কাজ শুরু করার পর ওই খাতে গত জানুয়ারি মাসের মধ্যে প্রায় ৯ কোটি টাকা ঠিকাদারকে দিয়েও দেওয়া হয়।
|
পুরনো খবর: এসজেডিএ দুর্নীতি মামলা, জামিন নাকচ ঠিকাদারের |
|
|
|
|
|