জাহাঙ্গির খুনে ধৃতদের ফের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের জাহাঙ্গির আলম মণ্ডলকে খুনের অভিযোগে ধৃত তিনজনকে ফের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতেরা হল মনিরুল শেখ, মান্নান গাজি ও কওসর গাজি। এর আগেও আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে ছিল তারা। তাদের কাছ থেকে ২টি রিভলবার, ১ রাউন্ড গুলি ও একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সোমবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কতীদের গুলিতে খুন হন জাহাঙ্গির। তদন্তে নেমে মনিরুল, মান্নান ও কওসরকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধরে পুলিশ। তাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা শুরু হয়। আদালতে তোলা হলে তাদের চার দিনের পুলিশ হেফাজত হয়। সেই সময়ে জেরার মুখে খুনের কথা স্বীকার করে মনিরুল।
পুরনো খবর: সিপিএমের সভাপতি খুনে তপ্ত হাসনাবাদ
|
ম্যাটাডর উল্টে মৃত ৩
নিজস্ব প্রতিবেদন |
স্কুল ছুটির পরে বাড়ি ফেরার জন্য হাঁটছিল ছাত্রছাত্রীরা। আচমকা একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় চাপা পড়ে মৃত্যু হল দুই ছাত্রীর। মারা যায় একটি শিশুও। জখম হন ম্যাটাডরের চালক, খালাসি-সহ পাঁচ জন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে নারায়ণপুর স্কুলমোড়ের কাছে। এ দিন সকালেই উলুবেড়িয়ার পিরতলা মোড়ের কাছে মুম্বই রোড পেরনোর সময়ে গাড়ির ধাক্কায় জখম হয় বাগনান আদর্শ বিদ্যালয়ের তিন ছাত্রী। গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় জনতা।
পুলিশ জানায়, কাকদ্বীপের দুর্ঘটনায় মৃত দুই স্কুলছাত্রীর নাম তুলসি বর্মন (১৭) এবং রীতা জানা (১৭)। দু’জনেরই বাড়ি নারায়ণপুর গ্রামে। মৃত বছর ছয়েকের শিশুটির পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলেই সে মারা যায়।জখমদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় ঋতা। ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় তুলসীর। বাকিরা চিকিৎসাধীন। দুর্ঘটনার পরেই মৃত শিশুটির দেহ আটকে ওই মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে রাত পর্যন্ত অবস্থান-বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। যোগ দেন অভিভাবকেরাও। |
ছিনতাইয়ে ধৃত পঞ্চায়েত সদস্য
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
মাথায় রিভলবার ঠেকিয়ে এক ব্যবসায়ীয়ের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। সন্দেশখালির কচুখালিতে বাসন্তী রোডে শনিবার সকালের ঘটনা। পুলিশ জানিয়েছে, তাদের নাম মহিদুল গাজি ও উত্তম বেনে। মহিদুলের দাদা সন্দেশখালি কুমারজোল পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যায় মহিদুলকে গ্রেফতার করে পুলিশ। তার খাটের তোষকের নীচে ছিনতাই হওয়া কয়েক হাজার টাকা উদ্ধার হয়েছে। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “হাড়োয়ার খাসবালান্দার বাসিন্দা দীপক বসু নামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে মহিদুল ও উত্তম বেনে নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”
|
গাছে ধাক্কা, মৃত্যু ট্রাকচালকের
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
পাচারের উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাকচালকের। মারা গেল সাতটি গরুও। সোমবার ভোরে গাইঘাটা থানার ধর্মপুর এলাকায় যশোহর রোডের উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনাস্থলেই চালক মারা যান। |