বিধিভঙ্গে অভিযুক্ত মুকুল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পুরসভার তৃণমূল কংগ্রেস জিতে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার জেলা ঘোষণা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক মুকুল রায়ের বিরুদ্ধে। সোমবার বিকালে পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের সভায় মুকুলবাবু বলেন, “আমাদের পুরসভা দিন। শপথের সঙ্গে সঙ্গে জেলার নাম পাল্টে যাবে।” মুকুলবাবুর বক্তব্যের পর বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস এবং বাম দলগুলি। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা জানিয়েছে কংগ্রেস ও বামেরা। আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “নির্বাচনী প্রচারে মুকুলবাবু জেলার প্রতিশ্রুতি দিতে পারেন না। বিষয়টি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে বলা হবে।” আলিপুরদুয়ার জেলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সর্বদল বৈঠকে তা সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন রাজনৈতিক স্তরে থাকতে পারে না। এটা প্রশাসনিক বিষয়। আরএসপি-র আলিপুরদুয়ার জোনাল সম্পাদক গৌতম তালুকদারের অভিযোগ, “ভোট বিধি ভঙ্গ করেছেন মুকুলবাবু।” সিপিএম জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরোটাই নির্বাচনী বিধিভঙ্গ। বিধানসভা ভোটের আগেও একই কথা বলা হয়েছিল। পুরভোটেও একই কাজ করা হচ্ছে। কমিশনে যাব।” কংগ্রেস এবং বামেদের অভিযোগ গুরুত্ব দিতে চায় না তৃণমূল। দলের আলিপুরসভার প্রচারের আহ্বায়ক জহর মজুমদার বলেন, “বিধি ভঙ্গ হয়নি। ভোটের ইস্তাহারে বলাই হয়েছে, তৃণমূল বোর্ডে আসার এক মাসের মধ্যে জেলা ঘোষণা হবে। আর কে কী বলল তা নিয়ে আমরা ভাবছি না।” গত রবিবার আলিপুরদুয়ারে প্রচারে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী অসম মোড়ে ফ্লাইওভার করার কথা জানান। প্রাক্তন রেলমন্ত্রী মুকুলবাবু বলেন, “গতকাল কেন্দ্রের এক মন্ত্রী ফ্লাইওভার করবেন বলে জানান। আমি রেলমন্ত্রী থাকার সময় তা ঠিক হয়েছিল। নতুন কিছু হয়নি।”
|
সব আসনে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একক লড়ে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে আগের চেয়ে বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রভাবিত প্রার্থীরা। গতবারের স্কুল পরিচালন সমিতি ভোটে তৃণমূল ও কংগ্রেস মনোভাবাপন্ন প্রার্থীরা জোট বেঁধে লড়েছিলেন। সে বার ১৪০০ ভোট পড়ে। জোট প্রার্থীরা পান ৬৫০টি ভোট। এবার ১৬৮৬টি ভোটের মধ্যে ৯০০টি ভোট পান তৃণমূল মনোভাবাপন্ন প্রার্থীরা। ৬টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হন তাঁরা। তৃণমূল প্রভাবিত জাতীয়তাবাদী শিক্ষামঞ্চের তরফে জয়ন্ত কর বলেন, “এতে প্রমাণিত হল তৃণমূলের বিকল্প কেউ নেই।” শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পরিচালসন সমিতি সাড়ে তিন দশক বামেদের দখলে ছিল। কিন্তু, জেনারেটর না কিনে তেলের খরচ দেখানো, ভুয়ো বিল দেখিয়ে টাকা তোলার অভিযোগ ওঠায় বামেদের দখলে থাকা পরিচালন সমিতি সদস্য বিপাকে পড়েন। ৩ বছর আগে কংগ্রেস-তৃণমূল জোট সমিতি দখল করে। ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হন জয়ন্ত কর।
|
কংগ্রেসের নালিশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কংগ্রেস পরিচালিত বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে এক লিফলেট বিলিকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। সোমবার কলেজ হল্ট এলাকায় সাংবাদিক বৈঠক করে পুলিশে অভিযোগ দায়ের করার কথা জানান কংগ্রেস নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন, আলিপুরদুয়ার পুর নাগরিকবৃন্দের নামে লিফলেট বিলি করা হলেও তাতে সংগঠনের ঠিকানা দেওয়া। জেলা কংগ্রেসের মুখপাত্র অজিত নাথ বলেন, “দুর্নীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। তাতে কোনও তথ্যপ্রমাণ নেই। আমরা পুলিশে অভিযোগ জানাচ্ছি।
|
দাদাকে কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
পাঁচশ টাকা না দেওয়ায় ভোজালি দিয়ে দাদাকে খুনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বানারহাটের বিন্নাগুড়ি চা বাগানে। প্রতিবেশীরা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। নিউলাইন শ্রমিক বস্তির নির্মল মিনজ (৩৮) এর কাছে ভাই মনোজিত ৫০০ টাকার দাবি করে। তা না দেওয়ায় এই খুন।
|
কারখানার দরজা ভেঙে চা-পাতা চুরির অভিযোগে তিন জনকে ধরল পুলিশ। উদ্ধার হয়েছে ১ কুইন্টাল চা-পাতা। রবিবার ঘটনাটি ঘটেছে কার্শিয়াঙের গাড়িধুরায়। ধৃত বিশাল সোরেন, দীপক দোরজি ও রাজেশ গুপ্তাকে কার্শিয়াং আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। |